-
হাই সবাই, সবাই কেমন করছে? আমি আশা করি সবাই এই এমটি 5 ফোরামে আশ্চর্যজনকভাবে ভাল করছে। আমার নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে, আমি মনে করি ফরেক্সটি একটি শিক্ষার সমুদ্র, কারণ ফরেক্স খুব প্রশস্ত, শক্ত, ঝুঁকিপূর্ণ, প্রযুক্তিগত এবং এটি খুব যৌক্তিক। ফরেক্সে শেখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ ফরেক্স খুব
-
আসলে ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে আমরা স্টপ লস এবং টেক প্রফিট এই ২টা ফিচার ব্যাবহার করতেও পারি আবার নাও করতে পারি । তবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রের জন্য আমাদের স্টপ লসটা ব্যাবহার করাটা খুবই জরুরী । যেন মার্কেট কখনই আমাদের ট্রেডের বিপরীতে গেলেও একটা নির্দিষ্ট পরিমাণ লসে ট্রেডটা কেটে যায় । তাই আপনি মনে করলে টেক প্রফিট অপশনটা ব্যাবহার না করলেও স্টপ লস অপশন ব্যাবহার করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস ও টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ দুটি টুলস।যে টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে একটিভ না থেকেও যথাসময়ে তাদের ট্রেডগুলো ক্লোজ করে থাকে।মূলত স্টপ লস ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার তার অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা করতে পারে অর্থাৎ সে যখন কোন ট্রেড ওপেন করে তখন সে একটা নির্দিষ্ট লেভেলে স্টপ লস নির্ধারণ করে থাকে কারণ মার্কেট যদি তার বিপরীত দিকে যায় তাহলে তার অ্যাকাউন্ট যেন অনেক বেশী লসের সম্মুখীন না হয় এইজন্য তার নির্ধারিত পজিশনে যাওয়া মাত্রই ট্রেডগুলো নিজে থেকেই ক্লোজ হয়ে যায়। ফল স্বরূপ তার অ্যাকাউন্ট অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে টেক প্রফিট ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটে এক্টিভ না থেকেও প্রফিট সরকারের ট্রেড ক্লোজ করতে পারে সে ক্ষেত্রে সে যখন ট্রেড ওপেন করে তখন সে একটা নির্দিষ্ট পজিশনে টেক প্রফিট সেট করে দেয় আর মার্কেট যখন তার পজিটিভ দিকে গিয়ে ওই পজিশনে পৌঁছায় তখন আপনা-আপনিই ট্রেডগুলো ক্লোজ হয়ে যায় এবং তার অ্যাকাউন্টে প্রফিট জমা হয়ে যায়।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স ব্যবসা সকল প্রকার কাজের পাশাপাশি করা যায় । এই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য টেক প্রফিট এবং স্টপ লচ হলো,,, যারা বিভিন্ন প্রকার কাজের পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করে থাকে তাদের জন্য খুবই ভালো পদ্ধতি । কারন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার সময় টেক প্রফিট এবং স্টপ লচ ব্যবহার করে মার্কেট থেকে বের হয়ে গেলে ও সেই ট্রেড তার নিজস্ব গতিতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত গিয়ে ক্লোজ হয়ে যাবে । তাই সেজন্য স্টপ লচ এবং টেক প্রফিট ব্যবহার করা ভালো এবং এই পদ্ধতিতে একাউন্ট জিরো হওয়ার ভয় থাকে না,,,, ধন্যবাদ ।
-
