আমি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করি। কেননা কাস্টম ইন্ডিকেটরের উপর প্রাকটিস করে আমি ট্রেড শিখেছি। তাই আমাকে সব সময় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করতে হয়। আমি ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মোভমেন্ট বুঝতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস ছাড়া প্রফিট প্রায় অসম্ভব।
Printable View
আমি ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করি। কেননা কাস্টম ইন্ডিকেটরের উপর প্রাকটিস করে আমি ট্রেড শিখেছি। তাই আমাকে সব সময় ইন্ডিকেটর দিয়েই ট্রেড করতে হয়। আমি ইন্ডিকেটর ছাড়া মার্কেটের মোভমেন্ট বুঝতে পারি না। টেকনিক্যাল এনালাইসিস ছাড়া প্রফিট প্রায় অসম্ভব।
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার জন্য বা সিগন্যাল ব্যবহার করার জন্য ফরেক্স মার্কেটে যে ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তবে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কখন সেই ইন্ডিকেটর এর উপর নিরভর করা উচিৎ না তাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হবে তবে কখন টার উপর নিরভর করা যাবে না ।
আসলে ইনডিকেটর যে আপনাকে সর্বদা সঠিক তথ্য দিবে, সেটি ঠিক নয়, ইনডিকেটর মার্কট এর মুভমেন্ট এবং কন্দিসন এরর নির্ভর করে আপনাকে একটা দিক নির্দেশন করবে, কিন্তু সে অনুজাই যে আপনাকে সিধান্ত নিতে হবে ইটা গুরুত্বপূর্ণ নয়, আপনাকে ইনডিকেটর এর উপর নির্ভর করে মার্কেট এনালাইসিস করতে হবে এবং তারপর কোনো সিধান্তে উপনীত হতে হবে, তবে একাধিক ইনডিকেটর বেবহার করা ভালো.
ফরেক্স মার্কেটে যখন কোন ট্রেডার ট্রেডিং করে অনেক সময় ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রড করে,ইন্ডিকেটর অনেক সময় সঠিক সংকেত না দিয়ে মাঝে মাঝে ভুল সংকেত দিতে পারে তাই এই মার্কেটে ট্রেডিং কুরতে হলে এনালাইসিস করে নিউজ দেখে ট্রেড করা অনেক ভাল।
ফরেক্স মার্কেট এ পুরোপুরি ইন্ডিকেটর এর উপর নিরভর করা উচিত নয়। কারন ইন্ডিকেটর অনেক সময় আপনাকে ভুল সিগ্নাল দিতে পারে। আপনি আপনার ট্রেড কনফারম করার জন্য দু-এক্টা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ইন্ডিকেটর ফলো করতে হবে তবে আপনাকে অবশ্যই ভালো ইন্ডিকেটর ফলো করতে হবে কারন প্ল্যাটফর্মে অনেক ইন্ডিকেটর থাকে যেগুলি আপনার ভাল নির্দেশ দেয় সেই গুলো ব্যবহার করতে হবে অন্যথায় লসের স্ববিকার হতে হবে তাই সব ইন্ডিকেট ব্যবহার করা যাবে না
আমি যেহেতু ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড শিখেছি সেহেতু আমি এর উপরে নির্ভর করেই ট্রেড করি। যারা টেকনিক্যাল এনালাইসিস করে তাদের সবাইকেই এভাবে ট্রেড করতে হয় । ইন্ডিকেটর ছাড়া ট্রেড করা আমার পক্ষে ট্রেড করা প্রায় অসম্ভব। তাই এটাকেই আমি বেশি প্রাধান্য দেই।
ইন্ডিকেটর নির্ভর হওয়া কি ভাল? ন্যা, ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না। আপনারা কে কে ইন্ডিকেটর ব্যাবহার করেন? ইন্ডিকেটর কামন লাগে আপনাদের। আমার ভালো লাগে যখন লাভ হয়। ইন্ডিকেটরে সিয়র না হয়ে নিজে সিয়র হয়ে ট্রেড করেন সেটাই ভালো।
আসলে এখানে এক একজনের ভিউ এক এক রকম হতে পারে। কিন্তু আসলেই সম্পুর্ণ ইনডিকেটর নির্ভর হওয়া ভাল কিছু নাও হতে পারে। তবে বেশ কয়েকটি ইনডিকেটর এর সমন্বয়ে এমন অনেক সিস্টেম আমি দেখেছি যা বেশ ভাল রেজাল্ট দেয়। তাই আমি বলব শুধু শুধু ইনডিকেটর এর প্রতি বিদ্বেষ দেখানোর কিছু নেই। যদি ভাল কিছু নিতে পারেন তবে খারাপ হতে যাবে কেন।
ইনডিকেটর নির্ভর হয়ে ফরেক্স মার্কেট এ ঠিকে থাকা যায় না। তবে আপনার সিদ্ধান্ত কে আরো যাচাই করতে ইনডিকেটর এর সাহায্য নেওয়া যায়। তবে মনে রাখবেন ইনডিকেটর আপনাকে সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না যা আপনি এনালাসিস করে পাবেন। মার্কেট গতি বিধি বোঝার জন্য আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আগে এনালাইসিস করে নিজে দেখে নিন।