শুরুর দিকে আমার কাছেও ফরেক্স ট্রেডিং অনেক কঠিন মনে হতো। শুধু শুরুর দিকেই না। শুরু থেকে বেশ কিছুদিন পর পর্যন্তও কঠিন মনে হতো। কিন্তু ধীরে ধীরে ফরেক্স আমি শিখতে শুরু করি। তারপর থেকেই আর ফরেক্স আমার কাছে কঠিন লাগে না। এখন আগের মতো ভয়ও লাগে না।
Printable View
শুরুর দিকে আমার কাছেও ফরেক্স ট্রেডিং অনেক কঠিন মনে হতো। শুধু শুরুর দিকেই না। শুরু থেকে বেশ কিছুদিন পর পর্যন্তও কঠিন মনে হতো। কিন্তু ধীরে ধীরে ফরেক্স আমি শিখতে শুরু করি। তারপর থেকেই আর ফরেক্স আমার কাছে কঠিন লাগে না। এখন আগের মতো ভয়ও লাগে না।
ফরেক্স ট্রেডিং ব্যাবসা কঠিন আবার সহজ দুটোই । আপনি যদি সহজ ভাবে নেন তাহলে আপনার জন্য সহজ আবার আপনি যদ কঠিনভাবে নেন তাহলে আপনার জন্য কঠিন । অথাৎ ব্যাপারটাকে সহজ কিনবা কঠিন করছেন আপনি নিজেই । আমি অনেকদিন যাবৎ ফরেক্স এর সাথে আছি । তবে ধৈর্য ধরে থাকাটা আসলেই অনেক কঠিন ।
ফরেক্স ট্রেডিং ব্যবসা যদি দক্ষতার সহিত করতে পারে অবশ্যই তাহলে সফলতা অনিবার্য । যদি বুঝতে পারে এবং দক্ষতা অর্জন করতে পারে তাহলে ফরেক্স কোন কঠিন কাজ নয় । অনেক ট্রেডাররাই আজ এই ব্যবসা করে সম্পদশালী ও বিত্তবান হয়েছে । সুতরাং আমরা ধৈর্য্যের সাথে এই ব্যবসা করব তাহলে অবশ্যই উন্নতি করতে পারব ।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং করা অনেক কঠিন মনেকরি,ফরেক্স মার্কেট থেকে দক্ষতার সাথে ট্রেডিং করতে হলে আমাদের অনেক কিছু দেখে।ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা যাবে,প্রথম অনেক কঠিন মনে হলেও পরে ভাল করে ট্রেডিং করা যায়,তাই ভাল ট্রেডিং করা যায়।
ফরেক্স অনেক বড় একটি মার্কেট প্লেস। এখানে প্রতিদিন অনেক টাকার বিনিয়োগ হয়ে থাকে। আমি এখান থেকে প্রফিট করার জন্য এসেছি। প্রথম প্রথম ফরেক্স আমার কাছে বেশ কঠিন লাগতো। কিন্তু আস্তে আস্তে আমি ফরেক্স এর বিষয়গুলো জানতে পারি। আর ডেম ট্রেড এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। এখন আমার কাছে ফরেক্স কঠিন মনে হই না। কারন আমি এখন ফরেক্স এ ভালোভাবে ট্রেড করতে পারি। কিন্তু আমি আরও শিখতে চাই।
ফরেক্স ট্রেডিং ব্যবসায় আমার কাছে কঠিন। কারন আমি ফরেক্সের শিক্ষার্থি। এখন প্রচুর পরিশ্রম করে ফরেক্স শিখছি বলে ফরেক্স খুবই কঠিন মননে হচ্ছে।তবে আশা করছি ভালোভাবে ফরেক্স শিখে ফেলতে পারলে আর ফরেক্স খুবই বেশি কঠিন মনে হবেনা। সর্বোপরি ফরেক্স যেমনই হোক পরিশ্রম করলে সহজ আর না করলে কঠিন মনে হবে।
হ্যা
আমার মতে ফরেক্স ব্যাবস্যা এক্তটি কঠিন কাজ।
হ্যা, ফরেক্স মার্কেট আমার কাছে খুবই কঠিন মনে হয় । ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে থাকে । আর এই ৯৫ জনের মধ্যে প্রায় ৯০ জনই হচ্ছে নতুন ট্রেডার । তাই মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা না আসা পযর্ন্ত ফরেক্স আমার কাছে কঠিনই মনে হবে ।
আমি বলবনা যে ইটা আমার জন্য খুব একটা কঠিন তবে ইটা বললেও ভুল হবে যে ফরেক্স এ টিকে থাকা আমার জন্য খুব একটা সহজ ছিল, আমার প্রথম দিকে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকবার একাউন্ট শূন্য হয়েছে, অনেকবার হতাশ হয়েছি, ছেড়ে চলে গেচি, কিন্তু আবার ও ফিরে এসেছি ফরেক্স বেব্সায়ে, এই বেব্শাতে সফল হবার জন্য আপানকে এটার সাথে লেগে থাকতে হবে.
আমার কাছে কঠিন মনে হয় না।কারন আমি এখন ডেমো এ্যাকাউন্টে ট্রেড করে অভিজ্ঞ ট্রেডার হতে পেরেছি আমি ডেমো থেকে শিখেছি লোভ করলেই লস করতে হয় বেশী লোভ বেশী করে লস তাই আমি সবাই কে বলবো লোভ না করে বাজার অনুযায়ী লাভ নিয়ে ট্রেড ক্লোস করে দেন তাহলে আপনি লাভবান হতে পারবেন।