-
আমার মনে হয় ফরেক্সে যারা নতুন বা যাদের পুজি কম তারা ফোরাম বোনাসের জন্য খুব আগ্রহী থাকে।তাছাড়াও যারা ফরেক্সে অনেক দক্ষ তারাও ফোরাম থেকে বোনাস নিয়ে থাকে।ফোরামের যেসব নিয়ম-কানুন রয়েছে সেগুলো মেনে ফোরাম পোস্ট করলে মাসের প্রথম সপ্তাহে বোনাস অ্যাকাউন্টে যোগ হয়ে যায়।আমার ফোরামের বোনাস মাসের ২ তারিখেই আমার অ্যাকাউন্টে যোগ হয়েছিল।
-
ফরেক্সের ফোরামে কাজ করার মাধ্যমে ফোরাম পোষ্টের ডলার ফ্রী পাওয়া যায় । প্রতি পোষ্টের বোনাস ০.২০ ডলার । এই ডলার যোগ হয় নিজের প্রফাইলে । মাস শেষ হওয়ার আগে ফোরামে আরেকটি একাউন্ট যোগ করতে হবে যাতে মাস শেষ হয়ে গেলে সেই বোনাস পোষ্টিং এর বোনাস পাওয়া যায় । বোনাস পোষ্টের বোনাস তোলা যায় না । কিন্তু সেই বোনাস ডলার দিয়ে যা লাভ করা হবে তা সেই ট্রেডার নিজে নিতে পারবে । এটা ফোরামের একটা ভাল সুবিধা ।
-
আসলে আমি একজন নতুন ট্রেডার আমি এ মাসের শুরুর দিকে পোস্ট করা শুরু করেছি।এখন প্রায় মাসের শেষ।আশা করি আগামী মাসের শুরুর দিকে আমার একাউন্টে বোনাস ব্যালেন্স যোগ হবে এবং ট্রেড শুরু করতে পারবো।দোয়া করবেন সবাই
-
আমি মনে করি এই ফরেক্স ফোরাম এর লেনদেন খুব ই ভাল এবং কোন কারিচুপি নেই । আমি যে পরিমান পোস্ট করেছি সে পরিমান ই বোনাস পেয়েছি কোন কম বেশি হয় নি । ৩ মাস যেহেতু ঠিকঠাক পেয়েছি আশা করি ভবিষ্যৎ এও আরও ভালভাবেই পাব । ফরেক্স মার্কেট এ সঠিক পরিশ্রম কখনও ব্রিতা যায় না।
-
আমি মাএ কিছু দিন হল ফোরাম এ পোস্ট করতেছি। তাই আমি ও আশা করি যে আমার বোনাস ইনশাল্লাহ এড হবে।
-
আমি নিজেই এখনো জানি না যে সত্যি ফোরাম বোনাস পাওয়া যায় কি না । কারন আমি নতুন ট্রেডার আর ফোরাম এ লেখার কাজ টাও নতুন করতেছি । তবে আমার পরিচিত অনেকে ফোরাম বোনাস পেয়েছে । তাই আমি খুব মন দিয়ে ফোরাম এ লেখার কাজ টা করতেছি । আর ১ তারিখ ডলার পাইলে আমি আরো অনেক অনেক ফোরাম এ লেখার কাজ টা চালিয়ে যাব ।
-
হ্যা ভাই ফরেক্স বোনাস আপনার নিধারিত সময়ে আপনি ফরেক্স থেকে বোনাস পেয়ে জাবেন | ফরেক্স আমাদের মত বেকের দের জন্য ভাল সুঝগ করে দিছে যে বনাস দিয়ে ফরেক্স থেকে কন টাকা না খরজ করে আয় করা যায়|
-
ফরেক্স ফোরাম এ কাজ করা মানে হল এই ফোরাম থেকে বোনাস নিয়ে ফরেক্স এ ট্টেড করে যে উপরি লাভ করে তা লাভ করা। ফোরাম এ কাজ করার মানে হল সবাইতো নিজের টাকা দিয়ে ফরেক্স করতে পারে না বা তার স্বাধ্য নেই। তাই ফরেক্স ফোরাম পোস্টিং একটি ভাল সুবিধা দিয়েছে যে বোনাস অর্জন করে ফরেক্স এ রিয়েল ট্টেড করা। এছাড়া ফরেক্স ফোরাম পোস্টিং এ মাধ্যেমে অনেক জ্ঞান অর্জন করা যায়।
-
হে ভাই আমিও খুব খুশি । কেন না আমার ও ফোরামের বোনাস আমার মুল ফরেক্স এ যোগ হয়ে গেছে, যদিও আমার বোনাসের পরিমান তেমনবেশি না। খুবি ভাল লাগছে। আর বিশ্বাস ছিল যে এটা পাব। তাই আমি করছি আপনারা যারা এখন ও আপনাদের বোনাস টা পান নি , দয়া করে হতাশ হবেন না । আপনাদের ৭ তারিখ পর্যন্ত অপেক্কা করতে হবে। আশা করি এই সময়ের মধ্যে পেয়ে যাবেন। কেন না সঠিক পরিশ্রম কখনও ব্রিতা যায় না।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফোরাম এ পোস্টিং করি। যার ববিনিময় আমরা ফোরাম থেকে আয় করতে পারি যা দিয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।ফোরাম এ আমরা যেই বোনাস তা আমরা ফরেক্স মার্কেট এ ডুকাই। ফোরাম এর বোনাস সাধারণত মাসের শুরু তেই আপনার ফরেক্স একাউন্ট এ ছলে আসবে। তারপর আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন। যাদের বোনাস যোগ হইনি তারা চিন্তা করবেন্না বোনাস যোগ হয়ে যাবে।