-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে ভিবিন্ন ভাবে এনালাইসিস করি। আমরা সাধারণত ফরেক্স মার্কেট এ তিন ধরনের এনালাইসিস করি।জেমন-টেকনিকেল এনালাইসিস, ফান্ডামেণ্টাল এনালাইসিস, সেন্টীমেটাল এনালাইসিস। আর ইনডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংশ। ইনডিকেটর হচ্ছে দিকনির্দেশন।ফরেক স মার্কেট এর প্রাইস কমবে না বারবে তা আমাদেরকে ইনডিকেটর জানিয়ে দেই। তাই আমরা ইনডিকেটর ব্যাবহার করি।
-
ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হল একধরনের নির্দেশক। আপনি যদি ফরেক্স মার্কেটের গতিবিধি না জানেন জানতে চান তাহলে ইন্ডিকেটরের মাধ্যমে সহজেই বুঝতে পারবেন।ইন্ডিকেটর র সাহায্য মার্কেটের ট্রেন্ড ও বুঝা যায়।ইন্ডিকেটরের মাধ্যমে আপনি জানতে পারবেন সামনের প্রাইসে মার্কেট বাড়বে কিনা।অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে।কিম্তু আমার মনে হয় ইন্ডিকেটরের উপর সবসময় নির্ভরশীল না হওয়া কারণ ইন্ডিকেটর সবসময় সঠিক ইনফরমেশন দিতে পারেনা।কারণ ফান্ডামেন্টাল এনালাইসিসের ভুলের কারণে ইন্ডিকেটর ভুল তথ্য দিতে পারে।তাই আমাদের উচিত নিজে এনালাইসিস করে ট্রেড করা।
-
ইন্ডিকেটর এর সহজ বাংলা দিক নির্দেশনা। ফরেক্স মার্কেট ট্রেড করার আগে টেকনিক্যাল এনালাইসস করতে হয়। টেকনিক্যাল এনালাসিস ছাড়া টেড করা খুবই ঝুকিপূর্ণ। আর এই টেকনিক্যাল এনালাসিস করার জন্য ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ইন্ডিকেটর হচ্ছে মার্কেটের ভাষা। এর সাহায্য আমরা মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানতে পারি। প্রাইসের অবস্থান হাই না লো তা সহজেই বোঝা যায় ইন্ডিকেটর এর সাহায্য। অধিকাংশ নতুন ট্রেডার ই ইন্ডিকেটর এর সাহায্য ট্রেড করে থাকে। আর অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারদের ট্রেডিং প্ল্যান তৈরি করতে ইন্ডিকেটর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বা সিগন্যাল দেখার জন্য অনেক প্রকার ইন্ডিকেটর আছে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর এই ইন্ডিকেটর ফরেক্স টার্মিনালে অনেক প্রকারের ইন্ডিকেটর দেখা জায় ফরেক্স মার্কেটে এই ইন্ডিকেটর দিয়ে কাজ করতে হয় আর এই ইন্ডিকেটর গুল আসলে কাজ করা হয় ফরেক্স মার্কেট বা ফরেক্স মার্কেটের প্রাইস মুভমেন্ট দেখার জন্য এই ইন্ডিকেটর গুল ব্যবহার করা হয় ।
-
ইন্ডিকেটর একধরণের নির্দেশক। যা আপনাকে প্রাইস বাড়ছে কি কমবে নির্দেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করবে।ইন্ডিকেটর নির্দিষ্ট কিছুফমুর্লা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টারে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে-Bollinger
Bands
moving
Average
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর একটি সাধারণ বিষয়। এর সাহায্যে আমরা খুব সহজে ফরেক্স মার্কেট এর উঠা নামা সম্পর্কে জানতে পারি। বিশেষ করে আমরা যখন নতুন কেঊ ট্রেড করি তখন এই ইন্ডিকেটর এর সাহায়্য বা দেখে ট্রেড করি।
-
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম হাতিয়ার হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর শব্দের অর্থ হলো নির্দেশক। অনেক ধরনের ইন্ডিকেটর আছে। এগুলোর একেকটির কাজ একেক রকম। কোনো টা প্রাইস একশন নির্দেশ করে, কোনোটা মার্কেটের গতিপ্রকৃতি নির্দেশ করে। কোনোটা ট্রেন্ডের শক্তি নির্দেশ করে।
-
ফরেক্সে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন। তাই নিজেও এনালাইসিসের মাধ্যমে ট্রেড পরিচালনা করুন।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হলো একটা নির্দেশক যা দিয়ে আপনি মারকেট এর মুভমেন্ট বুঝতে পারেন। অনেক সময় আমরা মার্কেট মুভমেন্ট বুঝতে পারি না। তখন আমরা ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারি। আর তাছারা এই ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেট ট্রেন্ড বুঝতে পারি।