-
আসলে ভাইয়া এটি খুবই স্বাভাবিক বিষয় ফরেক্সের ক্ষেত্রে। কারন ফরেক্স একটি বাবসা। এখানে আপনার লাভ লস দুটোই হতে পারে, তাই এতটা চিন্তার বিষয় না।ভালো দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারেন আরও ভালো অভিজ্ঞতা অর্জন করুন বেবশাই লাভ লস থাকতেই পারে।লস আমার ও হয়ে থাকে।
-
আপনি ট্রেড করে কেন লস করছেন তার কারন গুলো খুজে বের করা চেস্টা করুন।আর আপনি মনে হয় টেকনিক্যাল এনালাইসিস ঠিক ভাবে করতে পারছেন না।তাই ঠান্ডামাথাই এনালাইসিস করে ট্রেড ওপেন করুন দেখবেন লাভ হবেই।
-
স্কুল জীবনে পড়েছিলাম-- মেঘ দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে। এখন বাস্তব জীবনে এসে দেখি আসলেই কথাটার গুরুত্ব অনেক। কারন- আমরা যারা ফরেক্স করি তারা সবাই কম বেশি লস করে থাকি। আর এই লসের ভয়ে যদি ফরেক্স ছেড়ে দেই তাহলে লস আমাদেরই হল। আর এই লস থেকে যদি শিক্ষা নিতে পারি। তাহলে আমরা নিজেরাই উপকৃত হব। তাই লস হলে ভয় পেলে চলবে না। মন খারাপ করে বসে থাকলে হবে না। নতুন উদ্যোমে আবার শুরু করতে হবে।
-
আসলে আমার মনে হয় আপনার ট্রেডিং কেৌশলে কোন না কোন ভূল নিশ্চই রয়েছে যার ফলে আপনি এই ধরনের লসের সম্মুখীন হচ্ছেন। সেই কারনে আমি বলব আগে আপনি কেন লস হচ্ছে তার কারন ভাল ভাবে নির্নয় করুন আর যদি সঠিক ভাবে তা নির্নয় করতে পারেন তা হলে আপনি ভবিষ্যত্বে সেই একই কারনে লস করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন।
-
ফরেক্সে লাভ করার চাইতে লস করা সহজ। আপনি যেহেতু শুধু ট্রেড ওপেন করলেই লস করেন, তাই আপনাকে একটা পরামর্শ দেই। আপনি যদি মনে করেন এখন মার্কেটে বাই দেয়া দরকার তাহলে সেল দিবেন আর যদি মনে করেন, সেল দেয়া দরকার তাহলে বাই দিবেন।মানে আপনি যা মনে করছেন তার বিপরিত অর্ডার দিবেন। এভাকে কয়েকদিন চেষ্টা করে দেখতে পারেন।
-
ব্যার্থতাই হল সফল হওয়ার ভিত্তি । এট আমাদের মেনে নিয়েই কাজ করতে হবে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আমাদেরকে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে । কেননা দক্ষতার কোন বিকল্প নেই । যত বেশি দক্ষতা তত বেশি পরিমাণে সফলতা । মূলত ব্যর্থতাই সফলতার ভিত্তি ।
-
লাভ লস মিলিয়েই ফরেক্স ট্রেডিং আর তাই এখানে লস হওয়াটাই স্বাভাবিক বিষয়।তবে আপনাকে স্টপলস এবং টেকপ্রফিট নির্ধারণের ক্ষেত্রে অনেক শক্ত লেভেল বেছে নিতে হবে।সেক্ষেত্রে ওই লেভেলটা ভেঙ্গে আপনার স্টপলস হিট করার সম্ভাবনা খুবই কম থাকে।তাই আপনার প্রতি পরামর্শ ভালোভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিবেন এবং একটা ভালো লেভেলের উপরে স্টপলস সেট করবেন।
-
আমরা এই খানে টাকা দিয়ে টাকা আয় করতে চাই আর সেই টাকা আয় করতে হলে লাভের পাশাপাশি লস কে মেনে নিতে হবে তাহলে আমরা রিলাক্স মতে আয় করতে পারব।ব্যাবসা মানে লাভ এবং লস আছে তাই আমাদের স্বাভাবিক ট্রেড করতে হবে।
-
ভাই ফরেক্স এ তো লস মানতেই হবে। আজ আপনার ৭ ডলার লস হয়েছে তো দেখবেন কাল আপনার ১০-১৫ ডলার লাভ হবে। তবে মার্কেট বুঝে আপনাকে ট্রেড ওপেন করতে হবে।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে দৈনিক হিসাব করার কোন উপায় নেই। কমপক্ষে সাপ্তাহিক হিসাব করুন। কত লাভ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপারটা হলো পিপস হিসাব করা। কত গ্রীনপিপস সপ্তাহ শেষে আপনি পেলেন।