আমি প্রতিদিন আমার ধারনা মতে আমি ২০ পিপস টার্গেট করে থাকি। আর এই ২০ টার্গেট অনুযায়ী আমি ট্টেড করি এতেই আমার কিছুটা হলেও লাভ করতে পারি।
Printable View
আমি প্রতিদিন আমার ধারনা মতে আমি ২০ পিপস টার্গেট করে থাকি। আর এই ২০ টার্গেট অনুযায়ী আমি ট্টেড করি এতেই আমার কিছুটা হলেও লাভ করতে পারি।
আসলে এখানে ব্যক্তি ভেদে প্রফিটের হের ফের আছে। কেউ চায় ১০০% লাভ আবার কেউ চায় তার অর্ধেক। তাই এখানে বলা যাবে না কে কত পিপ নিবে বা নেওয়া উচিত। আমি মনে করি কারো একাউন্ট ব্যালান্স এর ৪০% এর বেশি প্রফিট করার চিন্তা করা উচিত নয় কেননা এতে অত্যাধিক ঝুকি নিতে হয় এবং ফল স্বরুপ একাউন্ট জিরো হবার চান্স বাড়ে।
মার্কেট যদি ভাল করে এনালাইসিস করা যাই আর মার্কেট এর মুভমেন্ট এর উপর ভিত্তি করে পিপ বেশি অর্জন করা যাই।তবে এর জন্য আপনাকে খুব বেশি খবরা খবর নেওয়া উচিত মার্কেট কি অবস্থানে আছে।আমার টার্গেট খুব বেশি না আমি ১৫-২০ পিপস এর মধ্য লাভ করতে চাই প্রতিদিন।
আসলে এখানে ব্যক্তি ভেদে প্রফিটের হের ফের আছে। কেউ চায় ১০০% লাভ আবার কেউ চায় তার অর্ধেক। তাই এখানে বলা যাবে না কে কত পিপ নিবে বা নেওয়া উচিত। আমি মনে করি কারো একাউন্ট ব্যালান্স এর ৪০% এর বেশি প্রফিট করার চিন্তা করা উচিত নয় কেননা এতে অত্যাধিক ঝুকি নিতে হয় এবং ফল স্বরুপ একাউন্ট জিরো হবার সম্ভাবনা বাড়ে।
সবসময় লাভ করা সম্ভব নয় তাই নির্দিষ্ট করে বলা ঠিক নয় আপনি প্রতিদিন কত পিপস নিতে পারবেন।প্রতি দিন কত পিপস নিব তা অনেকটা নির্ভর করে মার্কেট বর্তমানে কোন পজিশনে আছে। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে আপনি অনেক ক্ষেত্রে প্রতিদিন ১০০ পিপসও আশা করতে পারেন।
আমার মনে হয় আসলে বিভিন্ন সাইটে যে প্রচার চালানো হয় দৈনিক ২০০ পিপি, ১০০পিপি এগুলো পুরোপুরি সঠিক নয়। অনেক সময় হয় আবার অনেক সময় হয়না। তাই ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। তাবে এটা ঠিক যে আপনি যদি ফরেক্স নিয়ে প্রচুর পড়ালেখা করে থাকে এবং মনোযোগ সহকারে ডেমো ট্রেডিং করেন তবে বুঝতে পারবেন প্রতিদিন কত পিপ লাভ করা সম্ভভ। অভিজ্ঞতা অর্জিত হলে দৈনিক ৩০ থেকে ৫০ লাভ করা যায়।
আমি আমার ধারনা মতে ফরেক্স এ প্রতিদিন খুব কম পিপস ধারনা করে ফরেক্স এ ট্টেড করে থাকি। আমি আমার প্রতিদিন ধারনা মতে ১৫-২০ পিপস টার্গেট করে আমি ট্টেড করি । এতে আমার কিছুটা হলে ও আমি সাফলতা অর্জন করতে পারি।
কে কত পার্সেন্ট প্রফিট করে তা আমি জানি না বা জানতেও চাই না। আমার টার্গেট হল প্রতি সপ্তাহে একাউন্ট এর ১০% প্রফিট করতে পারা। অনেক সময় হয় আবার অনেক সময় হতে চায় না। তবে আমি দেখেছি লেগে থাকলে তা হতে খুব একটা সময় লাগে না। আগামী সপ্তাহ ট্রেড করতে পারলে আমার এই মাসের টার্গেট ফিলআপ হয়ে যাবে।
আমি মনে করি ফরেক্স মার্কেটে খুব চালেঙ্গিং মার্কেট । ফরেক্স মার্কেট আমার ট্রাড করা হই নি । ফরেক্স মার্কেটে আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না। কারন এটা মার্কেটের উপর নির্ভর করে। মার্কেটের উপর ভিত্তি করে লট সাইজ বাড়িয়ে কিংবা কমিয়ে টার্গেট ফিল করা যায়। মূলত প্রতিদিন ৩০ পিপ্স লাভ করতে পারলেই আমি বেশ খুশি থাকবো। কম হলেও সমস্যা নেই।
সকলকেই অনুরোধ করি এরকম এলোমেলো লিখে এভাবে অকারনে পোষ্ট বাড়াবেন না৷পরিষ্কার করে লিখবেন যেন বোঝা যায়৷পিপস্ এর কোনো নির্দিষ্ট টার্গেট থাকেনা৷এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই ১ দিনে কখোনো ১০০/১৫০ পিপস্ নেওয়া যেতে পারে আবার মাত্র ১০ পিপস্ও নেওয়া যায়৷আবার লসও করতে পারেন ৩০০ পিপস্৷পিপস্ নির্ভর করে মার্কেটের প্রাইস মুভমেন্টের উপর৷আর কত পিপস্ নিতে পারবেন সেটা নির্ভর করে আপনার ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার উপর৷