-
স্টপ লস ব্যবহার করে ট্রেড দিলে ট্রেড অনেক বেশি নিরাপদ হয় অর্থ্যৎ ট্রেডের ঝুঁকি অনেক কমে যায় এবং মূল ব্যালেন্সের নিরাপত্তা অনেকোংশে বৃদ্ধি করে তাই ট্রেড ওপের করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে স্টপ লস দেয়া থাকে কারণ আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটের আচার প্রতিনিয়ত পরিবর্তনশীল তাই কোন কোন সময় এমন হতে পারে যে মার্কেট অনেক বেশি প্রতিকূলে চলে যায় এত যদি আমাদের ট্রেড ওপেন করা থাকে তবে আমরা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হই তাই সবার প্রতি বিশেষ করে নতুন ট্রেডারদেরকে অনুরোধ করব তারা যেন স্টপ লস ব্যবহার করে ট্রেড দেয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে তাদের ঝুঁকি থাকে অনেক বেশি
-
যদি কম সময়ের জন্য ট্রেড করা হয় অর্থাৎ স্ক্যাপ্লিং করা হয় করা হয় তাহলে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন পড়ে না।দীর্ঘ সময়ের জন্য ট্রেড করলে অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত।তবে ফরেক্সে সব সময় স্টপ লস ব্যবহার করাটা ঝুকিঁমুক্ত ট্রেড করতে সাহায্য করে।কিন্তু আমি সবসময় ট্রেডের ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করি।
-
আমার মতে স্টপ লস দিয়ে রাখাটা ভাল কারন মার্কেটে কখন কি পরিবর্তন আসবে তা সঠিকভাবে কেউই বলতে পারবে না তাই স্টপ লস দেয়া থাকলে মার্কেট যদি আমার ট্রেডের বিপরিতে অনেকটা যাওয়ার অবস্থায় থাকে তবে স্টপ লস আমাকে অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করবে। তাই ট্রেড করার সময় স্টপ লস নির্ধারন করে দেয়া উচিৎ।
-
আমি আমার ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিটা ট্রেডে স্টপ লস ব্যবহার করি। কারন স্টপ লস ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত লস থেকে বাচা সম্বব। স্টপ লস ব্যবহারের ফলে আমাদের একাউন্ট ঝুকিমুক্ত থাকে। আপনারা স্টপ লস ব্যবহার করেন আমাদের সাথে শেয়ার করুন
-
স্টপ লস হল ফরেক্স ট্রেডিং প্লাট ফর্মের অন্যতম একটি ট্রেড সহায়ক অপশন যার মাধ্যমে বড় ধরনের লসের হাত থেকে খুব সহজে অ্যাকাউন্টকে বাচানো যায় তবে আমার কাছে মনে হয় অ্যাকাউন্ট ব্যালেন্স যদি খুব কম থাকে তা হলে স্টপ লস ব্যাবহার করাটা বেশ অসুবিধা জনক কারন এতে করে আপনার ওপেনকৃত ট্রেড আপনার সেট করা স্টপ লস প্রাইজকে অতিক্রম করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আরও কমে যাবে যা আপনার ফ্রি মার্জিন এবং মার্জিনকেও কুমিয়ে নিয়ে আসবে।
-
আমি মনে করি যে স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে যখন কন ট্রেড ওপেন করা হয় তখন মার্কেট কন দিকে জেতে পারে বা কন দিকে যাবে সেটা বলা খুভ কঠিন কাজ তাই ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করে স্টপ লস ব্যবহার করলে এই সমসার সম্মুখিন হতে হয় না স্টপ লস ব্যবহার করলে ট্রেড নিরাপদ থাকে আর স্টপ লস ব্যবহার না করলে টড়েড নিরাপদ থাকে না যে কন সময় ট্রেড বিপরিত গেলে লসের সম্মুখিন হতে হয় ।
-
ইতিহাস বার বার প্রতিফলিত হয় এই সত্যে উজ্জিবিত হয়ে অনেক ট্রেডার ভাই স্টপ লস ছাড়া ট্রেড করে একাউন্ট এর বারোটা বাজিয়ে বসে থাকেন। ইতিহাস ঘুরে ফিরে আসে কথাটা চরমতম সত্য তাই ইতিহাস ঘুরেফিরে আসার জন্য আপনার একাউন্ট এ পর্যাপ্ত ব্যালান্স আছে কিনা দেখা আগে জরুরী। তাই যদি আপনার একাউন্ট ১০ কে বা ৫০ কে হয় এবং আপনি ছোট লটে ট্রেড করতে পারেন তবে স্টপলস ব্যবহার না করলেও চলবে।
-
স্টপ লস না দিলে যদি আমাদের ট্রেড তা বিপরীতে যায় তাহলে আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ার সম্ভাবনা থাকে। আমরা এটা দিয়ে আমাদের ঝুকি কমাতে পারি। যদি আপনার মূলধন কম হয় তবে স্টপ লসস ব্যাবহার করা অবশ্য দরকার।
-
স্টপ লস ছাড়া ট্রেড নিরাপদ নয়। কারন অনেক সময় মার্কেট হঠাৎ নিচের দিকে নামতে থাকে যদি স্টপ লস না দেওয়া থাকে তবে ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাই মার্কেটে ট্রেড করার সময় স্টপ লস দিতে হবে।