টার্গেট করে ফরেক্স মার্কেটে আয় করা যায় না। আমার পুজি কম তাই আমি প্রতিদিন ৪/৫ ডলার আয় করে থাকি। এতে করে মাসে লস বাদে ১০০ ডলার আয় হয়। পুজি বেশি হলে এক্সপার্ট ট্রেডার হলে রিক্স বেশি নিতে পাড়লে আয় ৫০০/৬০০ ডলার কোন ব্যপার না।
Printable View
টার্গেট করে ফরেক্স মার্কেটে আয় করা যায় না। আমার পুজি কম তাই আমি প্রতিদিন ৪/৫ ডলার আয় করে থাকি। এতে করে মাসে লস বাদে ১০০ ডলার আয় হয়। পুজি বেশি হলে এক্সপার্ট ট্রেডার হলে রিক্স বেশি নিতে পাড়লে আয় ৫০০/৬০০ ডলার কোন ব্যপার না।
আমি এখনো শিক্ষানবীস তাই এই রকম কোন প্ল্যানপ্ল্যান এখনো করিনি
আমি প্রথম শিখতে চাই
ফরেক্স মার্কেট এ আমি নতুন আমি এই ফরেক্স ট্রেডিং ভালো করে আগে শিখতে চাই । তার পর আমি এই ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে চাই । আমি প্রথম অবস্থাই এই মার্কেট থেকে প্রতি মাসে ৩০ ডলার আয় করতে চাই । এবং আমি এই ফরেক্স মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে চাই । আমি এই মার্কেট এ যত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবো আমি তত বেশি এই মার্কেট থেকে মুনাফা আয় করতে পারবো । আমি ভালো দক্ষতা অর্জন করতে পারলে এই মার্কেট থেকে প্রতি মাসে অনেক মুনাফা আয় করতে সক্ষম হবো ।
ফরেক্স এ আমি নতুন তাই আমার কোন টার্গেট নেই। প্রতি মাসে যেটা আসবে সেটাই আমার লাভ।
এই মাসে ফরেক্স থেকে আমার টার্গেট হচ্ছে ৫০ ডলার।এর বেসি আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতে চাই না এখন।কারণ আমি একজন ফরেক্স মার্কেট এর নতুন সদস্য তাই আমি এখনো ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছুই জানি না।আমি আমার পুঁজি এবং আমার অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি এই আসা করেছি।আমি জানি এর বেসি আমি আসা করলে আমি ফরেক্স মার্কেট এ লস করবো।তাই আমি ফরেক্স মারকেট থেকে এর বেসি আয় করতে চাই না।আমার এতেই বরাবর হবে।
আমি প্রথম এই মাসে পোস্ট করা শুরু করেছি।আমার বেশি টার্গেট নেই।
১৫০ ডলার ইনকাম করার ইচ্ছা আছে।
আমাদের সবারই অনেক বড় বড় ধরনের লক্ষ্য থাকে । আমরা যদি আমাদের লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিই তবে দেখা যাবে যে এতে করে আমরা অনেক বেশি পরিমানে লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছি । ফরেক্স মার্কেটে সাধারণত প্রতিটা ট্রেডারের স্বপ্ন থাকে বড় মাপের একজন ট্রেডার হওয়া । তবে সে জন্য অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে । আর টার্গেটগুলোকে মাসিক হিসেবে ভাগ করে নিতে হবে ।
কবে লাভ হবে আর কোন দিন লস হতে পারে তা আগে থেকেই ঠিক করা যাবে না। তাই তো আমি টার্গেট করি না। তবে আমি সব সময় চেষ্টা করে আমার প্রতি ট্রেড থেকে লাভ আসে কোন অবস্থাতে লস না হয়। এতে করে প্রতি মাসে আমার লাভ ১০০ ভাগেরও বেশি হয়ে যায়। আরো অনেক কিছু শেখার বাকি আছে। এই শেখার পাশাপাশি যতটুকু আয় করতে পারি সেটাতেই আমি খুশি। আপাতত আমার টার্গেট টা বেশ ছোট। এখন ৩০-৪০ডলার আয় করতে চাই।
অবশ্যই আমি ফরেক্স করতে পেরে আনন্দিত। কারণ আমি মনে করি ফরেক্স একটি স্বাধীন ব্যবসা। আর ফরেক্স করে আমি অনেক আয় করতে পারি। ফরেক্স এর জন্য আমার আলাদা সময় দেওয়ার প্রয়োজন পরেনা। তাই সব কাজ শেষে ফরেক্স করা যায়। যা বাড়তী ইনকাম করার উপায়। আর সাবাই সাই একটু বাড়তী ইনকাম করতে। তাই আমি ফরেক্স করেতে পেরে আনন্দিত। বাংলাদেশের সব শিক্ষিত ব্যক্তির উচিৎ ফরেক্স করা।
আসলে আমি ঐ ভাবে কখনই প্রফিটের টার্গেট নিয়ে ফরেক্সে ট্রেড করি না আমি সব সময় ফরেক্সে ট্রেড করি আমার ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ফলে ট্রেডিং সিস্টেমের মধ্যে থেকে যতটুকু আয় হয় তা নিয়েই আমি সব সময় খুশি থাকি।