-
ট্রেডিং শৃঙ্খলা ও ট্রেডিং কৌশলের সমন্বয় আমাদেরকে ফরেক্সে সফল ফরেক্স ব্যবসায়ী হিসাবে গড়ে তুলবে, কারণ সফল কখনও ট্রেডিং কৌশলের মাধ্যমেই পূরণ হয় না আমাদের শৃঙ্খলারও একই মান রয়েছে de এটি ডেমো দিয়ে আমাদের শেখা শুরু করা ভাল, তবে আমি চাই ব্যবসায়ীদের গুরুত্ব সহকারে এবং গভীরভাবে শেখার পরামর্শ দিন অন্যথায় তারা ভবিষ্যতের ভবিষ্যতকে উজ্জ্বল করতে পারে না। আমরা যদি ব্যবসায়ের আগে অর্থ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করি তবে আমরা বাণিজ্যের মাধ্যমে সর্বাধিক লাভ অর্জন করতে পারি এবং ভাল আয়ের জন্য ধৈর্যশীল ব্যবসায়ীটির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রফিট করার মূল হাতিয়ার হচ্ছে ক্যান্ডলস্টীক প্যাটার্ন। কারন মার্কেট সম্পর্কে বুঝতে হলে আমাদের ক্যান্ডল বুঝতে হবে। আর মার্কেট এর গতিবিধি আমরা এই ক্যান্ডল দেখে নির্ধারন করতে পারি। আমি বেশির ভাগ সময় ক্যান্ডল দেখে বাই এবং সেল করে থাকি।
-
কেন্ডেল নির্ভর করে ব্রকারের সারভারের উপর যে করনে নতুন ট্রেডার দের মাঝে অনেকেই এ নিয়ে সমস্যায় পরে , আমার মনে হয় ডে ১ টাইম ফ্রেমে ট্রেড করলে সার্ভার এবং কেন্ডেল নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথা না / আমি মুলত ডে ১ টাইম ফ্রেম এ ট্রেড করার চেষ্টা করি , আপনারা এ বিষয় নিয়ে জানতে হলে গুগল মামার সাহায্য নিতে পারেন নতুবা যে কোন ব্রকার এর লাইভ চ্যাঁট এ প্রশ্ন করে দেখতে পারেন
-
কেন্ডেল স্টীক সৃষ্টি হয় মুদ্রার প্রাইস উঠানামার কারণে, আপনি যখনি দেখবেন বাজারে কেন্ডেল প্যাটার্ন সৃষ্টি হয়েছে, তখনি বুঝবেন একটি নির্দিষ্ট ট্রেন্ড লাইন নির্দেশনা করার জন্য দেখাচ্ছে। আপনার ট্রেড চলাকালীন এই বিষয়ে খেয়াল করতে হবে।
-
আসলে বিষটি অনেক গুরুত্তপূর্ন। আপনি যদি ক্যনাডলস্টিক দিয়ে ট্রেড করে তাহলে নানা রকম সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনাকে সাপোর্ট এবং রেজিট্যান্স এর দিকে খেয়াল রাখা উচত। আর তাছারা একেক ব্রোকার এর টাইম একেক রকম। সেই জন্য ক্যন্ডল ও এক রকম নাও হতে পারে।
-
আপনি কিছুটা ঠিকই বলেছেন।তবে তারপরও ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সব ব্রোকারেই প্রাইসের ঁ্যালু দেখবেন একই রয়েছে।আবার আপনি যে সমস্যার কথা বলছেন সেটা বড় সমসমস্যা না। কেননা ভালো ট্রেডাররা শুধু h4 বা আরও ছোট ক্যান্ডেল দেখে ট্রেড কররেননা।বরং তারা ডেইলি বা সপ্তাহিক বা মাসিক ক্যান্ডেল বুঝে এন্প্রি নিয়ে থাকে।
-
কেন্ডেল ষ্টিক পেট্রান দেখে ট্রেড করলে সাময়িক ভাবে ফরেক্স ট্রেডে লাভ করতে পারলেও লং ট্রেডে তেমন কাজ করে না। যারা স্কাল্পিং করে তারা কেন্ডেল ষ্টীক দেখে ফরেক্স ট্রেড করে এতে তারা ভালো ট্রেড করে এবং ভালো প্রফিতও করতে পারে। যারা লং ট্রেড করে তারা কেন্ডেল ষ্টীক ফলো না করে ফরেক্স ট্রেড করারাই ভালো। অনেকে কেন্ডেল ষ্টিক ফলো করে তেমন ফল পায় না।
-
কেন্ডেল স্টীক সৃষ্টি হয় মুদ্রার প্রাইস উঠানামার কারণে, আপনি যখনি দেখবেন বাজারে কেন্ডেল প্যাটার্ন সৃষ্টি হয়েছে, তখনি বুঝবেন একটি নির্দিষ্ট ট্রেন্ড লাইন নির্দেশনা করার জন্য এটি দেখাচ্ছে। আপনার ট্রেড চলাকালীন এই বিষয়ে খেয়াল করতে হবে।
-
অবশ্যই এখান থেকে ভালেো আয় করা কোন অসম্ভব ব্যাপার নয় । ফরেক্স আমাদের দেশের জন্য ক্ষতিকর নয় বরং আমাদের দেশের জন্য একটি বেকার সমাধান ও আয় করার একটি পথ। এই ফরেক্স দ্বারা আমাদের দেশে অনেক বেকার মুক্ত হচ্ছে। তাই আমার মতে এই ফরেক্স মার্কেট আমাদের দেশের জন্য কোন ক্ষতিকর নয়। ট্রেডার হিসেবে আমি মনে করি ফরেক্স আমাদের দেশের জন্য মোটেও ক্ষতিকর নয়। বরং ফরেক্স ব্যবসা আমাদের দেশে একটি
-
শুধু ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করা ঠিক নয় আপনি ক্যান্ডেল স্টিক এনালাইসিস করে শর্ট টাইম ট্রেড করে কিছু পিপ আয় করতে পারেন তাই আমাদের ভালো মুনাফা আয় করতে হলে সকল এনালাইসিস করে ট্রেডিং করতে হবে অনেকে ইনডিকেটর ববহার করে অনেক ভালো ফলাফল পেয়ে থাকেন কিন্তু ঠিক একইভাবে অনেকে অনেক লস ও করেন তার মানি আপনি কোন ভাবে কি ফল করে কিভাবে ট্রেডিং এ সাচন্দ বোধ করেন সেই নিয়ম ফল করাই সবচেয়ে ভালো ।