সুদের হার ঠিক কি রকম প্রভাব ফেলে তা আমি সঠিকভাবে জানি না । কারণ আমি একজন মুসলিম হিসেবে ব্রোকারে সোয়াপ ফ্রি অর্থ্যাৎ ,ইসলামিক একাউন্ট-এ ট্রেড করি । যেহেতু ফরেক্সে আমি কোন ধরনের সুদ সংক্রান্ত লেনদেন করি না সেহেতেু সুদ সম্পর্কে আমার কোন ধরনের সঠিক ধারণাও নেই । তবে আমি যেটুকু জানি তা হল সুদের হার অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয় ।