ফরেক্স মার্কেট এ ২ধরনের কারেন্সি পিয়ার থাকে।১টি হল মেজর এবং অপরটি ক্রস কারেন্সি পিয়ার।যেসব পিয়ার এর সাথে usd থাকে তাদেরকে মেজর কারেন্সি পিয়ার আর যেগুলোর সাথে usd থাকে না সেগুল কে ক্রস কারেন্সি পিয়ার বলা হয়।
Printable View
ফরেক্স মার্কেট এ ২ধরনের কারেন্সি পিয়ার থাকে।১টি হল মেজর এবং অপরটি ক্রস কারেন্সি পিয়ার।যেসব পিয়ার এর সাথে usd থাকে তাদেরকে মেজর কারেন্সি পিয়ার আর যেগুলোর সাথে usd থাকে না সেগুল কে ক্রস কারেন্সি পিয়ার বলা হয়।
ফরেক্স মার্কেট এ দুই দরনের কারেঞ্চি রয়েছে।যেমন-মেজর কারেঞ্চি এবং ক্রস কারেঞ্চি।সকল ইউ এসডি সম্পর্কিত কারেঞ্চি হচ্ছে মেজর কারেঞ্চি এবং ইউ এসডি ব্যতীত সকল কারেঞ্চি হচ্ছে ক্রস কারেঞ্চি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমরা মেজর কারেঞ্চি কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।এছাড়া ফরেক্স মার্কেট এ আমরা আরও বিভিন্ন জিনিষ নিয়ে ট্রেড করি।যেমন-ফেইসবুক,গুগোল,ইত্য াদি।এই বিষয় গুলোর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে এই গুলতে ট্রেড না করাই ভালো।
ফরেক্স মার্কেট এ মেজর কারনেসি এর পাশাপাশি ক্রস কারনেসি পেয়ার ও আছে। মেজর কারন্সি হলো যেমন aud। এই পেয়ারটি মার্কেট একটি মেজর পেয়ার। এর সাথে যে ক্রস কারেন্সি পেয়ারটি আছে তাহ হলো euraud। এই কারন্সি হলো ক্রস কারনেসি পেয়ার।
আপনার জ্ঞান সর্বাধিক করা উচিত যদি আপনি নিজের জ্ঞানটি আরও বেশি ব্যবহার করেন তবে আপনার ফি খুব দ্রুত সফল হবে।আমার এসএস অনুসারে আপনাকে এতে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই সফল হবেন।
ওহ বাহ আপনাকে ধন্যবাদ আপনি আমাদের জন্য সহজ উপায় তৈরি করেছেন, এবং সবাইকে হ্যালো আপনি সবাই কেমন আছেন, হ্যাঁ এই পোস্টটি পুরোপুরি ঠিক আছে আমি এর সাথে একমত, ব্লগ প্রত্যেকের জন্য নয়। ব্লগিং কেবলমাত্র সেই ধরণের ব্যক্তিকেই করতে পারে যার ব্লগিং সম্পর্কে জ্ঞান এবং প্রফুল্লতা আছে এবং সহজেই কথা বলতে এবং লিখতে পারে তাই আপনিও যদি তীক্ষ্ণ মনের হয়ে থাকেন তবে আপনি চেষ্টাও করতে পারেন। আপনি হবে, আপনার নিজের উপর বিশ্বাস।
শুভকামনা ধন্যবাদ
মেজর মুদ্রা জোড়ার একটি মুদ্রা অবশ্যই ইঊএসডি কিন্তু মাইনর বা ক্রস মুদ্রা জোড়ায় ইউএসডি থাকে না। ক্রস মুদ্রা জোড়ার মুভমেন্ট যেহেতু খুবই কম, তাই এই মুদ্রা জোড়াগুলির জনপ্রিয়তা খুবই কম। এই জোড়াগুলিতে ট্রেড খুবই কম হয়। আবার এই জোড়াগুলিতে স্থিতিশীল অর্থ ইউএসডি না থাকায় মুদ্রা জোড়ার মুভমেন্ট যেকোন সয়ম পরিবর্তন হতে পারে। এতে লসের সম্ভাবনাই বেশি থাকে।
ক্রস কারেন্সি পেয়ার বলতে বুঝায় ইউএসডি পেয়ার এর সাথে সম্পর্কিত নয় এমন সব পেয়ার এ ট্রেড করা । যেমন ইউরো এইউডি পেয়ার । যেসব পেয়ার এর সাথে ইউএসডি আছে সেগুলোকে মেজর কারেন্সি পেয়ার বলে । ফরেক্স ট্রেডিং এর জন্য এটি জানা খুব বেশি দরকার । ক্রস কারেন্সিতে মার্কেট ভলাটিলিটি কম থাকে ।
ফরেক্স মার্কেট এ আপনি দেখে থাকবেন মেজর কারেনসি পেয়ার আর কিছু ক্রস কারেনসি পেয়ার। তবে বেশির ভাগ ট্রেডারগন মেজর কারেনসি গুলোতে ট্রেড করে থাকেন। কারন মেজর কারেনসিগুলো খুব ধীরে ধীরে মার্কেট মুভ করে। দিনে ৫০-১০০ পিপ বা বেশি মুভ করতে পারে। মেজর পেয়ার গুলো হলো gbpusd, eurusd, audusd, nzdusd ইত্যাদি। আর ক্রস পেয়ার হলো eurjpy, gbpjpy, audcad etc.
ফরেক্সে দুটি ধরণের আর্থিক ফর্ম রয়েছে, মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। উল্লেখযোগ্য অর্থ হ'ল, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএডি, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি ইত্যাদি অর্থের মিলগুলির মধ্যে একটি হ'ল একটি ডলার নেই ক্রস নগদ। উদাহরণস্বরূপ, ইউরো জেপিওয়াই।
ফরেক্স হলো কারেন্সী মার্কেট এখানে একটি কারেন্সীর বিপরীতে আর একটি কারেন্সী পেয়ার হিসেবে থাকে। মুলত ইউএসডি এর সাথে যে সকল পেয়ার রয়েছে যেমন জিবিপি-ইউএসডি,ইউরো-ইউএসডি এগুলো হলো মেজর কারেন্সী পেয়ার। আর যে সকল পেয়ার ইউএসডি বহির্ভুত রয়েছে সেগুলোই হলো ক্রস কারেন্সী পেয়ার যেমন জিবিপি-জেপিওয়াই,ইউরো-জেপিওয়াই ইত্যাদি।