আমি এক জোন ছাত্র তাই কোন কাজ কোরোতে পারি নাহ .তাই আমি এটা কোরি .
Printable View
আমি এক জোন ছাত্র তাই কোন কাজ কোরোতে পারি নাহ .তাই আমি এটা কোরি .
যদি কেউ মনে করেন যে তিনি ফরেক্স এর পেছনে তার খুবই মুল্যবান সময় নস্ট করছেন তবে তাকে ওয়েলকাম যে তিনি যেন ফরেক্স ছেড়ে দেন। কেননা দু একজন ফরেক্স মার্কেট ছেড়ে দিলে এই মার্কেট লিকিইডিটি সংকটে পড়বে বলে আমার মনে হয় না। আমরা এখানে এসেছি কিছু ইনকাম করার জন্য। তবে এখানে লাভ লস সবই হয় এবং আমাদের কাছে মনে হয় না এটা ব্যতিক্রম কিছু ।
ফরেক্স ট্রেডিংয়ে মূল্যবান সময়ের ব্যায় হয় আমার কাছে কিন্তু এমনটা কখনই মনে হয় না কারন আমি মনে করি ফরেক্স মার্কেট ও কম মূল্যবান নয় কারন এখান থেকে আপনি আপনার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার সর্বচ্ছ প্রয়োগ করে অন্য পেশা অপেক্ষা অনেক বেশি আয় বা উপার্জন করতে পারছেন যা অন্য পেশা থেকে আয় করা অনেক কঠিন হয়ে যায়।তাই ফরেক্সে ট্রেডিংয়ে সময়ের অপচয় হয় এটি বলার বা ভাবার কোন যেৌক্তিকতা নেই ।
শেখার কোন বয়স নাই আর কোছ কিছু পড়ে বা শিকে কেউ লস করে না। আর আমি মেয়েদের পিছনে বা কোন আড্ডায় সময় নষ্ট করতে চাই না। আমি এর থেকে ফোরেক্স মার্খেটে এসে এখানে থেকে কিছু শিখে নিজের এবং পরিবারকে সাহাজ্য করতে পারছি এটাই বা কম কিসে। আর আপনি যদি চান তাহলে আপনি এই মার্কেট থেকেই অনেক ভালো করতে পারবেন।
আমার মনে হয় না আমি সময় নষ্ট করছি । এটা এক্তা ভাল আয়ের মাধ্যম । অবসর সময় নষ্ট না করে ফরেক্সের জন্য সময় দিলে আপনি মাসে ৭০০০-১০০০০ টাকা আয় করতে পারবেন ।
আমি একজন স্টুডেন্ট ।আমি পরালেখার পাশাপাসি ফরেক্স এর কাজ করি ।যে সময় আমি ফ্রী থাকি আমি সে সময় কাজ করি ।
আমি মনে করি যে যারা স্টুডেন্ট তারা যেন পরালেখার সময় নষ্ট না করে । কারন ফরেক্স এ সফলতা অর্জন করতে অনেক
জ্ঞান দরকার ।
ফরেক্স করে আমি মূল্যবান সময় নস্ট করছে না আমি আমার যে মূল্যবান সময় সেটাকে আমি ফরেক্স মার্কেটে কাজে লাগাতে পারছি তাই ফরেক্স মার্কেট মূল্যবান সময় নস্ট করা বললে ভুল হবে কারন ফরেক্স করে তারা হল
একমাত্র লোক যারা ওয়ার্ল্ড এর বিজনেস এর এর সাতে জড়িত, এবং এটা এক বার আয়ত্ত করা যায় তাহলে এটা দারা জীবন এর অর্থ চাহিদা পুরন করা যায়।
মোটেও না বরং ফরেক্স করে আমি আমার মুল্লবান সময়ের সঠিক ব্যবহার করছি আমাদের যে সময় টুকু আমরা ইয়ারকি অ্যাডায় নষ্ট করছি ওই সময় টুকু ফরেক্স মার্কেটের পিছনে ব্যয় করলে ফরেক্স মার্কেট থেকে অনেক কিছু পাওয়া যাবে বলে আমার ধারনা আর আপনি যদি ফরেক্স মার্কেটে ভালো সময় দেন তাহলে এটা আপনাকে অনেক কিছু দেবে যা দিয়ে আপনি নিজের পাশাপাশি অন্নকেও ভালো রাকঝ্রে পারবেন বলে আমি মনে করি
না আমি মনে করি ফরেক্স করে আমি আমার মূল্যমান সময় নষ্ট করতেছি না বরং আমি আমার সময়কে ফরেক্স এ ব্যবহার করে ফরেক্স থেকে শিখতেছি যা আমার জীবনে কাজে লাগবে । এবং জীবিকার পথ হিসেবে মানুষ যে পন্থাকে বেছে নেয় তাই মূলত তার ক্যারিয়ার । না , মূলত মানুষ তার ক্যারিয়ার ঠিক করতে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ফরেক্স ব্যবসা ভাল একটি কাজ ও জীবিকার পথ ।
কেউ যদি মনে করেন যে ফরেক্স করে তার মূল্যবান সময় নষ্ট করছেন তবে দরকার নেই আপনার মূল্যবান সময় নষ্ট করার। আপনার জন্য ফরেক্স নয় , আপনি অন্য কিছু দেখুন। তবে যদি মনে করতে পারেন যে এটা আপনার সময় নষ্ট না করা হচ্ছে তবে চালিয়ে যান । আশা করা যায় আপনি হতাশ হবেন না।