-
জি আমরা প্রত্তেকেও ফরেক্স কে অনেক বেশি ভালবাসি. তার প্রধান কারনটাই হলো আমি আমর জীবনে টাকা পয়সা উপার্জনের অনেক পথ হজার চেষ্টা করেছি, কিন্তু টাকা উপার্জনের পথ তেমন সহজ নয়, ইন্টারনেট এ ক্লিক তো আর্ন এ ধরা খেয়ে টাকা হারিয়েছি, তারপর আবার আউটসোর্সিং এও কাজ করলাম যেখান ধরা, টাকা পেলাম না, অতপর লাস্ট ফোরাম পোস্ট থেকে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করা শুরু করি, এবং সেখান থেকেই অর্থের মুখ দেখা সুরু.
-
অামি ফরেক্স অনেক অনেক ভালবাসি। কারন ফরেক্স আমার জীবনে অনেক কিছু দিয়েছে ফরেক্স আমাকে একটা যায়গা দিয়েছে যে যায়গা থেকে আমি আমার নিজেকে তুলে ধরতে পারি নিজের পায় দারাতে পারি নিজে টাকা ইনকাম করতে পারি পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করতে পারি। এই সবই হয়েছে একমাত্র ফরেক্স ব্যবসার কারনে আমি মনে করি আমাদের সকলের উচিৎ ফরেক্স ব্যবসায় যোগদান করা।
-
আমিও ফরেক্সকে খুব ভালবাসি কারন ফরেক্স থেকে ঘরে বসে ব্যবসা করে লাভবান হয়ে নিজে স্বাবলম্বি হওয়া যায়। যেকোন পেশার পাশাপাশি যে কেউ এই ব্যবসা করে নিজের উন্নতি করতে পারবে। ফরেক্স অনেক বেকার যুবকদের স্বাবলম্বি করেছে। আমার কাছে মনে হয় যারা ফরেক্সকে পেশা হিসাবে নিতে চায় বা নিয়েছে তারা নবাই ফরেক্সকে ভালবাসে।
-
আপনার মত অনেকেই রয়েছে যারা ফরেক্সকে অনেক বেশি ভালবাসে এবং এখানে দীর্ঘদিন ধরে কাজ করতে চায় আর পেছনে অবশ্যই একটি যথার্থ কারন রয়েছে আর তা হল ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এই মার্কেট থেকে অন্য পেশা অপেক্ষা অনেক বেশি প্রফিট লাভ করা যায় অতি সহজে।তাই দিনকে দিন এ ব্যাবসা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
-
আমি ফরেক্স এ নতুন। আমি ফরেক্স মার্কেট খুব ভালবাসি । এই মার্কেট আমাকে অনেক
আনন্দ দেই। তা ছাড়া আমি এই মার্কেট থেকে সরাসরি টাকা উপার্জন করতে পারি।
-
ফরেক্স খুব ভাল একটা বিজনেস যে কোন লোক ই এই বিজনেস করতে পারে ফরেক্স এর মতন এত সহজ বিজনেস আমার যানা মতে অনলাইন বিজনেস হয় না । ভাল করে বুজে শিখে ফরেক্স মার্কেটে আসলে অনেক টাকা ইনকাম করা যায় খুব সহজেই । আপনি যে কোন জায়গা থেকে ফরেক্স বিজনেস করতে পারবেন তাই ফরেক্স বিজনেস আমি খুব ভালবাসি।
-
এটা খুব ভাল যে আপনি ফরেক্স ভালবাসেন কারন কাজের প্রতি ভালবাসা না থাকলে সেখানে সফলতা পাওয়া জ্যায় না। আমাদের সবার সেই কাজ করা উচিত যেটা আমদের ভাল লাগে।
-
আমি ফরেক্স খুভ ভাল বাশি কারন ফরেক্স মার্কেট আমার খুভ ভাল লয়াগে এই ব্যবসাকে আমার অনেক দিন থেকে ভাল লাগে ফরেক্স ব্যবসা আমার অনেক দিন থেকে করার ইছা ছিল ফরেক্স করতে আমার খুভ ভাল লাগে ফরেক্স করে আমি খুভ মজা পাই ফরেক্স আমার কাছে অনেক ভাল লাগে ফরেক্স এই জন্য আমি ভালবাশি ।
-
আমি এবং আমরা প্রত্তেকেও ফরেক্স কে অনেক বেশি ভালবাসি. তার প্রধান কারনটাই হলো আমি আমর জীবনে টাকা পয়সা উপার্জনের অনেক পথ চেষ্টা করেছি, কিন্তু টাকা উপার্জনের পথ তেমন সহজ নয়, ইন্টারনেট এ ক্লিক তো আর্ন এ ধরা খেয়ে টাকা হারিয়েছি, তারপর আবার আউটসোর্সিং এও কাজ করলাম যেখান ধরা, টাকা পেলাম না, অতপর লাস্ট ফোরাম পোস্ট থেকে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করা শুরু।তাই আমি মনে করি ফরেক্স হছেছ আমার জন্য বেস্ট।
-
ফরেক্স মার্কেট আমাদের সমাজের গুরুত্বপূর্ণ কাজে আসে । ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমাদের দেশের বেকারত্ব সমস্যা কমিয়ে আনতে পারে । ফরেক্স মার্কেটএ ট্রেড করে আমাদের অবসর সময়গুলো টাকা আয়ের কাজে লাগাতে পারি । আমার কাছে ফরেক্স মার্কেট একটি পার্টটাইম চাকরির মতো । তাই আমি ফরেক্স মার্কেট কে খুব ভালবাসি । ফরেক্স মার্কেট এর মাধ্যমে আমি আমার হাত খরচ অর্জন করে নিতে পারি । তাই ফরেক্স মার্কেট কে আমি আমার আয়ের উৎস মনে করি ।।