-
সহজ কথায় বলবে যে স্ক্যারিক হলে যদি আপনি পাচ মিনিটের কম সময়ে আপনার ট্রেডটি ক্লজ করে দিন তাহলে সেটিকে স্কারিক বলে আর যদি তার বেশি করে তাহলে সেটিকে স্ক্যারিক বলা যাবে না তাকে লং টাইব বা টাইম ফ্রেমে ট্রেড করা বলে ধরা হয়। আমি ফরেক্স এ নতুন তাই আমি স্ক্যারিক বলতে এতটুকি বুঝি। আমার যদি বলা ভুল হয় তাহলে আমাকে বলবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।
-
স্ক্যাল্পিং করতে পারলেই আমরা সামান্য সময়ের জন্য লাভবান হতে পারব । আমরা সব সময় স্ক্যাল্পিং না করে যদি লং ট্রেড করে থাকি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব এই ব্যবসা আমরা ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করতে হবে তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ছোট ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের জন্য ছোট ট্রেড ওপেন করাকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে 1-20 পিপস। মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস প্রফিট করে নিতে পারেন। আপনি স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 চার্ট দেখে ট্রেড করতে পারেন। কিন্তু স্ক্যাল্পিং করা নতুনদের জন্য খুব ঝুকিপূর্ণ । স্ক্যাল্পিং এর ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ভালভাবে দিক নির্দেশনা দিতে পারে না। কারন এই ট্রেডগুলো হলে থাকে খুব অল্প সময়ের জন্য। তাই স্ক্যাল্পিং থেকে বিরত থাকাই ভাল।
-
ফরেক্স মার্কেট এ স্ক্যাল্পিং টেড করে অনেক ডলার লাভ করা যাই । ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা সুধু স্ক্যাল্পিং টেড করে আমার কাছেও স্ক্যাল্পিং টেড অনেক ভাল লাগে অনেক কম সময় এ ভাল লাভ করা যাই । ফরেক্স মার্কেট এ স্ক্যাল্পিং টেড অনেক কম সময় এ করা হয় তাই স্ক্যাল্পিং টেড একটু রিক্সি আপনি যদি স্ক্যাল্পিং টেড না বুজেন তা হলে ভাল লাভ করতে পারবেন ।
-
আমরা অল্প সময়ের জন্য যে ট্রেড গুলো ওপেন করি তাকে স্ক্যাল্পিং বলে। মুলত 1 অথবা 5 মিনিটের চার্টে স্ক্যাল্পিং করা হয়। সবাই স্ক্যাল্পিং করতে পারে না। স্ক্যাল্পিং অনেক সময় বিপদের কারন হয়ে দাড়ায়। তাই অভিজ্ঞতা ছাড়া স্ক্যাল্পিং করা ঠিক নয়। যারা নতুন তাদের উচিত স্ক্যাল্পিং হতে বিরত থাকা।
-
ফরেক্স এর স্ক্যাল্পিং বলতে মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।
-
কম সময়ে ছোট ছোট ট্রেড করা হল স্কাল্পিং। স্কাল্পিং বেশ ঝুঁকি পূর্ণ । মার্কেট ট্রেন্ড সম্পর্কে পরিস্কার ধারনা থাকলে স্কাল্পিং করা যেতে পারে। আর ট্রেন্ড বোঝার জন্য ট্রেন্ড লাইন আকা বেশ সহায়ক।
-
যে সময় গুলোতে মার্কেট বেশি ওঠা নামা করে সাধারন্ত নিউজের সময় গুলোতে মার্কেটের যে অতিরিক্ত মুভমেন্ট হয় এই সুযোগ টাকে কাজে লাগিয়ে ১/৫/১৫ মিনিটের মধ্যে ২০-২৫ পিপস আয় করার জন্য যে ট্রেড করা হয় তাকে স্ক্যাল্পিং বলা হয়।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে অম্প সময়ে লাভ করাকে স্ক্যল্পিং বলে। সাধারনত 5 বা 15 মিনিটের চার্টে স্ক্যল্পিং বলে। আমি আগে বেশী স্ক্যল্পিং করতাম কিন্তু এখন তেমন একটা করি না। এখন আমি লংটাইম ট্রেড করি। যেটা আমাকে বেশী আনন্দ দেয় এবং মার্কেট সম্পর্কে ধারনা দেয়।
-
স্কাল্পিং ট্রেডের হল খুব অল্প সময়ে ট্রেড করা।স্কাল্পিং মুলত ৫ থেকে ১৫ মিনিটের ভিতর হয়ে থাকে।তাই লাভ করা যেমন সহজ লসও খুব বেশি সহজ ।তাই খুব ভেবে চিনতে স্কাল্পিং ট্রেড করা উচিত।