অবশ্য্ই বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যায়।য়ত প্রাকটিস করা যাবে তত দক্ষ ট্রেডার হিসাবে গড়ে ওঠা যাবে।অতএব আমাদের খুব বেশি প্রাকটিস করা উচিত।
Printable View
অবশ্য্ই বেশি প্রাকটিস করলে ভাল ট্রেডার হওয়া যায়।য়ত প্রাকটিস করা যাবে তত দক্ষ ট্রেডার হিসাবে গড়ে ওঠা যাবে।অতএব আমাদের খুব বেশি প্রাকটিস করা উচিত।
অমি মনে করি ফরেক্র ট্রিডিং করতে হলে অবশ্যই ডেমো ট্রেড প্রাকটিস করমত হবে ,ডেমো টেড এর বিকল্প নেই তাই ডেমো টেড বেশি বেশি করতে হবে ।
ফরেক্স ট্রেডিং এ ভাল করতে হলে আমাদেরকে অবশ্যই বেশী বেশী প্রাকটিস করতে হবে। এ ক্ষেএে আমাদের অবশ্যই ডেমো একাউন্ট থেকে ভালভাবে ধারনা নিতে হবে।বেশী বেশী ডেমো একাউন্টে সময় দিতে হবে । নিজের সাফল্যের জন্য বেশী বেশী প্রাকটিসের বিকল্প নেই।
আমি মনে করি ভাল বেশি প্রাক্টীস কররলে ভালো ট্রেডার হওয়া এক্যাই। কারন একটা কথা সবাই যানে কোন কিছু সিখতে হলে অবশ্যই প্রাক্টীস দরকার।প্রাক্টীস ছাড়া কোন কিছু শেখা যাই না।আমি যদি কোন কিছু ভালো করে না বুঝে ভালো করে প্রাক্টিস না করি তা হলে সেটা কখনও ভালো ফল পাবো না।
জন্ত।ফরেক্স মার্কেট অনেক কঠিন একটি মার্কেট এখানে অনেক কিছু সম্পরকে জানা যায় তাই ফরেক্স মার্কেট সম্পরকে যে জত বেশি জানতে চেস্টা করবে সে তত বেশি শিখতে পারবে তাই যে জত বেশি প্র্যাকটিস করবে সে বেশি জানতে পারবে।
ফরেক্স মার্কেটে বেশি প্র্যাকটিস করলে ভাল ট্রেডার হয়া সম্ভব কারন একজন ফরেক্স ট্রেদার তার দকার সবসময় প্র্যাকটিস কি করে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভাল লাভ করা যাবে প্রফিট করা যাবে এবং কিভাবে সফল হয়া সম্বভ সেগুল প্র্যাকটিস করলে বঝা জায়।
অবশ্যই আপনি যত প্রাকটিস করবেন ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি তত বেশি অভিজ্ঞ হবেন এবং তত ভালো ট্রেড করতে পারবেন এবং তত বেশি আয় করতে সক্ষম হবেন ফরেক্স মার্কেট হল প্রাকটিসের বিষয় আপনি যত প্রাকটিস করবেন তত লাভবান হবেন ফরেক্স মার্কেটে
আমি আপনার সাথে একমত বেশি প্রাকটিচ করলে ভাল ট্রেডার হওয়া যায়। তবে প্রাকটিচ করলেই ভাল ট্রেডার হতে পারবে যদি সে মনযোগী হয়।কেননা কাজ মনোযোগ দিয়া না করলে সফল হওয়া যায় না। প্রথমে বেশি বেশি ডেমো প্রাকটিচ করতে হবে তাহলে ভাল ট্রেডার হওয়া যাবে।
অবশ্যই তবে আপনার সেই প্রাকটিস বা অনুশীলন হতে হবে ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে কারন নতুন অবস্থায়ই যদি আপনি রিয়ার মার্কেটের মাধ্যমে অনুশীলন শুরু করেন তা হলে তা হবে অর্থের অপচয়। আর আমি মনে করি ডেমো ট্রেডিংয়ে যত বেশি সময় দিয়ে অনুশীলন রবেন ততই নিজেকে ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ করতে সক্সম হবেন।
ফোরেক্স মার্খেটে আসলে আপনি যদি শুধু পড়ে ষিখতে চান তাহরে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করছেন আসলে এই মার্খেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই এর থেকে অনেক জ্ঞান আহোরন করতে হবে এবং সেটা করতে হবে বাস্তবে। আসলে ফোরেক্স মার্কেটে আপনি তখনই ভালো করবেন যখন আপনি বাস্তব অভিজ্ঞতা আর ট্রেজিংএ অভিজ্ঞ হবেন তখনই আপনি ভালো ট্রেড করতে পারবেন।