আমি তো গত দুই মাস সঠিক ভাবেই বোনাস পেয়েছি। সেই বোনাস দিয়ে ট্রেডও করেছি। আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
Printable View
আমি তো গত দুই মাস সঠিক ভাবেই বোনাস পেয়েছি। সেই বোনাস দিয়ে ট্রেডও করেছি। আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
হ্যা ভাই সুধু আপনি নন কেউ ই সঠিক ভাবে বোনাস পায় নি, ফোরাম বোনাসের ব্যাপারে আমি ও মডারেটর সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেছেন আমাদের সমস্যা গুলো তারা দেখছে, আপনি ধৈর্য ধরুন হয়তো সামনের মাসে আমরা আমাদের সব বোনাস পেয়ে যেতে পারি।
আমি মনে করি আপনি ফরেক্স ফোরাম এর নিয়ম কানুন গুলু ভাল করে পড়ে তার পড় পোষ্ট করুন , তাহলে আশা করি আপনি বোনাস পাবেন , কারন না পাওয়ার কিছু নেই যেহেতু আমরা পাচ্ছি তাই আমি মনে করি আপনি ও পাবেন ।
ভাই আপনি ভাল বোনাস তখনি পাবেন যখন আপনি নিয়মিত ভাল গুণগত মান সম্পন্ন পোষ্ট করবেন এবং সেই পোষ্ট গুলোতে বেশি লাইক পাবেন এবং ফোরামের অন্যান্য সদসসরাও সেই পোষ্ট এ রিপ্লাই দিবে । তাই বেশি পোষ্ট না করে অল্প করে পোষ্ট করুন যে পোস্টগুলি অনেক তথ্যবহুল আর সেই পোস্টগুলোতে অন্যান্য সদস্যরা লাইক করে ।
ফোরাম পোষ্টিং এর জন্য কিছু নিয়ম নীতি আছে।আপনি যদি এই নিয়ম নীতি অনুসরন করে ফোরাম পোষ্ট করেন।তাহলে অব্যশই বোনাস পাবেন।আর বোনাস সাধারনত প্রতি মাসের প্রথম সপ্তাহেই আপনার একাউন্টে যোগ হবে।আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
ডিপোজিট করে ব্রকার হাউজের কাছ থেকে বোনাস পেতে পারেন কোন কোন ব্রোকার হাউস আপনাকে ২০% ,৩০% ,৫০% এমনকি কোন কোন ব্রোকার হাউজ ১০০% বোনাস পর্যন্ত দিযে থাকে । আর যদি ফরাম এর বোনাসের কথা বলেন তো তা হলো ট্রেড করার উদ্দেশ্যে আমরা বাংলা ফরাম সাইটে আমাদের মন্তব্য লিভে যে ভার্সুয়ল ডলার পাই তাই হলো ফরামের বোনাস।
প্রত্যেকটা কার্যক্রমেরই পেছনে কোন না কোন উদ্দেশ্য থাকে। তেমনি ইন্সটাফরেক্স কর্তৃক ফরেক্স ফোরামের বোনাস অফারেরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। ফরেক্স ফোরামের বোনাস প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য হলো পৃথিবীব্যাপী দক্ষ ট্রেডার তৈরি করা। *অনেকেই আছেন যারা রিয়েল ডিপোজিট করে ফরেক্স শিখতে আগ্রহী নন কিংবা সাহস পাচ্ছেন না তাদের জন্য ইনস্টাফরেক্সের বোনাস ট্রেডিং সিস্টেম একটি মহৎ উদ্যোগ। ইন্সটাফরেক্স অথরিটি তাদের স্পন্সরকৃত ফরেক্স ফোরাম এর মাধ্যমে পৃথিবীব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবিদার। ছাড়া ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রায়শ নিয়ে যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা আর কোনো ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। ইন্সটাফরেক্স হল এশিয়ার সর্ববৃহৎ ব্রোকার হাউজ। দিন দিন এর গ্রাহক সংখ্যা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ ইন্সটাফরেক্সের গুড উইল। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইন্সটাফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ব্রোকার হাউজে পরিণত হবে।
আপনার বিষয়টা দেখলাম । আপনি অনেক পোস্ট করেছেন কিন্ত বোনাসের পরিমাণ খুবই কম ! তাই অপনার উচিত হবে ফোরাম কতৃপক্ষের সাথে কথা বলে বিষয়টা সম্পর্কে তাদের অবহিত করা । আমার জানা মতে ফোরামের নিয়মকানুন না মানলে শুধু বোনস এর অংশ কেটে নেয়া হয় । ফোরামে কাজ করে বোনাস পাচ্ছেনা তাহলে আপনার একাউন্ট যেটা খুলেছিলেন তা বোনাস পাওয়ার একাউন্ট নয়,তাই বোনাস পাওয়ার একাউন্ট করে তা ভেরিফাই করার পরে মাস শেষে বোনাস একাউন্ট লাইভ একাউন্ট যোগ হবে।
ফরেক্স ফোরামের নিয়ম কানুন ভাল করে মেনে পোস্ট করেন তবে আমি আশা করি আপনার বোনাস প্রতি মাসেই আপনি পাবেন। কারন আমি গত মাসে ফরেক্স ফোরাম করে ১১৯ ডলার বোনাস পেয়েছি আর যা দিয়ে আমি ফরেক্স মার্কেটে দিব্বি ট্রেড করে যাচ্চি। আপনি ভাল করে করেন আপনিও পাবেন।
আমি মনে করি আপনি ফরেক্স ফোরাম এর নিয়ম কানুন গুলু ভাল করে পড়ে তার পড় পোষ্ট করুন , তাহলে আশা করি আপনি বোনাস পাবেন , কারন না পাওয়ার কিছু নেই যেহেতু আমরা পাচ্ছি তাই আমি মনে করি আপনি ও পাবেন । এই বোনাস দিয়ে আপনি ট্রেড শুরু করতে পারবেন