-
সকল ব্যাবসার মত এটাতে কোন প্রশিক্ষণ নিতে হয় না কারন এই ব্যাবসা সম্পূর্ন নিজের দক্ষতার উপর , নিজের কৌশলের , নিজের জ্ঞান নিজের উপর নিরভর করে আপনি কেমন পারফমেন্স করবেন । তবে এটার জন্য অভিজ্ঞতাটা খুবই দরকার কারন তা না হলে আপনি ভাল করতে পারবেন না , প্রশিক্ষন না নিলেও চলবে কিন্তু আপনি যদি অবিজ্ঞতা ছাড়া কাজ করতে যান তাহলে খুবই খারাপ করবেন ।
-
আমি বলবো ফরেক্সের জন্য প্রশিক্ষক লাগে না। আমরা যদি সফল হতে চাই তবে আর জন্য নিজেদের চেষ্টাতেই হতে পারি। এর জন্য নিজের এনালাইসিস নিজের মেধাটাই গুরুত্বপূর্ন। যদি সফল হতে চাই তবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেদ করার জন্য ফরেক্স সম্পরকে ভাল করে জানতে হবে এবং জানার জন্য একজন ভাল প্রশিক্ষকের কাছ থেকে ফরেক্স সম্পরকে জানতে হবে এবং শিক্ষতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ভাল করা যাবে কারন একজন ভাল প্রশিক্ষক ছাড়া ফরেক্স সম্পরকে ভাল করে জানা জায় না তাই একজন ভাল প্রশিক্ষক দিয়ে শেখা ভাল ।
-
আমরা সাধারনত ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে।তার জন্য আপনাকে ফরেক্সের কাজ শিখতে হবে আপনি যেকোন জায়গা থেকে ফরেক্স শিখতে পারেন। সাধারন ভাবে আপনি ফরেক্স মার্কেট কাজ অনলাইনে ও শিখতে পারেন।
-
যদি মনে করনে প্রশিক্ষক ছাড়া সফলতা লাভ করা সম্ভব নয় তবে গুগলকে আপনার প্রশিক্ষক হিসেবে নিতে পারেন । মনে রাখবেন গুগল আপনাকে যা শেখাবে অন্য কেউ তা শেখাতে পারবে না । তবে গুগলের কাছ থেকে শিখতে জানতে হবে ।
-
ফরেক্স এ পশিক্ষন ছাড়া সপল হতে পারবেন না কারন আপনি যদি পশিক্ষন না নেন তাহলে আপনি ফরেক্স সর্ম্পকে জানবেন কি । আপনাকে ফরেক্স সর্ম্পকে ভালে ভাবে জ্ঞান অর্জন করতে হবে তাছাড়া আপনি ফরেক্স এ সফল্য হতে পারবেনা। তাই ফরেক্স এ সফল হতে গেলে একজন দক্ষ প্রশিক্ষকের দরকার হয় ।
-
ফরেক্স মার্কেটে প্রশিক্ষন ছাড়া সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি না । কেননা ফরেক্স খুবই জঠিল একটি ব্যবসায় । ফরেক্স মার্কেটে আপনি সফল হতে হলে মার্কেট সম্পর্কে আপনি আগে ভালভাবে জানতে হবে *। তাছাড়া অভিজ্ঞতা এবং ধৈর্য খুবই বড় একটি ব্যাপার ।
-
আমি বলব ফরেক্স ট্রেডিং এর জন্য জ্ঞান অর্জন খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান ছাড়া আপনি ফরেক্স ট্রেড করে লাভ করতে পারবেন না। তাই সব নবাগতদের জ্ঞান অর্জন করে তারপর ফরেক্সে আসা উচিৎ । তার জন্য যদি আপনার প্রশিক্ষন নেয়া লাগে নিতে পারেন। তবে আপনি যদি forex-bangla.com এর সাথে লেগে থাকেন তাহলে আপনি সহজেই অনেক কিছু শিখতে ও জানতে পারবেন।
-
যেকোন কাজ করতে গেলে সে কাজের বিষয়ে শিখতে হয়।ফরেক্স মার্কেট এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।ফরেক্স মার্কেট এ সফলতার জন্য ফরেক্স বিষয়ে অধিক জ্ঞান ও অভিজ্ঞতার জন্য প্রশিক্ষণ এর দরকার আছে।তাই ফরেক্স জ্ঞান নেয়ার জন্য প্রশিক্ষক দরকার হয়।
-
আমি মনে করি কোন কাজ একে বারে সব হয় না সব কিছু ধীরে ধীরে করতে হয়।আপনি যদি মনে করেন প্রশিক্ষন ছারা ফরেক্স শিখবো তা হলে আপনাকে ধৈর্য সহকারে শিখতে হবে ত্র পরো আপনি যদি মনে করেন আপনি কোন ট্রেনিং সেন্টার গিয়ে শিখবেন তাও করতে পারেন সেটা আপনার বেপার।আর প্রশিক্ষন ছারা যদি শেখেন তা হলে আপনাকে পরিশ্রম করতে হবে বেশি।