-
সচরাচর ফরেক্স মার্কেটের পরিবর্তন অনেকটা পূর্বের মার্কেটের পরিবর্তনের সাথে অনেকটা সাদৃশ্য রেখে হয়ে থাকে। আর এভাবে মার্কেটের অতীত অবস্থা বিশ্লেষন করে ভবিষ্যতে মার্কেটের অবস্থা কেমন হবে তার ধারনা তৈরী করাকে টেকনিকাল অ্যানালাইসিস বলে।সচরাচর টেকনিকাল অ্যানালাইসিস প্রত্যেক ট্রেডার ব্যক্তিগতভাবেই করে থাকে।
-
ফরেক্স ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বের কথা বলার অপেক্ষা রাখে না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে মার্কেট মুভমেন্ট অনুমান করা যায়। অতীত মার্কেট মুভমেন্টের ডাটা বা ক্যান্ডেরের হিসাব সমূহকে একত্রিত করে বিচার বিশ্লেষনের মাধ্যমে যে অ্যানালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। অর্থাৎ আপনি যদি ফরেক্স মার্কেট নিয়ে টেকনিক্যাল এ্যানালাইসিসগুলে সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন তাহলে হয়তো আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে গড়ে উঠতে পারবেন না। এমনকি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে খুব একটা ভাল ধারণাও অর্জন সম্ভব নয়। তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে ধারণা থাকা দরকার। টেকনিক্যাল এানালাইসিসটা হচ্ছে অতীতে মার্কেটের মুভমেন্ট এবং বর্তমানে মার্কেটের মুভমেন্ট এছাড়াও ভবিষ্যতে মার্কেটের অবস্থান কিরূপ হতে পারে সে সম্পর্কে ধারণা অর্জন করা।অতএব আমার মতে প্রত্যেক ট্রেডারের জন্য টেকনিক্যাল এনালাইসিসটা জানা থাকা খুবই দরকার।
-
আমরা জানি আমি মনে করি প্রত্যেকটি ট্রেডারের সব ধরনের চার্ট এনালাইসিস করার মাধ্যমে ট্রেড করারকে টেকনিক্যাল এনালাইসিস বলে। আর এই ধরনের এনালাইসিস করা ফরেক্স মার্কেটের জন্য খুব জরুরি। টেকনিক্যাল এনালাইসিস ফরেক্স মার্কেটে শতকরা ৭০% ট্রেডার ব্যবহার করে থাকে আমার জানা মতে। তার মধ্যে প্রাইজ এ্যাকশন এর প্যাটান টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্য আওতাভুক্ত্। আর টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করাটা খুবই গুরুত্বসহকারে দেখতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্বের কথা বলার অপেক্ষা রাখে না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে মার্কেট মুভমেন্ট অনুমান করা যায়। অতীত মার্কেট মুভমেন্টের ডাটা বা ক্যান্ডেরের হিসাব সমূহকে একত্রিত করে বিচার বিশ্লেষনের মাধ্যমে যে অ্যানালাইসিস করা হয় তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে।
-
আমরা বেশিরভাগ সময়ই যে বিষয়টা ফলো করে ট্রেড করি তা হলো টেকনিক্যাল এনালাইসিস।কারন এটা আমাদের কাছে অনেক সহজ বলে মনে হয় এবং কিছু ইন্ডিকেটরের সাহায্যেই আমরা খুব সহজে এই এনালাইসিস করতে পারি।তবে সবসময় টেকনিক্যাল এনালাইসিস কাজ করবে এমন নয় এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নজরে রাখতে হবে।
-
ফরেক্স মার্কেট যেহেতু সর্বদা পরিবর্তনশীল একটা আন্তর্জাতিক মুদ্রা বাজার তাই এই মার্কেটে কোন ট্রেডারের পক্ষে সবথেকে কঠিন কাজ নিজেকে টিকিয়ে রাখা আর এটার জন্য একজন ট্রেডারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বুঝতে হবে যার মধ্যে একটি হলো টেকনিক্যাল এনালাইসিস। এটা মূলত হিস্টোরি রিপিটিং এর মাধ্যমে করা হয়ে থাকে। অভিজ্ঞ ট্রেডাররা ফরেক্স মার্কেটের বিভিন্ন গাণিতিক সমীক্ষা বিশ্লেষণ আর কিছু ইন্ডিকেটর যেমন: বোলিঙ্গার ব্যান্ড, ফিবোনেসি, মুভিং এভারেজ, পিভট পয়েন্ট ইত্যাদি ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস বা প্রযুক্তিগত বিশ্লেষণ করে ট্রেড করে থাকেন। এই প্রক্রিয়ায় চার্টের মাধ্যমে পূর্বের প্যাটার্ন অনুযায়ী কারেন্সি'র প্রাইস ভ্যালু উঠা-নামার ধারণা করা হয় এবং সুক্ষ্মভাবে মার্কেট বিশ্লেষণ করা যায়। আশা করি, আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন।
-
টেকনিক্যাল এ্যানালাইসিসটা হলো অতীতের মার্কেট এ্যানালাইসিস করে ভবিষ্যতের মুভমেন্ট নির্ধারণ করা। এটা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ্যানালাইসিস। যেমন কথায় আছে - সবকিছুই তার মূলে ফিরে আসে । বিভিন্ন চার্ট , ট্রেডিং টুল, মার্কেট তথ্যের উপর ভিত্তি করে পরবর্তির সিদ্ধান্ত নেয়া হয়। এই পদ্ধতিকে অনেকে ট্রেড উইথ হিস্টোরিকেল ডাটা ও বলে থাকে।
-
”ইতিহাস অনিবার্যভাবে বারবার ফিরে আসে” । অতীতের মার্কেট এ্যানালাইসিস করে ভবিষ্যতে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে এ্যান্ট্রি দেয়া হয় -মূলত: এটাকে টেকনিক্যাল এ্যানালাইসিস বলা হয়। বেশীর ভাগ ট্রেডাররা টেকনিক্যাল এ্যানালাইসিস করে ট্রেড করে। তবে ফান্ডামেন্টাল এব সেন্টিমেন্টাল এ্যানালাইসিস বাদ দিয়ে শুধুমাত্র টেকনিক্যাল এ্যানালাইসিস দিয়ে সফল হওয়া কঠিন।
-
এই মার্কেটে ট্রেডারা এক এক জন এক এক পদ্ধতিতে ট্রেড করে থাকে এর মধ্যে টেকনিক্যাল এনালাইস একটি পদ্ধতি। এটি মার্কেটের অতিত বুঝতে ও বর্তমান এবং ভবিষ্যত অনুমানে সহায়তা করে। এই পদ্ধতিটি মার্কেট এনালাইজিং এর অতিব কার্যকর একটি পদ্ধতি।যার মাধ্যমে ভাল ফলাফল পওয়া যায়।