-
সবাই জানে যে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কি ব্যবহার করে ট্রেড করতে হয় তবুও বলছি অনেক ধরনের কারেন্সি দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় । আমি বেশির ভাগ সময়ে ইউরো ইউএসডি দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি । তাই বলতে পারি যে মার্কেটে ট্রেড করার জন্য কারেন্সি ব্যবহার করে থাকে প্রায় সব ট্রেডারই ।
-
আমরা সবাই ফরেক্স এ কারেন্সি ট্রেড করি । ফরেক্স এ আমরা বিভিন্ন দেশের কারেন্সি কিনে থাকি । প্রতেকটি দেশের কারেন্সি সব সময়ই উঠা নামা করে । আর কারেন্সি হল কোন একটি দেশের অর্থনৈতিক অবস্থা । আমরা বিভিন্ন দেশের কারেন্সি দেখে ট্রেড করে থাকি । ফরেক্স এ অন্য কিছু কেনা বেচা করা হই না ।
-
আমাদের বাজারগুলোতে লক্ষ্য করবেন কিছু লোক মাছ বিক্রী করে চাল কেনে,কিছু লোক আলু বিক্রী করে তেল কেনে,কিছু লোক তেল বিক্রী করে আটা-চিনি-ডাল কেনে...এইভাবে একটা বিক্রী করে অন্যটা ক্রয় করে৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷আমরা ট্রেডারগণ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র সাইজের লট ক্রয় বিক্রয় করে প্রতি নিয়ত কেও লস করছি বা কেও কেও লাভ করছি৷
-
অনেকেই অনেক ধরনের মত দিয়ে থাকেন তবে ফরেক্সে মূলত বিভিন্ন দেশের কারেন্সির ট্রেড করা হয়।একেক দেশের কারেন্সি একেক দেশের অর্থনীতির প্রতিক।এগুলোর মান সবসময় একরকম থাকে না। পরিবর্তনের বিভিন্ন পজিশনে বাই এবং সেলের মাধ্যমে ট্রেডিং সম্পন্ন হয়।
-
ফরেক্স এ মূলত কারেন্সির ক্রয়/বিক্রয় সংগঠিত হয়ে থাকে। এখানে এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রার ক্রয়/বিক্রয় হয়ে থাকে। যেমনঃ nzd/usd, aud/usd, gbp/jpy ইত্যাদি।
-
হ্যাঁ , আমরা যারা ফরেক্স বিজনেস করছি উনাদের অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে তার পূর্ব ইতিহাস থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়ে জ্ঞান থাকে দরকার। ফরেক্স মার্কেট মুলত জগত ঝুরে আজকে এক প্রকার অনলাইন ভিত্তিক স্মার্ট বিজনেস। এই মার্কেটে আমরা মুলত অনেক গুলু দেশের কারেন্সি নিয়ে ট্রেড করে থাকি। কোন দেশের কারেন্সির আপ ডাউন থেকে বা তার বিশ্লেষণের মাধ্যমেই আমরা ট্রেড করি।
-
ফরেক্সে সাধারণত বিভিন্ন দেশের মুদ্রার হার নির্ধারণ করে এখানে কেনা বেচা করা হয়। এছাড়াও সোনা রুপা তেল ও সুপ্রতিষ্ঠিত কোম্পানির হারও নির্ধারণ করা থাকে যা আপনি কেনাবেচা করতে পারবেন।
-
ভাই আমরা ফরেক্স মার্কেটের সাথে যারাই এখানে রয়েছি, আমরা মূলত বিভিন্ন জন বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর টেড করি মানে কেনা বেচা করি বাই কিংবা সেলের মাধ্যমে। তাই বলা যায় যে ফরেক্স মার্কেটে কারেন্সি ট্রেড করা হয়। এখানে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার লেনদেনের উপর ট্রেডাররা তাদের বিনিয়োগ করে ট্রেডের মাধ্যমে লাভ লস নির্ধারন হয়ে থাকে এখানে। কারন এটা হল বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা লেনদেনের বাজার।
-
ভাই ফরেক্স মার্কেটে আপনি ট্রেড করার জন্য বিভিন্ন অপসন পাবেন। এর মধ্যে কেউ দেখবেন কারেন্সি ট্রেড করছে, কেউ কমোডিটি ট্রেড করছে, কেউ ইনডিস আবার কেউবা দেখা যায় স্টক ট্রেড করছেন। তবে সচরাচর এখানে বেশির ভাগ মানুষ কারেন্সি মার্কেটেই বেশি জড়িত রয়েছেন। সুতরাং আপনি এখানে যে কোন একটা অবলম্বন করে আপনার লাইফকে পরিচালিত করতে পারেন।
-
আমরা যারা ফরেক্স বিজনেস করছি উনাদের অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে তার পূর্ব ইতিহাস থেকে শুরু করে যাবতীয় সকল বিষয়ে জ্ঞান থাকে দরকার। ফরেক্স মার্কেট মুলত জগত ঝুরে আজকে এক প্রকার অনলাইন ভিত্তিক স্মার্ট বিজনেস। এই মার্কেটে আমরা মুলত অনেক গুলু দেশের কারেন্সি নিয়ে ট্রেড করে থাকি। কোন দেশের কারেন্সির আপ ডাউন থেকে বা তার বিশ্লেষণের মাধ্যমেই আমরা ট্রেড করি।