-
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে স্থায়ীভাবে থাকা যায় না । ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে মার্কেটে ইনভেস্ট করার আগে তাহলে ট্রেডারগন সফলতা অর্জন করতে পারবে এতে কোন সন্দেহ নেই । ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো পথ আছে যার মধ্যে ডেমো অনুশীলন অন্যতম।প্রথমে ডেমোতে ট্রেডিং করা উচিত না হলে রিয়েল ট্রেডে গিয়ে সমস্যায় পরতে হয় এবু পরে দেখা যায় একাউন্ট জিরো হয়ে যায় ।
-
আমি মাত্র ফরেক্স ট্রেড আরম্ভ করলাম তাই এখনো আমার কোন একাউন্ট জিরো হয় নাই । আমি আশা রাখি ভাল করে মার্কেট বুঝে ট্রেড করলে আমাদের একাউন্ট জিরো হবে না এ জন্য আমাদের কে ফরেক্স মার্কেট এর সম্পর্কে ভাল করে পড়াশুনা করতে হবে তাহলে আমাদের একাউন্ট তেমন জিরো হতে পারবে না বলে আমি মনে করি ।
-
ফরেক্স জনপ্রিয় হওয়ার কারণ হল আয় করার জন্য । কেননা ৯৫% ট্রেডেও যদি লস হয় তারপর অাশা করা যায় এই ব্যবসা দিয়ে সে সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আশা ছেড়ে দেব না তাহলেই আমরা লাভবান হতে পারব । আর অাপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
৯৫% ট্রেডার লস খায় কথাটা সঠিক নয় ফরেক্সে ৯৫% বিগেনার লস খায়। ফরেক্স দেখতে যতটা সহজ আসলে ততটা সহজ নয়। ফরেক্স সম্বন্ধে ভাল ধারনা না থাকলে সে কখনই ফরেক্স এ সফল হতে পারবে না। তাই অনেকেই প্রথমে কিছুটা শিখে যেমন ট্রেড করতে পারলেই ফরেক্সে নেমে যায় এবং আবেগের বসবত হয়ে বা বেশি লোভের আশায় ট্রেড করতে থাকে এবং লস খায়। ট্রেড এতটা জনপ্রিয় হওয়ার করান এত প্ররিশ্রাম কম লাগে সহজে আয় করা যায়।
-
৯৫% ট্রেডার লস করে এটা একটা অপপ্রচারণা । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে শুধুমাত্র আমাদের মতন নতুন ট্রেডাররা লস করে থাকে । এর অন্যতম কারণ হল ফরেক্সে ট্রেডিং করে যদি আমরা লাভবান হতে চায় তবে অব্যশই অনেক বেশি ট্রেডিং দক্ষতা প্রয়োজন যেটা নতুন অবস্থায় নতুন ট্রেডারদের থাকে না বলেই তারা লস করে ।
-
ফরেক্স মার্কেট এ ৯৫% ট্রেডাররা লস করে না ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা লস করে।যারা ফরেক্স মার্কেট এ দক্ষ তারা এই ব্যবসাই লাভ ছাড়া লস করে না।একজন বিগিনার ট্রেডার ফরেক্স মার্কেট কে এত সহজ ভাবে নেই যে এই ব্যবসা থেকে সে খুব সহজেই আয় করতে পারবে কিন্তু না এই ব্যবসা থেকে আয় করতে গেলে মার্কেট সম্পর্কে অনেক দক্ষ হতে হবে।
-
ফরেক্স এ ৯৫% ট্রেডার লসে পরে কারন তারা থাকে লার্নার। প্রথম অবস্তাইয় যদি বেশি প্রফিট করার চিন্তা থাকে তাহলে তো লস হবেই। আর ফরেক্স এ ধীরে সুস্থে আগাতে হবে এবং ট্রেড করতে হবে। এখানে নিজের ইছা অনুযায়ী ট্রেড করলে লসেই হবে বেশি।
-
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।
-
অধিকাংশ ট্রেডার রা ফরেক্স এ লস করে থাকে বলতে গেলে ৯৫ ভাগ ট্রেডারই বেশির ভাগ সময় লস করে থাকে। বাকি ৫ ভাগ সফল হতে পারে। যারা সফল হয় তারা তাদের অভিজ্ঞতা দৈর্য্য এবং নিজেকে নিয়ন্ত্রন রাখার ক্ষমতা রাখে।৯৫ ভাগই বেশি লোভ এবং দ্রুত প্রফিট অর্জন এর জন্য তাড়াতড়ি একাউন্ট জিরো করে ফেলে। তবুও ফরেক্স ট্রেড খুবই জনপ্রিয় কারন এখানে মুক্ত ভাবে ট্রেড করে সফল হতে পারলে নিজেকে কারো নিয়ন্ত্রন ছাড়াই সনির্ভর করে তোলা যায়।
-
ভাই ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে এই কথাটা ভুল।সত্য হল ফরেক্স মার্কেটে ৯৫% বিগিনার রা ফরেক্স মার্কেটে লস করে।এই লস এড়াতে গেলে একজন বিগিনারকে অনেক ধাপ পেরতে হবে।মার্কেট এনালাইসিস করা ভাল করে শিখতে হবে।