-
দক্ষ ট্রেডারের কিছু গুনাবলি আছি তার মধ্যে একটি হল তারাহুরা করে ট্রেড না নেয়া। ফরেক্স-এ বেশি ভাগ লোক লসের করে তারাহুরা করে ট্রেড করার জন্য। তারাহুরা করে কখনই ট্রেড করা উচিৎ না প্রয়োজনে ট্রেড করা থেকে বিরত থাকুন। সবসময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।ফরেক্স মার্কেটে তাড়াহুড়া ট্রেড করা মানি বুকামি , আমরা এনালাসিসের দিকে গুরুত্ব দিয়ে ফরেক্সে ট্রেড করি কারণ মার্কেট যখন অনেক বেশি উঠে নামা করে তখন আমরা যেনো তাড়াহুড়ো না করে ট্রেড করি কারন তখন তাড়াহুড়ো ট্রেড মানে লসের ভয় থাকে বেশি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার সিদ্ধান্ত অনেক হিসাব করে নিতে হয়। এখানে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই।তাড়াহুড়ো করে ট্রেড করলেন মানে লস করলেন।ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে ভালো করে মার্কেট এনালাইসিস করে নিতে হবে।কারণ মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। আপনি ক্যান্ডেলস্টিক দেখে মনে করলেন মার্কেট ট্রেড করার জন্য উপযোগী। কিন্তু নিউজ অনুযায়ী মার্কেট ট্রেড করার জন্য উপযোগী নয়।কেননা তাড়াহুড়া করে ট্রেড ওপেন করলে যেমন মার্কেট অ্যানালাইসিস করার সময় পাওয়া যায় না তেমনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা সম্ভব হয়না।যার ফলে একজন ট্রেডারের ভুল ট্রেড ওপেন করার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে ফলস্বরূপ ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার পরিবর্তে লস করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়।শুধু তাই নয় অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।অথচ আপনি তাড়াহুড়ো করে ট্রেড এন্ট্রি করলেন যা খুব বিপদজনক।তাছাড়া তাড়াহুড়ো করে ট্রেড করার সময় ভুল হতেও পারে।দেখা গেল ভূল করে অনেক বেশি ভলিউম নিয়ে ট্রেড ধরে ফেলেছেন যা আপনি লক্ষ্য করেননি।মার্কেট যদি অতিরিক্ত বিপরীতে চলে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে।তাই কখনো তাড়াহুড়ো করে ট্রেড করা উচিত নয়।অবশ্যই ট্রেড করার সময় ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে তাড়াহুড়া করে ট্রেড করার কোন মানেই হয় না এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার মানে হচ্ছে মার্কেট ভালভাবে না আনাল্যসিস করেই ট্রেড দেয়া । যেটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর। যখন আমরা ট্রেড এন্ট্রি দিবো তখন ভাল ভাবে এনালাইসিস করে মার্কেটের আচরণ সম্পর্কে বুঝে তার পর ট্রেড এন্ট্রি দিবো তাহলে আমরা সফল হবো।
-
দক্ষ ট্রেডারের কিছু গুনাবলি আছি তার মধ্যে একটি হল তারাহুরা করে ট্রেড না নেয়া। ফরেক্স-এ বেশি ভাগ লোক লসের করে তারাহুরা করে ট্রেড করার জন্য। তারাহুরা করে কখনই ট্রেড করা উচিৎ না প্রয়োজনে ট্রেড করা থেকে বিরত থাকুন। সবসময় ট্রেড করতে হবে এমন কোন কথা নেই।ফরেক্স মার্কেটে তাড়াহুড়া ট্রেড করা মানি বুকামি , আমরা এনালাসিসের দিকে গুরুত্ব দিয়ে ফরেক্সে ট্রেড করি কারণ মার্কেট যখন অনেক বেশি উঠে নামা করে তখন আমরা যেনো তাড়াহুড়ো না করে ট্রেড করি কারন তখন তাড়াহুড়ো ট্রেড মানে লসের ভয় থাকে বেশি।ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে তারা হুরা করে ট্রেডিং অপেন করা মানে লসের ভাগিদার হওয়া একই কথা। তাই তারা হুরা করে ট্রেডিং করা ভাল নয় বলে আমি মনে করি। সব চাইতে বেটার হলো মার্কেট বুঝে ট্রেডিং করা।
