-
আসলে আমাদের অনেক বিষয় সম্পর্কে সুনিদ্দিষ্ট ধারণা নেই । আর এই বিষয়গুুলোর মধ্য আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের প্রত্যকটা ট্রেডারের ট্রেডিং পরিকল্পনা থাকতে হবে । যেটা সম্পর্কে নতুন ট্রেডাররা ভাল করে জানে না । আমি এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি । যেটার কারনে আমরা জানি যে একটা ভালো পরিকল্পনা হয়ে থাকে সেটা হবে কাজ সম্পন্ন করার অর্ধেক । কেননা আপনি যদি যেকোন কাজে ভালো একটা পরিকল্পনা মাফিক চলেন তবে দেখবেন অনেকবেশি লাভবান হবেন ।
-
আমি শতকরা ৮০ ভাগ প্রফিট করতে চাই । আমি সেইভাবে চেষ্টা করতেছি । আমি চাই যে , ফরেক্স ব্যবসা দক্ষতাবান হ্য়ে তারপর করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতাবান হওয়ার চেষ্টা করব ।
-
আমি এখনো ফরেক্স মার্কেটে কোন ট্রেড করতে পারি নাই । তবে আমি ট্রেড করবো আমি ট্রেড করে আমি ১০% থেকে প্রফিট শুরু করতে হবে । আমি প্রফিট করার সময় সব থেকে কম থেকে শুরু করতে । কারন আমি নতুন তাই নিচ থেকে করতে চাই ভাল করতে চাই ।
-
আপনি ফরেক্স মার্কেটে কত পারছেন প্রফিট করতে চান । আপনি ১০০ পারছেন প্রফিট করেন । আমি এখনো করি নাই তবে করবো । ফরেক্সে কাজ করতে হলে আপনাকে আগে ভাল করে সব কিছু জানতে হবে তার পরে আপনি ফরেক্সে প্রফিট করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমি ১০০%আয় করতে চাই।জানি না আমি এই আয় করতে পারবো কিনা।সেই লক্ষে আমি এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এর যাবতীয় বিষয় সম্পর্কে যান্তে হবে। আমরা যদি ফরেক্স মার্কেট এ না যেনে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবোনা।ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি আপনার মত করে ট্রেড করতে পারেন।
-
কোন ব্যবসায়ই আপনি ১০০% প্রফিট পাবেন না। তবে আপনি যদি সফল হতে পারেন তাহলে আপনার মূলধনের ৩০% প্রফিট করতে পারলেই অনেক প্রফিট বলে আমি মনে করি।
তবে যারা ১০০% সফল তারা হয়ত ৫০% বা ৬০%+ আয় করে থাকেন। কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলব-- পারসেন্ট এর হিসেব না কষে কিভাবে সফল ট্রেডার হওয়া যায় সেই হিসেবটা করুন। সফল হতে পারলে তখন আপনিই বুঝবেন আপনার কত % প্রফিট দরকার।
-
আমি আমার ১০০% বিনিয়োগ করা মুলধনকে প্রতি মাসে ট্রেডিং করে ১৫০% এ উত্তীর্ণ করতে চাই এবং বর্তমানে আমি তা করতে সফল হয়েছি। তবে সকল নতুন ট্রেডারদের জন্য অনুরোধ আপনারাও এরকম লাভ অর্জন করতে পারবেন সেই জন্য আপনাদের ভাল করে দক্ষ হতে হবে।
-
আমি প্রতি মাসে কম হলেও ৫০ % করে লাভ করতে কারন এই পরিমান লাভ আমার জন্য অবশ্যই আমি মঙ্গলজনক বলে মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে বেশী করে সব সময় ভাল করে জ্ঞান অর্জন করতে হবে কারন ভাল জ্ঞান অর্জন এর মাঝে দিয়ে আমরা এখানে সফলতা পেতে পারি ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি প্রতি মাসে যদি ২০% প্রফিট করতে পারি তাহলে অনেক তাই করার জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি ফরেক্স মার্কেটের ট্রেডিং অনেক রিস্ক আমরা বেশির ভাগ ফরেক্স ট্রেডার যারা মার্কেটের বিপরীত ট্রেড করার জন্য একাউন্ট জিরো করেছি।
-
আমি আমার ১০০% বিনিয়োগ করা মুলধনকে প্রতি মাসে ট্রেডিং করে ১৫০% এ উত্তীর্ণ করতে চাই এবং বর্তমানে আমি তা করতে সফল হয়েছি। তবে সকল নতুন ট্রেডারদের জন্য অনুরোধ আপনারাও এরকম লাভ অর্জন করতে পারবেন সেই জন্য আপনাদের ভাল করে দক্ষ হতে হবে।