-
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় ।
-
টাইম ফ্রেম হল এমন একটি বিষয় যে আপনি কিছু টাকা মার্কেটে বিনিয়োগ করবেন। সে টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করছেন তার একটি নিদিষ্ট সময় বেধে দিতে হবে। যে সময়ের মধ্যে আপনি আপনার বিনিয়োগকৃত টাকা পূর্নরায় উদ্ধার করতে পারবেন। টাইম ফ্রেমের মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসায় এই কাজটি ভালভাবে করতে পারি ।।।
-
ফরেক্স মার্কেটে টাইমফ্রেম বলতে আমরা যেটা বুঝি তা হলো,,, প্রতি দিনে একটা নির্দিষ্ট টাইমে মার্কেট কতো পিপস উঠানামা করলো সেটা বিশ্লেষণ করাকে বোঝায় । MT4 এ সাধারণত m1,,,m5,,m15,,,m30,,h1,,h4,,d1,,w1 ইত্যাদি টাইমফ্রেমের চার্ট দেখতে পাই,,,, এই চার্টগুলি বিশ্লেষণ করে তারপর আমরা মার্কেটের মুভমেন্ট বুঝে থাকি । আর MT5 এর টাইমফ্রেম চার্ট সম্পর্কে আমার ধারনা নাই,,,, ধন্যবাদ ।
-
টাইমফ্রেম হচ্ছে একটি নির্দিষ্ট সময়। যে সময়ে মার্কেট কতটুকু উঠানামা করেছিল তা নির্দেশ করে। বিভিন্ন রকমের টাইমফ্রেম আছে, যেমনঃ মি৫,মি১৫,মি৩০, h1,h4,D1,W1,M1 ইত্যাদি।
-
প্রত্যেকটি চার্টে জাপানী জাপানি ক্যান্ডেলস রয়েছে যা প্রতিটি ক্যান্ডেলের নির্দিষ্ট সময়কালের প্রতিনিধিত্ব করে, সুতরাং আপনি সর্বচ্চো এক মাস আর সর্বনিম্ম এক মিনিটের টাইমফ্রেম নিয়ে কাজ করতে পারবেন । এক একটি ক্যান্ডেল হল এক একটি টাইম সেগমেন্ট । টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি । যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো যে কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে, কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিটে সর্বোচ্চ কত বেড়েছিল এবং প্রাইস ঐ ৫ মিনিটে সর্বনিম্ন কত কমেছিল ।
-
টাইমফ্রেম আসলে একটি নির্দিষ্ট সময়ে ট্রেডিং চার্টে প্রাইসের মুভমেন্ট প্রদর্শন করে,যার ফলে আমরা সহজে মার্কেট প্রাইসের পরিবর্তনের গতি সম্পর্কে জানতে পারি।আপনি যে রকম ট্রেডার মানে আপনার ট্রেডিং প্লান যে রকম তার ওপর ভিত্তি করে আপনার টাইম ফ্রেম নির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে ।
-
টাইমফ্রেম আসলে একটি নির্দিষ্ট সময়ে ট্রেডিং চার্টে প্রাইসের মুভমেন্ট প্রদর্শন করে,যার ফলে আমরা সহজে মার্কেট প্রাইসের পরিবর্তনের গতি সম্পর্কে জানতে পারি। ট্রেডাররা তাদের সুবিধামত এইসব ক্যান্ডেল থেকে ট্রেডিং এর সিদ্ধান্ত নিয়ে থাকে।আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যে সময়ের মধ্যে আপনি আপনার বিনিয়োগকৃত টাকা পূর্নরায় উদ্ধার করতে পারবেন। টাইম ফ্রেমের মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসায় এই কাজটি ভালভাবে করতে পারি ।
-
টাইমফ্রেম কি? এমটি ফোর ও ফাইভে কয়টি টাইফ্র
টাইমফ্রেম:
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
-
টাইমফ্রেম হচ্ছে একটি নির্দিষ্ট সময়। যে সময়ে মার্কেট কতটুকু উঠানামা করেছিল তা নির্দেশ করে। বিভিন্ন রকমের টাইমফ্রেম আছে, যেমনঃ মি৫,মি১৫,মি৩০, h1,h4,D1,W1,M1 ইত্যাদি।
-
টাইমফ্রেম বলতে ফরেক্স মার্কেটে ব্যবহৃত এক ধরনের চার্ট কে বোঝানো হয়ে থাকে যার মাধ্যমে নির্দিষ্ট সময় ভিতরে মার্কেট কতটুকু উপরে উঠছে বা নিচে নেমেছে সেটা দেখা যায়।যেমন 5 মিনিটের টাইমফ্রেম দিয়ে দেখা যায় 5 মিনিটের ভিতরে মার্কেট কতটুকু উপরে উঠেছিল বা কতটুকু নিচে গিয়েছিল। তেমনি এক মাসের টাইমফ্রেম দিয়ে বোঝা যায় যে এক মাসের ভিতরে মার্কেট কতটুকু উঠেছিল এবং কতটুকু নেমেছিল। আর হ্যাঁ mt4 এবং mt5 এ মোট নয়টি টাইমফ্রেম ব্যবহৃত হয়। তা হল:-5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1দিন, 1 সপ্তাহ, 15 দিন এবং 30 দিন।একজন ট্রেডার এর মধ্য থেকে তার পছন্দমত যেকোন টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করতে পারে।