-
ফরেক্স মাকের্ট দিনের ২৪ঘন্টা সপ্তাহের ৫দিন খোলা থাকে।আপনার যখন মন চায় তখনই ট্রেড করতে পারেন।কারণ অলটাইম মাকের্ট মুভ করছে।তাই যেকোনো সময় আপনি ট্রেড ওপেন করতে পারেন।তবে তার জন্য আগে ভালো করে মাকের্ট এনালাইসিস করা বিষণ দরকার তার সাথে আপডেট নিউজও দেখা। তারপর আপনি ট্রেড ওপেন করতে পারেন।
-
হারা হ'ল সাফল্যের মূল চাবিকাঠি তাই বড় ক্ষতির মুখোমুখি হওয়ার পরে আমাদের কখনই আশা হারাতে হবে না এবং কখনই চাপ ও উদ্বেগ বোধ করা উচিত নয় কারণ এটি প্রতিটি ব্যবসায়ের অংশ এবং সাফল্য ব্যর্থতার পরে আসে তাই চিন্তা করবেন না যতক্ষণ না আপনি সফল হওয়া পর্যন্ত বার বার চেষ্টা করা উচিত এবং অবিচ্ছিন্ন সংগ্রামের দিকে মনোনিবেশ হারাতে কখনই ভয় পাবেন না কারণ মহত্ত্ব নিরন্তর সংগ্রাম এবং অদম্য ইচ্ছায় নিহিত তাই আমাদের সর্বদা এতে মনোনিবেশ করা উচিত।
-
ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিন রাত দিন ২৪ ঘন্টা ট্রেড করা যায়। তবে আমার মতে সবচেয়ে ভালো সময় হলো দিনের বেলায়। দিনের বেলায় মার্কেট অনেক মুভমেন্ট করে এই জন্য দিনের বেলা ট্রেড করা ভালো। রাতের বেলায় মার্কেট মুভমেন্ট কম করে এজন্য রাতে লসের সংখ্যা বেশি থাকে। তাই দিনের বেলায় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করলে লাভবান হওয়া যেতে পারে।,,,,ধন্যবাদ।
-
যখন ফরেক্স মার্কেট খোলা থাকে তখন ইিআপনি ট্রেড করতে পারেন। কিস্তু সারাদিন বসে ট্রেড না করে কিছু নিদিষ্ট সময় ট্রেড করলে লাভ বেশী করা যায়। সময় সুযোগ বুজে একটা ট্রেড করতে পারলে সারাদিন অথবা সপতাহের লাভ এক ট্রেড ই করা যায় । বাংলাদেশের সময় সকাল ৬-৮ পর্যন্ত অসটেলিয়ার ও জাপানের মার্কেট খুব ভালো নড়ে। দুপুর ১-৪ পর্যন্ত ইউরো,জিপিবি মার্কেট খুব নড়ে। সন্ধা ৬ থেকে রাত ১০ টা পযন্ত সব মাকেট ই ভালো করে নড়াচড়া করে। অএব আমার মতে সন্ধা ৬ থেকে রাত ১০ পর্যন্ত এই সময় ট্রেড করলেই সবচেয়ে ভাল সময়।
-
আমার মতে মার্কেট যখন বেশি মুভ করে তখনই ট্রেড করার জন্য উপযুক্ত সময় আর এই সময়টা মুলত নিউজ আওয়ার এবং লন্ডন ও আমেরিকার সময় মানে দুপুর ২টা হতে রাত ১০টা পর্ষন্ত।
-
আমার মতে বাংলাদেশের ট্রেডারদের জন্যে সবথেকে উপযুক্ত সময় হল বিকালের পর থেকে রাত ১১ টা পর্যন্ত । তবে অনেকেই আছেন যারা অনেক রাতে ট্রেড করেন । কেননা তারা মার্কেট যখন নীরব থাকে তখন বড় বড় লটে স্ক্যালপিং করে থাকেন । কেননা ঐ সময় মার্কেরে তেমন মুভমেন্ট থাকেনা ।
-
ফরেক্স যেহেতু ২৪ ঘণ্টা ওপেন থাকে তাই যে কোন সময় ট্রেড করতে পারবেন। শুধু শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে। কিছু নির্দিষ্ট সময় আছে যেসময় আপনার লস হওয়ার সম্ভবনা কম সেই সময় ট্রেডিং করাই ভালো। মূল্যের উঠানামা দেখে ট্রেড করার উপযুক্ত সময় বুঝে নিতে হবে।কিছু নির্দিষ্ট সময় ট্রেড করলে লাভ বেশী করা যায়।
-
ফরেক্স ট্রেডের উপযক্ত সমায় বলে কিছু নাই যখন ফরেক্স মার্কেট নিজের আনুকুলে থাকে সেই সমায় ট্রেডিং এর উপযুক্ত সমায়। অনেকেই বলে যে রাতের চেয়ে দিনে ট্রেড করা ভালো তবে আমি মনে করি যারা রাতে জাগতে পারে এবং রাতে ফরেক্স এ সমায় দিতে পারবে তারা রাতেও ফরেক্স ভালো করতে পারবে। তবে রাতে ফরেক্স না করাই ভালো কারন রাতে ঘুমানোর সমায়। আর ঘুম নষ্ট করে ফরেক্স ট্রেড করার কি দরকার দিনে অনেক সমায় আসে সারাদিন ধরে ফরেক্স করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট লাভের বিশেষ কোন সময় কারর পক্ষেই নিদিষ্ট করে বলা সম্ভাব না কারন মার্কেট ট্রেন্ড কারন মনের উপর নির্ভর করে হয় না এটি অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনের ফলেই পরিবর্তিত হয়ে থাকে।আমি মনে করি ভাল প্রফিটের জন্য ফরেক্সে সেই সময়গুলোই ট্রেড করার জন্য উপযুক্ত যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি উঠা নামা করবে।
-
আমি মনে করি আপনি যে অর্থের উপর ট্রেড করবেন সেই অর্থের মান যখন বেশি হবে এবং লস বা ক্ষতির তুলনায় লাভের পরিমাণ বেশি হবে তখন ট্রেড করা বুদ্ধিমানের কাজ হবে। মূল্যের উঠানামা দেখে ট্রেড করার উপযুক্ত সময় বুঝে নিতে হবে।