- 
	
	
	
	
		আমাদের কিছু ভুল এর কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস করি।ফরেক্স মার্কেট এ সাধারণত আমরা আমাদের নিজের কিছু ভুল এর কারনে লস।করি ।যেমন-আমরা যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন আমরা ফরেক্স মার্কেট কে এনালাইসিস করিনা। ফরেক্স মার্কেট এ আমরা যখন ট্রেড করি তখন আমরা ট্রেড করে বেসি লোভ করি। আমরা না যেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করি। তাই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করি এবং লস করে ছিটকে পরি।
	 
 
- 
	
	
	
	
		মানুস ফরেক্স এ লস করার অনেক কারন আসে জা খকনো চিন্তা করা যাই না।যেমন বেশি  লাভ করতে গেলে বা কিছু না বুজে ট্রেড করলে।এক্টা কথা সব সময় মনে রাখতে হবে কোন একটা জিনিস করতে গেলে বুজতে হবে ,জানতে হবে তারপর ভাল করে কাজ করলে ভাল ফল আসবে,এটাই সত্যি।
	 
 
- 
	
	
	
	
		আমার মতে কখনো ফরেক্স এ লস করতে নেই।কারন একানে কোন পুহি দরকার হয় না।বিনা পুজিতে কাজ করে লাভ করতে পারেন।শুদু একটু সময় দরকার যেগুলো দিয়ে আপনি আয় করবেন সেগুলো  সুংগ্রহ করতে।তাহলে আপনার লস থাকবেনা।
	 
 
- 
	
	
	
	
		প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারণ যেহেতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে জারা লস করে তারা অনেক কারনে লস করে কারন ফরেক্স সম্পরকে অনেক অভিজ্ঞতা অরজন করা লাগে ফরেক্স করতে গেলে তাই জারা ভাল কোন অভিজ্ঞতা ছাড়া ফরেক্সকরে তারা লস করে ফরেক্স ট্রেড করার সময় ভুল ট্রেড করে তারা লস করে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে অনেক কারনে লস হতে পারে ফরেক্স ট্রেড করতে গেলে ফরেক্স সম্পর্কে ভালো কোন অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ট্রেড শুরু করা ফরেক্স ট্রেডিং প্লান ভালো না থাকার কারনে লস হতে পারে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না থাকার কারনে লস হতে পারে ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে লসের কারন ফরেক্স সম্পর্কে ভালো করে না শেখার কারন ফরেক্স সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স করতে আশা আর ফরেক্স মার্কেটের নিওম কানন ভালো করে না জেনে ফরেক্স করতে আসা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় এমালাইসিস ছাড়া ফরেক্স 
ট্রেড করা ।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে লসের মূল কারন হচ্ছে অতিরিক্ত লাভের আশায় বড় বড় ট্রেড করা । নিজের ট্রেডিং প্লান না থাকা । অন্যের উপর নির্ভশীল হয়ে ট্রেড করা ইত্যাদি । ফরেক্স ট্রেডিং করার জন্য অনেক বেশি ডিসিপ্লিন্ড হতে হয় ।
	 
 
- 
	
	
	
	
		আমাদের ফরেক্সে লসের প্রধান কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে না চলা,রিভেঞ্জ ট্রেড ওপেন করা,একদিনে একাধিক ট্রেড ওপেন করা,বেশি বেশি লোভ করা ইত্যাদি।আরেকটা প্রধান কারন হচ্ছে না বুঝে ভুল সময়ে এন্ট্রি নেয়া।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্সে বিভিন্ন কারনে লস হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কারন সমূহ হল অতিরিক্ত লাভের বা প্রফিটের লোভ,ওভার কনফিডেন্স,ট্রেডিংয়ে অদক্ষতা,মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করা,আবেগের বসে ট্রেড করা ইত্যাদি কারন সমূহের কারনেই মূলত লস হয়ে থাকে।