-
আমার জানা মতে বাংলাদেশে ফরেক্স মার্কেট এখনও অবৈধ । সরকার কেন যে এই মার্কেটের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার মাথায় ধরে না । বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফরেক্স মার্কেট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি । তাই সরকারের উচিত এই বিশাল সম্ভাবনাময় ক্ষেত্রকে দ্রুত বৈধতা দেওয়া ।
-
জি ফরেক্স বৈধ, এবং অনেক আন্তর্জাতিক দেশ গুলোতেই ফরেক্স ব্রোকার এ রনেক বড় থেকে বড় অফিস রয়েছে, এখানে চিন্তার কিছুই নেই যে ইটা বৈধ নাকি অবৈধ, হা তবে আমি জানি না যে বাংলেশে ফরেক্স এর কোনো অফিস নিয়মের মাঝে রয়েছে কিনা ! মানি বাংলাদেশ সরকার এর অনুমোদিত কিনা বাংলাদেশের ফরেক্স ব্রোকার দের অফ্ফিক এগুলো এবং বেবসা গুলো.
-
আমি যতটুকু জানি ফরেক্স ট্রেডিং বৈধ ও না আবার অবৈধও না। মানে বাংলাাদেশ সরকারের এ সম্পর্কে পরিপূর্ণ রূপে কোন দিক নিদের্শনা নেই । বাংলাদেশ সরাকার এখন পযর্ন্ত কোন নীতিমালা তৈরি করেনি । তবে আমি মনে করি এ বিষেয়ে সরকারের আর আন্তরিক হওয়া প্রয়োজন । আসরে ফরেক্স এর ভাল একটি কমিনিউটি দরকার ।
-
বৈধ ফরেক্স
ফরেক্স মার্কেট এ ট্রেড করার বৈধ।কিন্তু আমদের দেশের আইন অনুযায়ী ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করে অবৈধ।আমাদের দেশে এখনো ফরেক্স মার্কেট কে বৈধ বলে ঘোষণা করা হয়নি।আর ফরেক্স মার্কেট কেন অবৈধ হবে।ফরেক্স মার্কেট এ সবাই স্বাধীন ভাবে ট্রেড করে আয় করতে পারে।হ্যাঁ একদিক দিয়ে হয়তো ফরেক্স মার্কেট হারাম হতে পারে।তবে আমরা যদি একাউন্ট ওপেন করার সময় সুদ মুক্ত একাউন্ট ওপেন করি তাহলে আমাদেরে জন্য তা আর হারামজ হবে না।তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট বৈধ।
-
আমাদের দেশে ফরেক্স মার্কেটের কোন ব্রোকার না থাকলেও ফরেক্স বৈধ কারন আমরা অনলাইনে ফরেক্স করে থাকি। যদি ফরেক্স অবৈধ হলে আমরা আমাদের দেশে থেকে অন্য দেশে একাউন্ট করতে পারতামনা,তাই আমরা আমাদের দেশে থেকে অন্য দেশের ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করে থাকি।
-
ব্যবসা যদি বৈধ হয় তবে অবশ্যই ফরেক্সও বৈধ। কারন ফরেক্স ব্যবসার বাইরে কিছু বলে আমি মনে করি না।হয়ত বাংলাদেশ সরকার অনুমোদিত না।তবে যেদিন আমাদের সরকার এর উপকারিতা বুঝবে আশা করি সেদিন হয়ত অনুমোদিত হবে। ইসলামিক বিষয়ে আমার বেশি ধারনা না থাকায় আমি সঠিক বলতে পারব না।
-
ফরেক্স প্রিথিবির যে কোনো দেশ থেকেই করা যায় এবং এটা সব দেশেই বইধ।।। কিন্তু বাংলাদেশ এ এখনো ফরেক্স বা বিদেশি কারেন্সি ব্যাবসা বইধতা পায়নি।।। তাই আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।।। তবে বাংলাদেশে ও এই বইধতা পাবে বলে আমি মনেকরি।।।।।
-
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আমাদের দেশের টাকা বাইরে নেওয়া যাবে না ।এটা বে আইনি ।তাই বাংলাদেশ সরকার কিছুই বলে নি এ ব্যাপারে ।আমরা আশা রাখব অদুর ভবিষ্যতে সরকার যেন বিভিন্ন পদক্ষেপ নেয় ফরেক্সের বিস্তার ঘটানোর জন্য ।এছাড়া ফরেক্স ব্যবসা একদিনে গড়ে উঠে নি ।এটি যুগের পর যুগ চলে আসছে ।তাই এটিকে বলা যায় একটি আন্তঃ জাতিক বৈধসম্পন্ন ব্যবসা ।
-
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বেবস্যা,প্রিথিবির অনেক লোক ফরেক্স এর সাথে জড়িত ,ফরেক্স অনেক বেকার সমস্যা এর সমাধান করসে, তাই বলতে পারি ফরেক্স হল বৈধ।
-
ফরেক্স সাড়া প্রিথিবী ব্যাপি সিক্রিত।। এটা বহুল পরিচিত ও জনপ্রিয়।। তবে বাংলাদেশে এখনো ফরেক্স বইধতা পায় নি।। ফরেক্সে থেকে লাভ ক্রিত টাকা ও আমরা উত্তোলন করতে অনেক ভুগান্তির সিকার হই।।