স্টপ লস এবং টেক প্রফিট এটা অনেক জরুরি প্রতিটি ট্রেডারের জন্য। কারন দেখুন আপনি একটা ট্রেড ওপেন করছেন ১.৫০৫০ তে, আপনি হয়ত কোন কাজে বাইরে যেতে চাইতেছেন কিন্তু ট্রেডের কারনে যাইতে পারতেছেন না, কিন্তু আপনি চাইতেছেনে ৫০ পিপ লাভ নেবেন যেমন ১.৫১০০ তে গেলে ট্রেড টা কেটে দিবেন এক্ষেত্রে আপনি (take profit) ব্যাবহার করলে আপনার ট্রেড ১.৫০০ তে গেলে অটোমেটিক ভাবে কেটে যাবে। এবং একি ভাবে আপনি চাইতেছেন যে যদি লস হয় তাহলে ৫০ পিপ লস নিবেন তাহলে একি ভাবে আপনাকে (stop loss) ব্যাবহার করতে হবে তাহলে যদি ১.৫০০০ তে আসে তাহলেও ট্রেডটা কেটে যাবে। এটা আসলে আমাদের সবার ব্যাবহার করা দরকার কারন হল অনেক সময় নিউজের কারনে হঠাৎ করে ১০০ অথবা ২০০ পিপ মুভ করে চোখের পলকে। এজন্য এটা আমারদের সকলের ব্যাবহার অনেক জরুরি।
-
স্টপ লস হল এমন একটা টুলস যা কোন প্রাইসে সেট করলে মার্কেট কোন কারনে হঠাৎ দিক পরিবর্তন করলেও আপনার একাউন্টটা বড় রকম ক্ষতি হতে বেচে যাবে আবাার একই ভাবে টেক প্রফিট কোন প্রইসে সেট করলে মার্কেট সেই প্রইসে গেলেই প্রফিট নিয়ে আপনার লেনদেনটি বন্ধ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছেন স্টপ লস টেক প্রফিট কি জানে না।স্টপ লস হলো আপনি একটি অপেন করলেন সেটা আপনি কিছু লাভ রেখে সেট করে দিলেন সেটা টেক প্রফিট তার পর আপনি একি ভাবে স্টপ লস সেট করে দিলেন জেনো বাজার অনুকুল থেকে চলে গেলে জেনো বেশি লস না হয় সেজন্য স্টপ লস ব্যাবহার করে থাকি।যেমন ইউড়ো ইউ এস ডি এখন আছে ১.৩৭৪৫০ এখন আপনি ১০ পিপস লাভ করতে চান ১.৩৭৪৬০ এটা হলো টেক প্রফিট লস হলে জেনো ১০ পিপস লস হয় তার জন্য স্টপ লস সেট করলেন ১.৩৭৪৪০ বাস লাভ হক আর লস হক আপনার ট্রেডটি ক্লোস হয়ে যাবে আপনি আপনি।
-
আমার প্রিয় ভাইয়েরা একটি জিনিস মনে রাখবেন যে ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এটি কোনও কাজ নয় এবং সমস্ত লোক এই প্ল্যাটফর্মটিতে কাজ করতে পারে এবং এটি আমাদের উপর নির্ভর করে যে আমরা ফরেক্স ট্রেডিংকে কতটা সময় দিই যদি আমরা আরও বেশি সময় দিই আমরা বাজারকে আরও ভালভাবে বুঝতে পারি সর্বদা ফরেক্সকে আরও সময় দিন এবং একটি ভাল ট্রেডার হন
-
স্টপ লস ও টেক প্রফিট হচ্ছে এই মার্কেট এর সব থেকে গুরুত্ব পুর্ন বিষয় আমরা এই দুইটি সিস্টেম এর মাধ্যমে খুব সহজেই আমাদের লাভ লস কে নিয়ন্ত্রন করতে পারি এ ক্ষেত্রে আমাদের কে সব সমউ কম্পিউটার সামনে নিয়ে বসে থাকতে হয় না আমরা যে কোথাও থাকি না কেন অনেক সহজেই আমরা আমাদের ট্রেড থেকে লাভ নিয়ে নিতে পারব । এমনকি আমাদের কম্পিউটার টি যদি বন্ধ থাকে তারপরেও আমাদের ট্রেড টি ক্লজ হয়ে যাবে ।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে নির্ধারণ করতে হবে সেই সম্পর্কে আমাদের জানা খুব জরুরী।যদি আমরা না জানি এবং ট্রেড করার সময় সেট না করি তাহলে আমাদের বড় ধরনের লস হতে পারে।নিচে স্টপ লস এবং টেক প্রফিট কেন সেট করতে হবে সেই বিষয়টি তুলে ধরা হলো।
স্টপ লসঃস্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।
টেক প্রফিটঃটেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়।
স্টপ লস এবং টেক প্রফিট কিভাবে সেট করবেনঃ স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে চাইলে আপনাকে আগে যেকোন একটি ট্রেড অপেন করে sl এবং tp তে ডাবল ক্লিক করে আপনার ইচ্চামত স্টপ লস এবং টেক প্রফিট সেট করে নিতে পারবেন।