-
স্টপ লস ছাড়া ফরেক্স এ ট্রেড করা উচিত নয় স্টপ লসের মাধ্যমে আপনি যে কোন সময় আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। এবং টেক প্রফিট হল আপনি যেই ট্রেডটি ওপেন করেছেন টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
-
স্টপ লস এবং টেক প্রফিট হল ফরেক্স ট্রেডিংযের অন্যতম ট্রেড সহায়ক দুটি াপশন যার মাধ্যমে ট্রেডিং সিস্টেমকে খুব সহজে ট্রেডার মার্কেটে না থেকেও নিয়ন্ত্রন করতে পারে। স্টপ লসের মাধ্যমে ট্রেডে লস হলে একটি নিদিষ্ট লস প্রর্যন্ত গিয়ে যেন ট্রেড কে।লাজ হয়ে যায় তা খুব সহজে নিয়ন্ত্রন করা যায় ঠিক তেমনি টেক প্রফিটের মাধ্যমে ট্রেডার তার ট্রেডে যে প্রফিট হযেছে তা মার্কেটে না থেকেও অটোমেটিক্যালি ভাবে ট্রেডটি ক্লোজ করে দিয়ে অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে যোগ করে নিতে পারেন।
-
টেক প্রফিট ও স্টপ লস দুটি অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা অামাদের মত যারা নতুন ট্রেডার আছে তাদের প্রতি অভিজ্ঞদের একটা অনিবার্য উপদেশ হল আমরা যেন স্টপ লস ও টেক প্রফিট্ যোগ করা ব্যাতিত ট্রেড না করি । তাই এর উপকার বুঝতে হলে অবশ্যই এর সঠিক ব্যাবহার করতে হবে । তবেই আমরা এর যথাযথ মুল্যে বুঝব । টেক প্রফিট আপনার প্রত্যশিত মুনফা নির্ধারণে ও স্টপ লস আপনার লসকে স্বল্প করে একাউন্ট বাঁচিয়ে দিবে ।
-
স্টপ লস এবং টেক প্রফিট হল ভিন্ন ভিন্ন ট্রেড সহায়ক দুটি অপশন যা ফরেক্স ট্রেডিংকে যথেষ্ট সহজ করে দিয়েছে। আপনি ফরেক্সে ট্রেড করে মার্কেট থেকে বেরিয়ে গেলেও আপনি স্টপ লসের মাধ্যমে ট্রেডকে যেমন বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করতে পারছেন ঠিক তেমনি টেক প্রফিটের মাধ্যমে ট্রেডে লাভ হলে তা অটোমেটিক্যালি ভাবে ক্লেজ করে লাভ বুঝে নিতে পারছেন।
-
ফরেক্সে ট্রেডের ঝুঁকি কমানোর অন্যতম টুলস হলো স্টপ লস ও টেক প্রফিট। একজন ট্রেডার চাইলেই স্টপ লস-টেক প্রফিট ছাড়া ট্রেড করতে পারে তবে তাকে ট্রেড ওপেনের পর থেকে ক্লোজ করা পর্যন্ত মার্কেটে নজর রাখতে হবে। একজন ভালো ট্রেডার সবসময় স্টপ লস-টেক প্রফিট ব্যবহার করেন। স্টপ লস-টেক প্রফিট পারে একাউন্টকে জিরো হবার হাত থেকে রক্ষা করতে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট খুব গুরুত্বপুূর্ণ ট্রেডিং সিসটেম কারন আপনার ট্রেডে কি পরিমান লাভ বা লস করতে চান সেটা নির্ধারন করে দিতে পারবেন।আমি মনে করি ফরেক্স মার্কেটে এটাই বড় সুবিদা। আমাদের কে কোথায় স্টপ লস ব্যাবহার করব সেটা সম্পর্কে আমাকে বুঝতে হবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট হল এমন দুইটা টুলস যা কোন ট্রেডে সেট করলে আপনার ট্রেডটি পজেটিভ হলে নিদ্দিষ্ট পিপসে গেলে লাভে ক্লোজ হবে আর বিপরিদ দিকে গেলে সেই সেট করা প্রাইসে লসে ক্লোজ হবে। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে স্টপলস আর টেক প্রফিট ব্যাবহার ছাড়া ট্রেড করা ঠিকনা,ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস ব্যাবহার করব যাতে আমাদের একাউন্ট থেকে বেশি লস না হয়,তাই আমাদের কি পরিমান লস দিব সেই ভাবে স্টপলস ব্যাবহার করে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে আমাদের ভাল প্রফিট করা যায়।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আনলিমিটেড লস ও প্রফিট রয়েছে । অনেকে আছে একাউন্ট জিরো করে ফেলে । আমি তাদের কে বলি যে তোমরা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করো । কারন স্টপ লস এবং টেক প্রফিট পারে আমাদের অনেল লসে এর হাত থেকে বাচাতে । কারন লস খুব স্বাভাবিক ব্যবসাপার এই ফরেক্স মার্কেটে ।
-
আসলে আমরা সব সময় কম্পিউটারের সামনে বসে থাকতে পারি না। যখন আমরা কম্পিউটারের সামনে থাকতে পারি না তখনও কিন্তু মার্কেট চলতে থাকে। অনেক সময় আমরা ট্রেড ওপেন করে কম্পিউটারের সামনে হতে উঠে পড়ি। আমরা একটা ধারনা নিয়ে ট্রেড করে থাকি। আবার এমনও ধারনা করে থাকি যদি মার্কেট আমাদের ট্রেডের বিপরিতে চলে যায় তাহলে অনেক দুরে চলে যাবে। তখন আমরা অনেক লসে পড়তে পারি। মনে করুন আপনি একটি কারেন্সি বাই দিলেন। আপনার ধারনা যদি এখান হতে ১০০ পিপ মার্কেট পড়ে যায় তথন মার্কেট আরো নিচে যেতে পারে। তখন আপনি অনেক বড় লসে পড়বেন। এখন যদি আপনি এই ১০০ পিপ নিচে স্টপ লস দিয়ে রাখেন তাহলে মার্কেট সেই ঘরে হিট করলে আপনার ট্রেডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং আপনি অনেক বড় লস হতে বেচে যাবেন। ঠিক তেমনি আপনি যদি ১০০ পিপ উপরে টেক প্রফিট দিয়ে থাকেন তাহলে সেই ঘরে হিট করার পরে আপনার লাভ সহ ট্রেডটি বন্ধ হয়ে যাবে। আবার যদি সেখান হতে মার্কেট ঘুরে নিচে চলে আসে তাহলেও আপনার কোন সমস্যা নেই। টেক প্রফিট নেয়াতে আপনার লাভ সহ ট্রেডটি বন্ধ হয়ে গেছে।