এটার একটা না অনেক গুলা কারন আছে তার প্রথম টা হল বেশি লোভ করা বেশি লোভ করলে তো লচ হবেই আর একটি কারন হল না বুঝে কাজ করা যা আমাদের এখানে অনেক জন আছে ।
Printable View
এটার একটা না অনেক গুলা কারন আছে তার প্রথম টা হল বেশি লোভ করা বেশি লোভ করলে তো লচ হবেই আর একটি কারন হল না বুঝে কাজ করা যা আমাদের এখানে অনেক জন আছে ।
লস সর্বদা আমাদের ভুলের কারনেই হয়ে থাকে। সব সময় আমাদের চোখে আমাদের ভুল গুলো ধরা পড়ে না। ফলে আমরা মার্কেট কে দোষ দিই। আসলে লস আমাদের নিজেদের কারনেই হয়। লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়।
ফরেক্স এ লস করার কিছু কারন আছে হয় আপনে ডেমো অ্যাকাউন্ট এ কাজ কম করে ট্রেড ওপেন করেছেন না হয় আপনে ফরেক্স বিষয়ে ভাল ভাবে না যে ট্রেড করে লসে পরেছেন তাই আমি মনে করি আপনে যদি লসে পরেন তাহলে আপনে বুঝবেন যে আপনার অভিজ্ঞতা কম আছে ।তাছারা অবিবেচিত ট্রেড গ্রহন, অতিরিক্ত লোভ পোষন, আর ফানডামেন্টালি এবং টেকনিক্যালি মার্কেট বিশ্লেষন না করা ও লস এর কারন হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সবাইকে কম বেশি লস করতে হয়। কারন ফরেক্স মার্কেট কখন কোন দিকে যাবে কেউ তা বলতেবপারবে না। তাই ফরেক্স মার্কেটেভট্রেড করতে হলে ভয়কে উপেক্ষা করেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর অতিরিক্ত লোভকে বাধ দিয়ে ট্রেড করতে হবে।
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
ফরেক্স লস করার কারন হোল ফরেক্স সম্পরকে ভাল জ্ঞান না থাকা ফরেক্স সম্পরকে ভাল না জানা .
ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করলে লাভ করা যাবে সে সম্পরকে ভাল কোন ধারনা না থাকা ট্রেডের কোন স্টাটেজি তৈরি না করে ট্রেড করা অনেক কারনে ফরেক্স ট্রেডে লস হয়।
ফরেক্স ব্যবসা করার জন্য অবশ্যই একজন ট্রেডারকে ধৈর্য্য ধারণ করতে হবে এবং লোভ কমাতে হবে । যে ব্যক্তি লোভকে সামলাতে পারবে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে । আর যদি লোভ করে সে অবশ্যই ক্ষতির মধ্যে পড়বে । সুতরাং আমরা সর্বদা লোভকে সামলিয়ে রাখব তাহলেই জীবনে উন্নতি করা যাবে ।
ফরেক্স মার্কেট এ লস করার অনেক কারন আছে,যথা,আমরা অনেক ট্রেডার আছি যারা লোভ করে কম ব্যালেন্স নিয়ে অনেক বড় লটে ট্রেড করি,আবার অনেক ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এর ট্রেন্ডের বিপরীত এ ট্রেডিং করে,আবার অনেকে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করেনা,তাই লস হয়।
ফরেক্স মার্কেটে লস করার কারন হচ্ছে আমরা আবেগের বসবতি হইয়া ট্রেড করি ফরেক্স মার্কেটে আবেগ চলে না । সবদিক খেয়াল রেখে ট্রেড করা উচিৎ
ফরেক্স মার্কেটে লস করার মুল কারন অভিজ্ঞতার অভাব এবং লোভ। অনেকেই আছেন যারা অনভিজ্ঞ কিন্তু ট্রেড করছেন। ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অভিজ্ঞতা লাগবেই। প্রচুর ডেমো ট্রেডিং করে নিজের অভিজ্ঞতা বাড়ান। আর লোভ সাম্লাতেই হবে। অতি লোভ করা উচিত নয়।