ফরেক্স বেবসাই আমার অবিজ্ঞতা খুব ভাল। ফরেক্স খুব ভাল একটা বিজনেস। ফরেক্স আমাকে খুব সাহায্য করেসে। ফরেক্স এ কাজ করে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পেরেসি। ফরেক্স কাজ করে অনেকের ভাল অবিজ্ঞতা হইসে। আমার হইসে।
Printable View
ফরেক্স বেবসাই আমার অবিজ্ঞতা খুব ভাল। ফরেক্স খুব ভাল একটা বিজনেস। ফরেক্স আমাকে খুব সাহায্য করেসে। ফরেক্স এ কাজ করে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পেরেসি। ফরেক্স কাজ করে অনেকের ভাল অবিজ্ঞতা হইসে। আমার হইসে।
আমি নতুন তাই আমার অভিজ্ঞাতা এখন খুবই কম তাই আমি বিভিন্ন সাইট থেকে অভিজ্ঞাতা নেয়ার চেষ্টা করি । আমি ফরেক্সএ এই জন্য অনেক সময় দিয়ে থাকি আর আমার বিশ্বাস আমি একদিন একজন দক্ষ ট্রেডার হতে পারবো। আমি এই পর্যন্ত মার্কেট অন্যালাইসিস, নিউজ, কেন্ডেস্টিক , ইন্ডেকেটর এই গুলো্র প্রতি কিছু অভিজ্ঞাতা নিয়েছি।
ফরেওক্স মার্কেট একটি ভাল ব্যবসা এই ব্যবসা করে ভাল আয় করা যায় তবে এই ব্যবসা করে আয় করতে গেলে ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হয় তা না হলে ফরেক্স ব্যবসা কর্বে টাকা আয় করা যায় না ।
আসলে ফরেক্স মার্কেটে আমি একদমই নতুন একজন ট্রেডার আমি এখনো ফরেক্স মার্কেট সম্পর্কে শিখছি আর এজন্য ফরেক্স মার্কেটে আমার অভিজ্ঞতা ওঁ খুব কম আমি এই পর্যন্ত মার্কেট অন্যালাইসিস, নিউজ, কেন্ডেস্টিক , ইন্ডেকেটর এই গুলো্র প্রতি কিছু অভিজ্ঞাতা অর্জন করেছি
আমি ফরেক্স ব্যবসায়ে নতুন। আর এর সম্পরকে খুব একটা দক্ষতা অরজন করতে পারি নি। আমি চাই ফরেক্স এ আমি একজন অভিজ্ঞ ট্রেডার হতে। তাই আমি ফরেক্স সম্পরকে জানার চেস্টা করছি।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসা সব জাইগা থেকে করার সুযোগ রয়েছে । আমি ফরেক্স ব্যবসা সম্পর্কে জেনেছি এই ব্যবসা যদি সঠিক ভাবে শিখা যায় এবং ভালো দক্ষতা অর্জন করা যাই তাহলে এই ফরেক্স মার্কেট থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব হবে । যা অন্য কোন ব্যবসা এত অল্প সময়ে এই পরিমান লাভ করার সুযোগ দিবে না । তাই আমি ফরেক্স ব্যবসা খুব পছন্দ করি । আমি এই ফরেক্স ব্যবসা থেকে অনেক সুবিধা পাই কারন আমার পড়াশুনার পাশাপাশি এই ব্যবসা খুব সহজেই করতে পারছি ।
ইন্টারনেট এ অনেক ধরণের বিজনেস রয়েছে। তার মধ্যে সবচেয়ে লাভজনক এবং সবছেয়ে বেশি আলোচিত মার্কেট হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীনভাবে ট্রেড করতে পারে। ফরেক্স মার্কেট এ আমার অবিজ্ঞতা হচ্ছে আমি ফরেক্স মার্কেট এ কক্ষনো লোভ করি না। কারন ফরেক্স মার্কেট এ আপনি লোভ করলেন তো আপনি ফরেক্স মার্কেট থেকে ছিটকে পরলেন। তাই ফরেক্স মার্কেট এ লোভ ছাড়া ট্রেড করুন। আসা করে ফরেক্স মার্কেট এ সফল হবেন।
আমার অভিজ্ঞতা খুব বেশি দিনের না এই তো আজ থেকে চার বছর আগে আমি ফরেক্স সম্পকে জানি এক ভায়ের কাছ থেকে তারপর থেকে আমি ফরেক্স এ ট্রেড করে আসছি।আগে বেশি বেশি লোভ করতাম করন ফরেক্স কে ভালই সহজ মনে করতাম এবং কিছুদিন ভালই প্রফিট আয় করেছিলাম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম ব্যাপারটা অতটা সহজ না।অনেকবার একাউন্ট শুন্য হয়েছে এখন মোটামুটি ভাবে ফরেক্স থেকে একটি নিদ্দিসট পরিমান প্রফিট আয় করি একটু হলেও নিজেকে সফল মনে হয়।
ফরেক্স ব্যবসায় আমার অভিজ্ঞতা অর্জন করেছি আমি সর্ব প্রথম আমি একটি আই টি প্রোজেক্ট প্রতিস্টান থেকে আমি ফরেক্স সম্পর্কে বেসিক কোর্স করি তারপর আস্তে আস্তে করে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি ডেমো ট্রেড করি অনেক দিন পর্যন্ত এই ভাবে ফরেক্স অভিজ্ঞতা অর্জন করি।
ফরেক্স এ আমার অভিজ্ঞতা তেমন সুখময় নয়। আমি দীর্ঘ ৪ বছর যাবৎ ফরেক্স করে আসছি। কিন্তু সফলতার বলতে তেমন কিছুই নাই। প্রথম দুই বছর শুধু লস করে আসছি। তারপরে ভাবলাম, এতো লস দিলে তো আমি আমার সব হারিয়ে বসব। আমার পরিবার ও আমাকে ফরেক্স করতে নিষেধ করেছে। তারা আর আমাকে ফরেক্স করতে টাকা দিবে না। এ সময় আমার ছোট মামা আমার পাশে এসে দাড়ালো। সে ও ফরেক্স ট্রেড করে। সে আমাকে ডেমো ট্রেডিং করতে বলল। এবং মার্কেট নিয়ে এ্যানালাইসিস করতে বলল। এবং আরো বলল যেদিন থেকে ডেমোতে আমি ধারাবাহিক ভাবে মুনাফা করতে পারব সেই দিন সে আমাকে রিয়েল ট্রেড করার জন্য ডলার দিবে। এবং ফরেক্স সম্পর্কে আমাকে কিছু ধারনা দিল। তার কথা মত আমি উৎসাহ নিয়ে ডেমো ট্রেডিং করতে থাকলাম। মনোযোগ সহকারে ৬মাস ডেমো করার পরে আমি আস্তে আস্তে সফলতা পেতে শুরু করলাম। আমার ডেমো করার প্রধান কৌশল ছিল পূর্বের ভুল গুলো শুধরে নেয়া। মাস ৬ পরে মামা আমাকে রিয়েল ট্রেড করার জন্য ডলার দিল।