-
মার্কেট এ লস হতে পারে। লস হওইয়া টা মূলত দক্ষ ট্রেডারের পথে আরো একধাপ নিয়ে যাওয়া। কারন যে ভুল এর কারনে আপনার লস হল, সেই ভুল টা নিশ্চয় আপনি দ্বিতীয়বার করবেন না। তাই ফরেক্স এর ভুল গুলোকে পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। তাই ভুল থেকে শুধরে নিয়ে সামনে এগোতে হবে।
-
ফরেক্সে যে লস দেখেও কোনো ইমোশনে আবেগে খারাপ কিছু না করে সে ফরেক্সে ভালোভাবে টিকে থাকতে পারে। তবে সবাই নিজেকে লস করার পর কন্টোল করতে পারেনা । সত্যি কথা বলতে আমিও নিজেকে খুবব ভালোভাবে কন্ট্রোল করতে পারিনা। যে কারনে প্রায়ই আমার ব্যালেন্স নষ্ট হয়ে যায় লসের কবলে।
-
আমি জানি লস হলে মাথা ঠিক রেখে পরবরতী সুযোগের জন্ন অপেখখা করতে হবে । কিন্ত যখন লস হয় তখন ঠিক রাখতে পারিনা নিজেকে । লস পুরনের জন্ন বেশি করে ট্রেড দিয়ে আরো লস করে বসি । কিভাবে এর থেকে বাচবো ।
-
আমি মনে করি যখন লস হবে তখন ট্রেড বন্ধ রাখা
কারন লস সময় যখন যায় তখন ট্রেড দিয়ে বিরতি থাকাই ভাল
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমাদের লস হবে তাই আমাদের লস থেকে বাচার জন্য ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে ফরেক্স মার্কেটে যে সময় আমি প্রথম লস করেছি সেই সময় আমার অনেক খারাপ লেগেছিল,কিন্তু যদি প্রফিট করতে পারি তাহলে আমার অনেক ভাল লাগে।
-
প্রতিটি ব্যবসাতেই লাভ লস থাকে, ফোরেক্স ব্যবসাও এর উর্ধে নয়। আপনি যদি ব্যবসায়ীক মন মানষিকতা নিয়ে ব্যবসা করতে নামেন তাহলে ফোরেক্স আপনার জন্য আসলেই একটি ভালো স্থান যেখান থেকে আপনি ভালো উপার্জন করতে পারবেন। লস করার পর মাথা গরম না করে লনের কারন ও করনীয় বের করুন। এটাই আপনাকে লক্ষে পেীছে দেবে।
-
যাই হোক সেটা মেনে নিয়ে নতুনভাবে উপযুক্ত ট্রেড করতে হবে এটাই স্বাভাবিকভাবে মেনে নিতে হবে।কারন যেকোন ব্যবসাতেই লাভ এবং লস রয়েছে। ব্যবসায় যখন লাভ হয় তখন খুব ভাল লাগে, আর যখন লস হয় তখন খুব খারাপ লাগে। আর এটাই স্বাভাবিক। অন্যান্য ব্যবসার মতো ফরেক্সও একটি ব্যবসা তাই এখানেও লস হতে পারে, এই ভেবে নিজেকে গুছিয়ে নিয়ে আবার ট্রেড করাটাই শ্রেয়।
-
ফরেক্স হল একটি ব্যবসা আর ব্যবসার মধ্যে লাভ লস এই দুই থাকে আর ফরেক্স থেকে কখন লাভ অথবা লস এই দুই নিয়ে ফরেকাস ট্রেডাররা ট্রেড করে। তাই আমি বলব লাভ লস এর চিন্তা না করে ভাল ভাবে ট্রেড করা শিখুন তবে আস্তে আস্তে লসের পরিমান কমে যাবে এবং ভয়কে জয় করতে শিখুন তবে লসকে শিকার করে লাভের পরিমান বেশি থাকবে । এভাবে র্মাকেটে বিরুীপ পরিস্থিত লসকে শিকার করে মন কে স্থির রাখতে পারবেন।
-
লস করলে কারই ভাল লাগে না। লস করলে অনেকটা খারাপ লাগে। আমি যখন লস করি তখন আমি আমার নিজেকে কট্টোল করে নিজেকে অনেকটা র্ধেয্য ধরে রাখি । তারপর যেখান থেকে বা যেভাবে লস হয়েছে তা বোঝার চেষ্ঠা করি। তারপর তা থেকে সমাধান পেয়ে আবার ট্টেড করা শুরু করি।
-
আমার মনে হয় লসের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় কিন্তু আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পেরেছেন, এটা খুব ভাল কথা। সবার উচিত লসকে মেনে নিয়ে শান্ত ভাবে ট্রেড করা। ফরেক্সে লস খুব স্বাভাবিক। তাই এই সময় নিজের মাথা ঠিক রেখে নতুন ভাবে ফরেক্স এ ট্রেড করা দরকার।