ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স এ এসে অনেক মানুষ তার সর্বস হারিয়েছে। তাই ফরেক্স এ আসার আগে আপনাকে আগে ভেবে নিতে হবে।
Printable View
ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স এ এসে অনেক মানুষ তার সর্বস হারিয়েছে। তাই ফরেক্স এ আসার আগে আপনাকে আগে ভেবে নিতে হবে।
ফরেক্স হচ্ছে একটি লোভী ব্যবসা
,,,,,,,,,,,,,,,,প্রথম প্রথম যখন ট্রেড দিতাম তখন কম লটে ট্রেড ওপেন করতাম প্রথমে আমার ভালই লাভ হচ্ছিল এরকম চলতে চলতে আমি একবার উইথড্র পেলাম তারপর থেকে শুরু হয়ে গেল আমার লোভ তারপর থেকে বেশি ট্রেড ওপেন করতাম প্রথমে দু-একটা উইন হইছে পরে আমার লোক আরো বেড়ে গেল তারপরে আমি আরো বেশি ট্রেড ওপেন করা শুরু করলাম তারপর থেকে বাংলা ছায়াছবির মত আমার জীবনে নেমে আসলো লস এবার দু-একটা লস্ট নিয়ে আমি ঝুলে থাকলাম কিছুদিনের ভিতরেই আমি জিরো হয়ে নক আউট হয়ে গেলাম তারপরও মাথায় তেমন কোনো চিন্তা ঢুকলো না আবার বোনাস নিলাম আবার বেশি লটারি ট্রেড ওপেন শুরু করলাম আবার জিরো হয়ে গেলাম তারপর আমার মাথায় নতুন টেনশন কাজ করা শুরু করল যে তুই বড় হয়েছি সেই দুইবার আমি পরে টাকা ছাপানোর মেশিন ভাবছিলাম তাই ও আমাকে বুঝিয়ে দিলো এটা টাকা ছাপানোর মেশিন দক্ষতা প্রমাণ করার জায়গা তাই এখনই মাসের বোনাস নিয়ে আমার অনেক স্বপ্ন আমি এ মাসের বোনাস দিয়ে ট্রেড পরিচালনা করার কথা ভাবতেছি তাই এবার আর লোভে পা দিব না।।
কোন কিছু করতে গেলে লোভ করা ঠিক না তাই জার ধনী হওয়ার ইচ্ছেনাই বা ধনী হওয়ার জন্য ফরেক্সএ আসেন নি তারা ফরেক্স এ এসে কাজ করতে পারেন
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা
ব্যবসা কখনোই লোভী হতে পারে না,এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবসায়ীর মানসিকতার ওপর। কেননা ব্যবসায়ী লোভী হয়ে থাকে।অধিকাংশ নবীন ট্রেডার অতিরিক্ত লোভ করে। এবং দ্রুত বড়লোক হতে গিয়ে,ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।এবং ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়।কিন্তু একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার কখনোই লোভ করেনা। এবং সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ধৈর্যধারণের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে।এবং মার্কেটের যে কোন পরিবর্তনকে মেনে নেয়ার মত মানসিকতা রাখে। তাই বলব ফরেক্স থেকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই লোভকে উপেক্ষা করতে হবে।
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।তবে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অতিরিক্ত লোভ মানুষকে অনিয়মের দিকে ধাবিত করে। সুতরাং লোভ থাকা ভালো তবে অতিরিক্ত নয়।
ভাই ফরেক্স ট্রেডিং লোভী ব্যবসা লোভী হচ্ছে আমরা । আপনি যদি নিজের লোভকে না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি কখনই কোন কাজে সফল হতে পারবেন না । আপনি সফল হতে চাইলে আপনাকে অবশ্যই লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে প্রচুর অর্থ উপার্জনের হাতছানি থাকে বলে আমরা হয়তো এই মার্কেটে ঢুকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যার কারণে লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করে আমরা আমাদের অর্থ লস করে ফেলি ।
ফরেক্স লোভী না লোভী আমরা। আমরা যদি লোভ করি তাহলে সমস্যা আর যদি লোভ না করি তাহলে কোন সমস্যা নাই। লোভ না করলে ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক উপার্জন করতে পারি। আমরা যদি অল্প লাভের আসায় ট্রেড করে তাহলে কখনোই আসরা লুজার হব না। বেশি উপার্জন করার আসায় আসাদের বেশি লস হয়। তাই লোভী না হয়ে নিরাপদে উপার্জন করি।
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং পৃথিবীর সবচেয়ে বড় অর্থ বাজার।যেখানে কোটি কোটি মানুষ তাদের অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করে থাকে।ফরেক্স এমন একটি মার্কেট যেখানে প্রতি সেকেন্ডে আপনার বিনিয়োগকৃত অর্থের লাভ বা লোকসান হয়ে থাকে। দক্ষ ট্রেডার ট্রেডিং করার আগে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে কিন্তু অনেক নতুন ফরেক্স আছে যারা বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লস এ পড়ে যায়। ফরেক্স মার্কেটে লোভ কে নিয়ন্ত্রণে রেখে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।
ভাই ফরেক্স ট্রেডিং কখনোই লোভী ব্যবসা নয় কিন্তু আপনি যদি ১০ ডলার থেকে ১০০০ ডলার কামাই করতে চান সেক্ষেত্রে আপনার লোভের কোন সীমারেখায় থাকবে না । আমরা যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্যধারণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে কেউ রাতারাতি কোটিপতি হতে পারেনা । কিন্তু আপনি যদি নিজে ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধারণ করে এই মার্কেটের ট্রেডিং করেন । তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন ।