-
বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনাফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর । এই বাবসা বিশ্বের যে কোন জায়গায় বসে বা ঘরে বসে করা যায় ।
-
হ্যা আমি মনে করি যে ফরেক্সই একমাত্র আয়ের একটা ভাল মাধ্যম।আপনি কোন ইনভেস্ট ছারাই কাজ করতে পারেন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই সম্ভব।
-
আমি মনে করি ফরেক্স একটি ব্যবসা যা অনেক হজামেলা মুক্ত ফরেক্স থেকে অতি সহজে আয় করে টাকা তুলা যায় ফরেক্স এক্টি ঝামেলা মুক্ত ব্যবসা | ফরেক্স লাভ অথবা লস আপনি আপ[অনার সামনে দেক্তে পাবেন|
-
অনলাইনে এমন কোন ব্যাবসা নেই যার দ্বারা ফরেক্স থেকে বেশী আয় করা যায়। অনলাইনে এটিই সবচেয়ে জনপ্রিয় এবং ঝুকিমুক্ত ব্যাবসা । নিজে ফরেক্স করুন এবং অন্যকে ফরেক্স করতে উৎসাহিত করুন।
-
আমার ধারণা মতে ফরেক্স ব্যবসা সকল ব্যবসার চাইতে উত্তম । কারণ একটু দক্ষতা অর্জন করলেই সফলকাম হতে পারব । আর অন্য কোন ব্যবসায় এমন কোন সুযোগ নেই । সুতরাং আমরা ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । অতএব ফরেক্স ব্যবসা সকল ব্যবসার চাইতে উত্তম । আপনারাও মন মত দক্ষতা অর্জন করার চেষ্টা করুন তাহলে সফলকাম অনিবার্য ।
-
ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারা যায়, ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের এনালাইসিস করতে হয়।একেক জন একেক রকম করে ফরেক্স মার্কেট থেকে এনালাইসিস করে ট্রেডিং করে থাকে।ফরেক্স মার্কেটে আমরা ভাল আয় করতে পারি যাতে ভাল করে আমাদের ভাল এনালাইসিস করে ট্রেড করতে পারি।
-
বর্তমানে অনেক অনলাইন ব্যবসা রয়েছে। কিন্তু ফরেক্স এর সাথে তুলনা করার মতো একটিও নেই। যা আছে তার অর্ধেকটাই ভুয়া। কিছু কিছু রয়েছে তাতে আপনাকে অনেক শ্রম দিতে হতে। কিন্তু ঐ শ্রমের কিছু অংশ যদি আপনি ফরেক্স এ দেন তবে আপনি অনেক কিছু করতে পারবেন ফরেক্স থেকে।
-
আমার মনে হয় অনলাইন বিজনেস এর মধ্যে ফরেক্স বাবসা সবচেয়ে ভালো। অনলাইন এ প্রচুর বাবসা আছে। এসব বাবসায় লাভ ক্ষতি যেমন আছে, ফরেক্স এও তেমনি লাভ ক্ষতি আছে। তবে ফরেক্স এর মহাত্ত অন্য রকম। আপনি ফরেক্স এর মাধ্যমে প্রচুর আয় করতে পারবেন যদি আপনি মাথা ঠান্ডা করে সব নিয়ম কানুন মেনে বিজনেস করতে পারেন।
-
আমার অনলাইন ব্যবসা সম্পর্কে তেমন ধারনা নেই। তাই আমি এ ব্যাপারে বলতে পারব না। তবে আমি এ টুকু বলতে পারি আপনি যদি অন্য ব্যবসায়ও পরিশ্রম করে থাকেন তাহলে আপনি ভাল আয় করতে পারবেন। তাই আপনি যে ব্যবসাই করেন না কেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না।
-
ফরেক্স হল শেয়ার মার্কেটে আমি মনে করি ফরেক্স একটি সন্মান জনক ব্যবসা ফরক্সে ব্যবসা করার জন্য প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর ধৈর্য এ প্ররিশ্রমের সাথে ফরেক্স ট্রেডিং শিখতে হয় , কিছু কিছু ফরেক্স ট্রেডাররা ফরেক্সকে জুয়া হিসাবে ট্রেড করে তার কখনই সফল ট্রেডার হতে পারে না ফরেক্স ট্রেডিং ফরেক্স র্মাকেট এনালাইসিস করে র্মাকেটের অবস্থা বুঝে তারপর ট্রেড করা উচিত এবং নিজের দৃষ্টিকোন চেন্জ করে ফরেক্স র্মাকেটে কাজ করলে ফরেক্সকে সন্মান জনক ব্যবসা বলা যায় ।