-
একজন ফরেক্স বিনিয়োগকারী তাহবিলকে বহুগুন করতে পারে, এবং ক্ষতির সম্ভাবনা শুধু সম্ভাব্য উপার্জনেই নয়, বরং বিনিয়োগকৃত অর্থও বটে। গড় প্রত্যাশিত ফল থেকে বিচ্যুতি আর্থিক বাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নির্ণয় করে। তাই এ সকল ঝুকি ব্যাবস্থপনা পদ্ধতি ব্যবহার করলে তা অনেকাংশে কমান সম্ভব।ঝুকি ব্যবস্থার পর্যায় গুলো হলো স্টপ অর্ডার বিন্যাস্তকরন, ক্যাপিটাল শেয়ার বিনিয়োগ, ট্রেন্ড ট্রেডিং, আবেগ নিয়ন্ত্রণ।
-
মুনাফা অর্জনের সাথে সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কিভাবে ঝুকি কমিয়ে এনে প্রফিট করা যাবে । ঝকি কমানোর জন্য আমরা কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারি যার মধ্যে অন্যতম হল স্টপলস ব্যবহার করা । ফরেক্স মার্কেটে আমাদের মূলধন টিকাতে হলে , ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকতে হলে একটি ধারাবাহিক মুনাফার ধারা অব্যাহত রাখতে চাইলে আমাদের অবশ্যই ঝুঁকি ব্যাবস্থাপনা করতে ও শিখতে হবে।
-
একজন ফরেক্স বিনিয়োগ কারী তাহবিলকে বহুগুন করতে পারে। গড় প্রত্যাশিত ফল থেকে বিচ্যুতি আর্থিক বাজারে বিনিয়োগ কারিদের ঝুঁকি নির্ণয় করে। এই ধরনের বিচ্যুতি উচ্চ মুনাফা অথবা বিশাল ক্ষতি বয়ে আনতে পারে। প্রত্যেক মুদ্রা কার্যক্রমেই একটি ঝুকি। এটা ঠিক যে ঝুকি শুধু পুজি হারানোর ক্ষেত্তের নয় সম্বাব্য লাভ হতে বন্চিত হবারো থাকে তাই লোভ, আবেগ, ভয়কে নিয়ত্তিত মাএায় রাখুন।
-
আমরা প্রতিনিয়তও ফরেক্সে কাজ করার সময় আমরা আমাদের ইনভেস্ট কে বহু গুন করলেও একটি ভুল আমাদের ব্যালেন্স কে জিরো করে দিতে পারে।আমি একটা টিপস দিতে পারি আপনাদের আমরা স্টপ লস ব্যবহার করি।আপনাকে ফরেক্স মার্কেট এর কিছু নিয়ম মানতে হবে।আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে।আপনার আবেগ ত্যাগ করতে হবে।একটি ট্রেড এ লস হয়ে গেলে আবেগ এর বসে ওভার ট্রেডিং করা যাবে না।
-
ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ মুনাফা অর্জনের মার্কেট । এখানে বাজার এতো বেশি ওঠা নামা করে যে বুজা মুশকিল কখন কি হয় । তাই ফরেক্স মার্কেটে আমাদের মূলধন টিকাতে হলে , তবে আল্লাহ আমাদের কখনই ভাল বিধানের কথা বলেন না যে আপনি যদি নিজের কাজটি ভাল করে তুলেন এবং ভাবেন যে অন্যরা গ্রাহককে সঠিক জিনিস দেবে, তবে আপনারও ভাল সাফল্য রয়েছে। এবং ব্যবসায়ও আশীর্বাদ পাবে
-
ফরেক্স মার্কেটে আপনি যদি মানি ম্যানেজমেন্ট বা সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট থেকে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সেজন্য আমাদের কাছে ট্রেড করার পূর্বে এনালাইসিস করে ট্রেড করার সকল নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। স্টপ লস ও টেক প্রফিট যথাযথভাবে চিহ্নিত করতে হবে। বড় ধরনের রিস্ক বা লোভ করে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। ফরেক্স থেকে আপনি তখনই লাভ করতে পারবেন যখন নিজের ধৈর্যকে ও অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে পারবেন।
-
স্টপ অর্ডার বিন্যাস্তকরন, ক্যাপিটাল শেয়ার বিনিয়োগ, ট্রেন্ড ট্রেডিং ও আবেগ নিয়ন্ত্রণ এই চারটি হলো ফরেক্স ব্যবসায়ে ঝুকি ব্যবস্থাপনার পদ্ধতি। যদি কোন ট্রেডার এই চারটি পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে সে কখনও ক্ষতির সম্মুখীন হবে না।
-
ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ মুনাফা অর্জনের মার্কেট । এখানে বাজার এতো বেশি ওঠা নামা করে যে বুজা মুশকিল কখন কি হয় । তাই ফরেক্স মার্কেটে আমাদের মূলধন টিকাতে হলে , ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকতে হলে একটি ধারাবাহিক মুনাফার ধারা অব্যাহত রাখতে চাইলে আমাদের অবশ্যই ঝুঁকি ব্যাবস্থাপনা করতে ও শিখতে হবে। আমরা স্টপ লস ও টেক প্রিফিট ব্যবহার করে আমাদের ট্রেডকে নিরাপদ করতে পারি ও আমাদের মূলধনের ঝুঁকি কমাতে পারি । ফরেক্স মার্কেটে আমাদের মূলধন টিকাতে হলে, ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকতে হলে একটি ধারাবাহিক মুনাফার ধারা অব্যাহত রাখতে চাইলে আমাদের অবশ্যই ঝুঁকি ব্যাবস্থাপনা করতে ও শিখতে হবে । আমরা স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে আমাদের ট্রেডকে নিরাপদ করতে পারি ও আমাদের মূলধনের ঝুঁকি কমাতে পারি ।
-
ফরেক্স মার্কেটে আমি ঝুঁকি ব্যবস্থাপনা বলতে মানিমেনেজমেন্ট কে বুঝি।আর যে সব ট্রোর ফরেক্স মার্কেটে সঠিক ভাবে মানিমেনেজমেন্ট করতে পারেনা সে সব ট্রেডার ফরেক্স মার্কেট হতে দ্রুত ঝড়ে পড়ে।আপনি ফরেক্স মার্কেটে একটি ট্রেডের জন্য আপনার একাউন্টের উপর কতভাগ রিক্স নিবেন সে বিষয় সিন্ধান্ত নেওয়াই হচ্ছে মানিমেনেজমেন্ট।
-
প্রত্যেক ব্যাবসায় ঝুঁকি আছে জেনেও আমরা যারা পিছু হটে যাই, তারা হেরে যাই, কিন্তুু ধর্য্যধারন করে অপেক্ষা করে দেখি সমস্যাটা কোথায়। তাই ব্যাবসায় ঝুঁকি থাকা সত্বেও উচিৎ সমাধান খোজা। তবেই আস্তে আস্তে ঝুঁকি কাটিয়ে আমরা সাবলম্বী হতে পারি।