-
আমি এই ফরেক্স মার্কেট থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার লাভের অংশ উত্তলন করিনি বলে আমি জানিনা যে বোনাস অর্থ দিয়ে ট্রেড ওপেন প্রফিট অর্থ উইথড্র দিলে একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে । তবে যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু নিজস্ব অর্থ ডিপোজিট করে ট্রেড করা উচিত । এক্ষেত্রে আমি অভিজ্ঞদের পরামর্শ আশা করছি,,,,, ধন্যবাদ ।
-
আমি তো ফরেক্স এর এই ফোরাম এর বোনাস দিয়ে রিয়াল ট্রেড করতে যাচ্ছি কিন্তু আমি তো আখন বেশ ভয় পাচ্ছি । আমার যদি এমন হয় । আমি যদি আমার প্রফিট উইথড্র করতে না পারি তাহলে তো সব শ্রম এ পন্ড শরম হবে । আমি এক্ষেত্রে কি করতে পারি ।
-
আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ফরেক্স ফোরামের পোস্ট করে অর্জিত বোনাস দিয়ে এমন অনেকেই রয়েছে যারা ট্রেড করে থাকেন। এমনকি আমি নিজেও বোনাসের অ্যামাউন্ট দিয়ে ট্রেড করে থাকি। আপনি হয়তো বা ফরেক্স ফোরামের নিয়মবহির্ভূত কোন কাজ করেছেন যার কারণে আপনার একাউন্টটি ব্লক হয়েছে। সহজে তদন্ত ফরেক্স ফোরাম কর্তৃপক্ষ কোনো অ্যাকাউন্ট ব্লক করে না। তাই আমাদের প্রত্যেকেরই ফরেক্স ফোরামের রুলস রেগুলেশন গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা উচিত। তাহলে আমাদের একাউন্ট সুরক্ষিত থাকবে।
-
হ্যা আমারও এমন ভাবে ডিজএবল করেছে আমিও ইনস্টার সাপোর্ট লাইনে যোগাযোগ করে তারা বলেছে আপনি ডিপোজিট হিসাবে অনলি ফোরামের বোনাস ব্যবহার করেছেন তাই ভাবছি নতুন একাউন্ট এ কিছু রিয়েল ডলার ইনভেস্ট করবো কিনা? এবং করার পরেও এই সমস্যা থাকবে কিনা যদি কারো জানা থাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ।
-
হ্যাঁ ,ফরেক্স ফোরামে বোনাস দিয়ে ট্রেড করলে অনেক সময় আমদের একাউন্ট ব্লক হয়ে যায় এর কারণ আমরা হয়তো ফরেক্স ফরামের নিয়ম কানুন ঠিক মত মেনে চলি না এছাড়া আরও আক্তি কারণ আছে তাহল তারা চায় আপনিও কিছু ইনভেস্ট করুন । যা প্রফিট করবেন তার সবটুকু না উঠিয়ে কিছু রেখে রেখে উঠান । দেখবেন আপনার একাউন্ট আর ব্লক হচ্ছে না ।
-
আপনি নতুন একাউন্ট খুলে ভেরিফাই করার পর যদি রিয়েল ডলার দিয়ে কাজ করেন তাহলে এমন ব্লক হওয়ার কোন সম্ভাবনা নেই।
-
আপনি চাইলে অন্য আরেকটি রিয়েল একাউন্ট খুলতে পারেন,যেখানে ভেরিফাই করে রিয়েল ডলার দিয়ে নিজের মতোকরে ট্রেড করতে পারেন,সেই ক্ষেত্রে ব্লক হবার কোন সম্ভাবনা নেই
-
ফোরাম বোনাস একাউন্ট বিভিন্ন কারনে ব্লক হতে পারে। যেমন:
1। একই ফোনে একাধিক ফোরাম একাউন্ট ব্যবহার করা।
2। ফোরাম একাউন্ট এ ডিপোজিট না করে দীর্ঘদিন আয় করা।
3। অধিক মাত্রায় উইথড্র দেওয়া।
4। একই নেটওয়ার্ক এ একাধিক ফোনে ফরেক্স করা।
5। একাউন্ট খুব 3 মাসের বেশি ট্রেড না করা।
6। 1000 ডলারের ওপরে বোনাস প্রাপ্তি হলে। ( হতেও পারে) ইত্যাদি
এমন অনেক বিষয়ের কারনে একাউন্ট ব্লক হতে পারে ।
-
ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । তাই ইনভেষ্ট ছাড়া ফরেক্স ব্যবসা করা যায় না আর ফোরাম বোনাস দিয়ে করা ট্রেডিং একাউন্ট ব্লক হতে পারে হতে পারে ।
-
আপনি যদি বোনাস ট্রেডিং একাউন্ট এর সকল রুলস এন্ড রেগুলেশন ঠিক ভাবে মেনে ট্রেডিং করেন তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ব্লক করার কথা নয়। বোনাস ট্রেডিং একাউন্ট এবং রিয়েল ট্রেডিং একাউন্ট এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বোনাস ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহারের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আপনি তার ব্যত্যয় ঘটালে ট্রেডিং একাউন্ট ব্লক হতে পারে। যেমন বোনাস একাউন্ট এর ক্ষেত্রে একটি ট্রেড ওপেন করার পরে মিনিমাম 5 মিনিট ট্রেডটি ওপেন রাখতে হবে এবং বোনাস ট্রেডিং একাউন্টে একই সাথে একই পেয়ারে বাই এন্ড সেল নেয়া যায়না। এ ধরনের ভুল করে থাকলে একাউন্ট ব্লক করে দিতে পারে। কিন্তু রিয়েল ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে এসব সীমাবদ্ধতা নেই আপনি যেমন খুশি ট্রেডিং করতে পারেন। তাই অবশ্যই বোনাস একাউন্ট পরিচালনার পূর্বে অবশ্যই বোনাস একাউন্ট এর নিয়ম কানুন গুলো ভালভাবে জেনে নিতে হবে।