আমআর জ্ঞানে বলতে চাই যে বেশি ডিপোজিত করলে বেশি লাভ হবে কিন্তু ভাল জ্ঞান থাকতে হবে কেন্ডেল স্টিক এবং এনালাইসিস সম্পরকে এগুলে ও সম্পরকে যদি জ্ঞান না থাকে তাহলে কম বেশি না কেন,লাভ করা অনেক কটিন হবে।আরও বেশি বেশি করতে হবে।
Printable View
আমআর জ্ঞানে বলতে চাই যে বেশি ডিপোজিত করলে বেশি লাভ হবে কিন্তু ভাল জ্ঞান থাকতে হবে কেন্ডেল স্টিক এবং এনালাইসিস সম্পরকে এগুলে ও সম্পরকে যদি জ্ঞান না থাকে তাহলে কম বেশি না কেন,লাভ করা অনেক কটিন হবে।আরও বেশি বেশি করতে হবে।
ফরেক্স মার্কেটে লাভ লস কখন ডিপজিটের উপর নিরভর করে না কারন ফরেক্স মার্কেটে লাভ লস হয় ফরেক্স ট্রেডিং সম্পরকে ভাল অভিজ্ঞতা অরজন বা জ্ঞান অরজন করার উপর নিরভর করে তাই ফরেক্স মার্কেটে লাভ করতে হলে দরকার ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতার উপর নিরভর করে ।
:oফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু না।কারন ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স না ভুঝেন তাহলে কম ডিপোজিট নিয়েই ট্রেড করতে থাকেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হতে পারেন।তাহলে আপনি বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করতে পারেন।তাহলে আপনার শুবিদা হবে এই আপনি একটি ট্রেড অপেন করলেন সেটা অনেক লসে চলে গেলো কিন্তু আপনার ডিপোজিট বেশি থাকার কারনে আপনি লস থেকে বেচে গেলেন মার্কেট আবার আপনার নিয়ন্তনে চলে আসলো।
ফরেক্স মার্কেটে আপনি একটি ট্রেড দিলে হয়তবা সেটি আপনার ট্রেডের বিপরিত দিকে চলে যাবে, আবার একটা সময় হয়তো সেটি পিরে আসতে পারে এবং সেখানে আপনি লাভ করতেও পারেন, তার মানে হচ্ছে ট্রেডটি যখন আপনার বিপরীত দিকে যাবে সেই পর্যন্ত যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে ফিরে আসতে পারে। তবে আপনার ডিপোজিট বেশী হলে মার্কেট যখন আপনার অনেক বেশী প্রতিকূলে যাবে তখন আপনার ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে বাঁচবে।
ফরেক্স মার্কেটে টড়েড করে করে ব্যবসা করতে হলে ফরেক্স মার্কেটে জত বর ডিপজিট করা হয় না কেন ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে লাভ করা জায় না তাই ফরেক্স মার্কেটে ডিপজিট বর কিছু না অরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেটে ট্রেড করা গুরুত পূর্ণ ।
বেশি ডিপজিট করলে ফরেক্স মার্কেটে বেশি লাভ করা জায় নালাভ করার জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা বা ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার তাই ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা মেন বিসয় লাভ করার জন্য ।
অবশ্যই বেশি ডিপোজিটে লাভের সম্ভাবনা বেশি থাকে । কারন ডিপোজিট যত বেশি আপনার রিস্ক এবং রিওর্য়াড রেশিও তত বেশি । আমরা সাধারনত প্রতিটি ট্রেডের মূলধনের সব্বোর্চ্চ ৫% রিস্ক নেই । তাহলে টেক প্রফিট হবে ১০% । এভাবে মূলধন যত বেশি লাভ তত বেশি ।
অবশ্যই তাই কারণ আপনি যদি ফরেক্স মার্কেট বেশি ডিপোজিট করেন তাহলে আপনার লসের সম্ভাবনা কম থাকবে কারণ আপনার ডিপোজিট বেশী হলে মার্কেট যখন আপনার অনেক বেশী প্রতিকূলে যাবে তখন আপনার ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে বাঁচবে।
ফরেক্স মার্কেট এ যে বেশি ডিপোজিত করলে বেশি লাভ হবে তা না কম ডিপোজিত করে ও বেশি লাভ করা যাবে এটা কোন বেপার না।হয়ত বেশি ডিপোজিত করলে লসের পরিমান আরও বেশি হতে পারে কারন মাথায় চিন্তা থাকে পুজিতো অনেক আছে এক ডলার না লস হলো আরও তো আছে এভাবে করতে করতে দেখা যায় সব পুজি সেশ হয়ে যায়।তাই কম পুজি করে ব্যবসা করা ভাল।
এটা ভুল ধারনা যে বেশি ডিপোজিট করলে লসের সভাবনা কম থাকে। তবে একথা সত্য যে বেশি ডিপোজিট হলে লিভারেজ কম নিতে হয় ফলে বড় ধরনের ট্রেড অপেন করা থেকে বিরত থাকা যায়। ফলে ব্যালেন্স এর ঝুঁকি কম হয়। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষতার সাথে একাউন্ট নিয়ন্ত্রণ করতে হবে। কারন ফরেক্সের মত ঝুঁকিপূর্ণ ব্যবসায় আর হয় না।