আমার বাংলাদেশ ফরেক্স ফোরামে একাউন্ট একটা আর একটা ডেমো একাউন্ট আছে । তবে রিয়েল ট্রেড করার জন্য এখোনো একটিও একাউন্ট খোলা হয় নি। তাই একাধিক একাউন্ট সমন্ধে কিছু বলতে পারছি না ।
Printable View
আমার বাংলাদেশ ফরেক্স ফোরামে একাউন্ট একটা আর একটা ডেমো একাউন্ট আছে । তবে রিয়েল ট্রেড করার জন্য এখোনো একটিও একাউন্ট খোলা হয় নি। তাই একাধিক একাউন্ট সমন্ধে কিছু বলতে পারছি না ।
একটা একাউন্ট এ সারাদিন পোস্ট করলে যে বোনাস পাবেন একাধিক একাউন্ট এ তাই পাবেন তাই একাধিক একাউন্ট খোলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না.
ভাই আমি মনে করি একাধিক এ্যাকাউন্ট খোলার চেয়ে আপনি ইচ্ছা করলে একটি এ্যাকাউন্টে ভাল করতে পারবেন। কেননা একাধিক এ্যাকাউন্টে আপনার মনযোগ কখনও সঠিকভাবে কাজ করবে না বরং সেটাকে আরও বেশি ঝুকি মুখে নিয়ে যেতে পারে। আর যদি একটি এ্যাকাউন্ট পরিচালনা করেন তাহলে আপনি খুব ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন এমনকি নিজের অভিজ্ঞতা ও দক্ষতা সঠিকভাবে প্রয়োগে সিদ্ধান্ত নিতে পারবেন।
আমরা জানি ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে যেকোনো একটি ব্রোকারের সদস্য হতে হবে তারপর ট্রোড করতে হবে। ট্রেডের সুবিধার্থে আপানি চাইলে একাধিক একাউন্টও ওপেন করতে পারেন। তবে কিছু কিছু ব্রোকার আছে যারা এক নামে একাধিক একাউন্ট ওপেন করতে দেয় না। ভয়ের কিছু নেই বেশির ভাগ ব্রোকারই একাধিক একাউন্ট ওপেন করতে দেয়। তবে আমার মতে একাধিক পোর্টফলিয়তে নজর দেয়ার চেয়ে একটি পোর্টফলিয়তে নজর দেয়া ভালো।
রিয়েল ট্রেড করতে হলে সাধারণত একটি রিয়েল ট্রেডিং একাউন্ট খুলবেন৷আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করে নিয়ে ট্রেড করতে পারবেন৷যদি আপনি আপনার পকেটের টাকা ফরেক্স মার্কেটে শুরুতেই লস করতে না চান তাহলে অবশ্যই ডেমো একাউন্টে ট্রেড করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করে নিন৷আমাদের সবারই মনে রাখা উচিত যে রিয়েল একাউন্টে ট্রেড করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ সেখানে যখন তখন লস হওয়ার সম্ভাবনা থাকে৷তাই রিয়েল অ্যাকাউন্ট একটি হওয়াই যথেষ্ট৷
একটার বেশি আমার জানা মতে খোলা যাই না কিন্তু কেউ কেউ চালাকি করে হয়টো আর একটা খোলে।কিন্তু আপনার যদি এই একাউন্ট এর খবর ব্রোকার পাই তাহলে ২ টার থেকেই আপনাকে বহিস্কার করে দিবে।তাই না করাই ভাল।
ইন্সটাফরেক্স ব্রোকারে একই ডকুমেন্ট দিয়ে মাত্র একটা রিয়েল ট্রেডিং একাউন্ট খুলতে পারবেন। একাধিক একাউন্ট খুললে ব্রোকার বুঝতে পারলে আপনার অ্যাকাউন্ট দুইটাই পার্মানেন্টলি রিজেক্ট হয়ে যাবে। তাছাড়া এখানে একটি আইপিতে একাধিক একাউন্ট ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমি মনে করি একাধিক একাউন্ট ব্যবহার করার চিন্তাভাবনা কে পরিহার করে একটা একাউন্টে ব্যবহার করুন এবং একটার প্রতিই গুরুত্ব দিন। তবেই আপনি সুষ্ঠুভাবে ট্রেড করতে পারবেন। তাছাড়া আপনি যদি একাধিক একাউন্ট ব্যবহার করার প্লান করেন তাহলে আপনার কোন আইডির প্রতি গুরুত্ব কমে যেতে পারে এবং অন্যটির প্রতি গুরুত্ব বেড়ে যেতে পারে। তাই একটা অ্যাকাউন্ট নিয়ে সন্তুষ্ট থাকুন।
একটা ব্রোকারে একটার বেশি রিয়েল অ্যাকাউন্ট খোলা যাবে না।প্রত্যেক ব্যক্তি একটা ব্রোকারে একটাই রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারে। যদি কেউ দুইটা অ্যাকাউন্ট করে তবে তা ব্রোকার জানলে তার অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।তাই একটা ব্রোকারে একটার বেশি রিয়েল অ্যাকাউন্ট করা যাবে না। এটা নিয়ম বহির্ভূত ইলিগ্যাল এক্ট সুতরাং আমরা এর থেকে বিরত থাকি।
টাকার ব্যাপারে রিস্ক না নেওয়াই ভাল। আপনি যদি এক নামে ২ বা ততধিক একাউন্ট খোলেন তাহলে আপনাকে অনেক সময় হয়রানি করাতে পারে, তাই আমি মনে করি একনামে একটি মাত্র একাউন্ট খোলাই উত্তম।
একাধিক ফোরাম একাউন্ট এবং ট্রেড একাউন্ট খোলা থেকে বিরত থাকা উচিত,একাধিক একাউন্ট থাকলে কোম্পানি তা ধরতে পারলে একাউন্ট ব্যান করে দিবে,তাই আমাদের উচিত একটা একাউন্ট এ কাজ করা,আমি মনে করি একটা একাউন্ট থাকাই যথেষ্ট,ভালো ট্রেড যানলে একটা একাউন্ট দিয়ে ভালো মুনাফা করা যাই,তাই বেশি একাউন্ট থেকে বিরত থাকুন।