-
আমার প্রথম কথা হল আমি ইন্ডিকেটর দেখে ট্রেড করি।তবে ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডাররা ইন্ডিকেটরের ব্যবহার ভালোভাে জেনে ট্রেড করে।যার ফলে তারা লস খেয় থাকে এবং বলে ফরেক্স মার্কেটে ইন্ডেকেটার ব্যবহার না করাই ভাল।অসল সত্য হল আমি যদি ইন্ডিকেটর এর ব্যবহার সঠিক ভাবে জানি তাহলে ফরেক্স মার্কেটে লস খাবো না।যার প্রমান আমি নিজেই।
-
রিয়েল ট্রেড শুরু করার আগে আমাদের উচিত ডেমোতে ট্রেড করে ফরেক্সের নিয়ম নীতি ও কলা কৌশল আয়ত্ত করা ।এজন্য ডেমোতে আমরা বিভিন্ন ইনডিকেটর ব্যবহার করে দেখব কোনটি আমাদের সাথে মানিয়ে যায় ।আবার সব সময় ইনডিকেটর ভাল ফল দেয় না।
-
আমি সাধারণত ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করি না । কেননা ইন্ডিকেটর মার্কেট শেষ হবার পর রেজাল্ট দেয় । আপনাকে আগাম কিছু বলতে পারবেনা । তবে মাধে মধ্যে ইন্ডিকেটর খুই ভালো ফলাফল দেয় যে আপনি কল্পানাও করতে পারবেন না । তবে আপনি যে ইন্ডিকেটর ই ব্যবহার করুন না কেনো ডেমোতে টেস্ট করে নিবেন ।
-
আমার মতে ঈন্ডিকেটর দেখে ট্রেড না করাই হবে সবচেয়ে ভালো ও সুন্দর সিদ্ধান্ত । কারণ ঈন্ডিকেটর এর মাধ্যমে আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ি । এতে করে নিজের দক্ষতা তৈরী করা হয়ে উঠে না । কেননা ফরেক্স মার্কেটে অামরা অনেক বেশি প্রতরাণা দেখতে পায় । যারা এই ঈন্ডিকেটরগুলো তৈরী করে তারা নিজেরাও অনেকটা ব্যবসায়িত ধান্ধা নিয়ে তৈরী করে এতে কোন লাভের সম্ভাবনা থাকে বলে আমার মনে হয় না । তাই নিজের স্ট্রটেজিকে গুরুত্ব দিন । এটই সবচেয়ে বিশ্বস্ত ।
-
ফরেক্র মারকেটে ইন্ডিকেটর দেখে ট্রেড করা উচিত কিন্তু ইন্ডিকেটর কি তার সম্পরকে যানতে হবে। যারা ইন্ডিকেটর ব্যবহার সম্পরকে ভাল ভাবে যানবে তারাই ফরেক্র মারকেটে সাফল্য অরজন করতে পারবেন যারা নতুন তাদেরকে বলতেছি।
-
আমি মনে করি কোন ট্রেডে নেয়ার আগে পুরোপুরিভাবে ইন্ডিকেটর নির্ভর হযে ট্রেড করাটা মোটেই উচিত নয় । ইন্ডিকেটর দিয়ে আপনি ট্রেড সম্বন্ধে কনফার্ম হতে পারেন । তবে পুরোপুরি ভাবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করটা কোন ভাবেই ভাল ফলাফল এনে দিবে না । ইন্ডিকেটর এর সাথে সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ইনডিকেটর একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ইনডিকেটর আমাদের পূর্ববর্তী মার্কেটের অবস্থা বলে দেয়। অর্থাৎ পূর্বে মার্কেট বুলস নাকি বেয়ার ট্রেন্ডে ছিল তা সরাসরি জানিয়ে দেয়। কিন্তু ইনডিকেটর আমাদের ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে কোন ইঙ্গিত প্রদান করে না। শুধুমাত্র ইনডিকেটর এর উপর ভরসা করে আমাদের ট্রেডিং করা উচিত নয়।
-
এখানে অনেক ধরনের ইনডিকেটর এবং ea ব্যাবহার করা যায়, আবার তাদের সেটিংস ও পরিবর্তন করা যায়, আবার নিজের মনের মত করে কিছু বানিয়ে নেয়া যায়।এই লেসনে, আমরা দেখবো যে মেটাট্রেডার ৪ কি ধরনের সহায়তা আমাদের করতে পারে। ট্রেডে এন্ট্রি আর এক্সিট করা তেমন কিছু না। আপনার জানা প্রয়োজন যে ট্রেডিং প্ল্যাটফর্ম এবং তার ট্যুলগুলো কিভাবে ব্যাবহার করতে হয়। আর এটাও জানা প্রয়োজন যে সেগুলো কিভাবে কাস্টমাইজ করা যায়।
-
কিছু ইন্ডিকেটর ভাল কাজে দেয়। কিন্তু সম্পূর্ণ ইন্ডিকেটর এর উপর নির্ভর করলে একেবারে বোকামি ছাড়া আর কিছুই হবে না। ইন্ডিকেটর শুধুমাত্র ধারনা দিবে যে কোন দিক মার্কেট যেতে পারে। কিন্তু মার্কেট যে সে দিকেই যাবে সেটা কখনো বাজি ধরে বলা যাবে না। ইন্ডিকেটর ত মানুষেরই বানানো।
-
আমি ইন্দেকেটর দেখে ট্রেড করি না । কারন , ইন্দেকেটর আমরা কাছে পছন্দ হয় না । কারেন এটি দেখে ট্রেড করলে সুদু এটির উপরে নজর থাকে । মার্কেট এর সঠিক প্যাতানের এর উপর নজর থাকে না । আমার মতে এটি ব্যবহার করার চেয়ে মার্কেট এর অ্যানালাইসিস সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেট টিকে থাকতে পারবেন অন্যথায় আপনাকে এ মার্কেট আউট হতে হবে ।