-
আসলে আমি মনে করি কোন কাজেই তারাহুরো করে করলে সেই কাজ কখনো ভালো কোন ফলাফল দিতে পারে না। তেমনি ফরেক্স মার্কেট যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং তাই এখানে মোটেই না জেনে শুনে তারাহুরো করে কাজ করা ( ট্রেড ওপেন করা) একেবারেই উচিত হবে বলে আমি মনে করি না। এখানে মার্কেট এনালাইসিস করে আস্তে ধিরে ট্রেড ওপেন করতে হবে তাহলেই ভালো প্রফিট পাওয়া সম্ভব হবে।
-
প্রতিটি কাজে সময় নিয়ে ধৈর্য সহকারে বিশ্লেষণ করে করা উচিত। ফরেক্স এর ক্ষেত্রে প্রতিটা ট্রেড সময় নিয়ে এনালাইসিস করে, মার্কেট স্ক্যান্ডেল মুভমেন্ট বিশ্লেষণ করে ট্রেড করা উচিত। সকল বিষয়ে বিষয়ে যাচাই করে ট্রেড করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই ট্রেড করার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই ট্রেড করার জন্য অস্থির না হয়ে ধৈর্য্যশীল হওয়া বাঞ্চনীয়।
-
কোন কাজেই তাড়াহুড়া করা ভালো না। লাইফে যাই করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করতে হবে। আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই, অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি। আমি স্পেশালি নতুনদের বলবো যে আপনারা দয়া করে মার্কেট এনালাইজ করে তারপর ট্রেড নিন।
-
ফরেক্স মার্কেট তাড়াহুড়ো করার জায়গা নয় । ফরেক্স মার্কেট থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনার ধিরস্থিরভাবে মার্কেট বুঝে আনাল্যসিস করে ট্রেড করতে হবে , আন্দাজে ট্রেড করলে হবে না । তাই আপনি যদি তাড়াহুড়ো করে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনার লস ছাড়া লাভ অসম্ভব , আপনার উচিত মাথা ঠাণ্ডা করে চিন্তা করে ট্রেড করা ।ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে তারা হুরা করে ট্রেডিং অপেন করা মানে লসের ভাগিদার হওয়া একই কথা। তাই তারা হুরা করে ট্রেডিং করা ভাল নয় বলে আমি মনে করি। সব চাইতে বেটার হলো মার্কেট বুঝে ট্রেডিং করা।
-
কোন কাজেই তাড়াহুড়া করা ভালো না। লাইফে যাই করবেন ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর করার চেষ্টা করতে হবে। আমরা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে নেই, অথচ আমরা অনেকে জানিও না মার্কেট কোন দিকে মুভ করবে। যদি আমরা একটু ভালোভাবে দেখে তারপর ট্রেড নিতাম তাহলে আমাদের লসের জায়গায় লাভ চলে আস্তে পারে বা লাভের জায়গায় লস চলে আস্তে পারে। আমরা লস থেকে নিজেদের বাচাতে পারি। আমি স্পেশালি নতুনদের বলবো যে আপনারা দয়া করে মার্কেট এনালাইজ করে তারপর ট্রেড নিন
-
না, তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া সাধারণত ভালো কাজ নয়। ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য ধৈর্য, সঠিক বিশ্লেষণ, এবং পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া মানে কোনো প্রপার অ্যানালাইসিস বা মার্কেটের সঠিক অবস্থা বোঝার আগেই সিদ্ধান্ত নেওয়া। এতে ঝুঁকি বেড়ে যায়, কারণ অপ্রস্তুত অবস্থায় ট্রেড নেওয়ার ফলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।