-
আমরা যখন যথাযথ এনালাইসিস ছাড়া ট্রেড করি তখনই লস করি । তাছাড়া লস করার আরও অনেক কারন আছে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করি তাহলে সব চেয়ে বেশি লস করার সম্ভাবনা থাকে । আমরা যখন কয়েকটি ট্রেড এ লাভ করি তখন দেখা যায় যে আমাদের মধ্যে একটা অভারজেকন কাজে আসলে লস করলে ভাল লাগে না মন খারাপ হয়ে জায় এটা একটি সত্য কথা কিন্তু লস করলে যদি আপনি মন
-
হে ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত ফরেক্স মার্কেট এ লস হতেই পারে কিন্তু এর জন্য হতাশ না হয়ে আপনার লস হওয়ার কারন খুজে বের করুন এবং তা থেকে উত্তরন হওয়ার উপায় খুজে বের করুন। একটি কথা আমাদের সবার মনে রাখা উচিত ফরেক্স মার্কেট এ আপনি যত লস করবেন তত অভিজ্ঞতা অর্জনচিন্তা করলে হবে না। আর শুধু অান্দাজে ট্রেড করে দুই একবার প্রফিট করা যায়। কিন্তু দীর্ঘদিন মার্কেট থেকে টিকে থাকতে হলে আমাদে সঠিকভাবে ট্রেড করতে হবে।
-
আমরা যখোন লস করি তখোন আমাদের বসে থাকা ঠিক নয় আমাদের মাথা ঠান্ডা রেখে লসের কারন খুজে বের করে তার পর পুনঃরায় ট্রেড করা তাহলে আপনি লসকে এড়িয়ে লাভ করতে সফোল হবেন। কখনো ইমশোনাল হয়ে ট্রেড করবেন না ইমশোনাল ট্রেড করলে আপন সফলতা পাবেন না।
-
অনেক সময় দেখা যায় আমরা লস করার পর টা সহজে মেনে নিতে পারি না, এবং এই লস কাভার করার জন্য আমরা আরও বেশি করে ত্রেদ করে থাকি জাকে বলা হয়ে থাকে রিভেঞ্জ ত্রেদ, আপনি যদি এই বেবসাহ্য টিকে থাকতে চান তাহলে আপনাকে এই রিভেঞ্জ ত্রেদ করা থেকে বিরত থাকতে হবে।
-
ফরেক্স একটি ব্যবসা তাই এখানে লাভ থাকার পাশাপাশি লসও হবে এটা স্বাভাবিক। কিন্তু লস হলে মন খারাপ করলে চলবে না। একজন দক্ষ ট্রেডার লস হলে কখনো ভেঙে পড়েন না। বরং লস থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ট্রেডিংয়ে আরো সর্তকতা অবলম্বন করেন। কিন্তু আপনি যদি লস থেকে শিক্ষা গ্রহণ করতে না পারেন তাহলে আপনার লস করা বৃথা এবং এর খেসারত স্বরূপ প্রতিনিয়ত করতে করতে একদিন আপনাকে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হবে। লস করা তখনই ভালো যদি আপনি লস থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।
-
ফরেক্স এ যখন লস হয় তখন মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়া টাই বুদ্ধিমানের কাজ। মার্কেট প্রতিনিয়ত সুযোগ দিয়ে যায়। আপনি ধৈর্য ধরে থাকলে প্রফিট আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। লসের ট্রেড কে কখনো ঝুলিয়ে রাখার চেস্টা করবেন না। এতে পরবর্তিতে ভাল সুযোগ পেলে সেটা কাজে লাগানো যায়। আর লসের ট্রেড রেখে দিলে সে চিন্তাই আর অন্য ট্রেড করাই হয় না। এটাই স্বাভাবিক।
-
আমরা যখন লস করি আমরা তখন অবশ্যয় কিছুটা আপসেট হই কারন এটাই স্বাভাবিক তবে আমি লস করার পরে এর কারন টা অনুসন্ধান করি যে কি কারনে এমন হল। ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিং এ আমরা যখন যথাযথ এনালাইসিস না করে ট্রেড করি তখনই আমাদের লস হয় । এছাড়াও লস করার আরও অনেক কারন আছে যেমনঃ আমরা যদি মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করি তাহলে সব চেয়ে বেশি লস করার সম্ভাবনা থাকে ।তাই আমাদের উচিৎ ঘটে যাওয়া লস এর হিস্টোরি খুজে বের করে তা সংশোধন করা যেন একই ভুল বার বার যেন না হয় এজন্যই আমাদের সকলের উচিত লস করলেও ধৈর্য না হারিয়ে সঠিকভাবে এনালাইসিস করে সঠিক ট্রেডিং করা ।
-
লাভ ও লস এই দুই নিয়েই হল ব্যবসা । ফরেক্স ব্যবসাতেও লাভ ও লস দুটোই আছে। আপনি যদি লস করে ভেঙ্গে পরেন তাহলে হবেনা।আমার মতে কেউ যদি একজন ভাল এবং সব ধরনের এনালাইসিস করে ট্রেড ওপেন করে থাকে তাহলে সে অবশ্যই প্রফিট করতে পারবে। ফরেক্স ব্যবসাই লস হলে আবার চেষ্টা করতে হবে লাভ করার জন্য। ধৈর্যই ফরেক্স ব্যবসায় সফলতার অন্যতম প্রধান গুন ।
-
একটি বিজিনেস করতে হলে আপনাকে লাভ এবং লস এর সন্মূখীন হতে হবে,আপনি একটানা লাভ করতে পারবেন না,তাই লস হবে,আপনি যদি লস করে থাকেন তাহলে লস নিয়ে বসে থাকলে হবে না,আপনি কি কারনে আপনার এন্ট্রি তে লস করেছেন সেটি বের করতে হবে যাতে সামনে আর এমন ভুল না হয়।