-
ফোরামে পোষ্টের কমেন্ট কত লাইন হবে সেটা নির্ভর করে প্রধানত থ্রেড পোস্টার উপরে। তবে ওই কমেন্টের জন্য যদি ব্রোকার থেকে বোনাস নিতে হয় তাহলে কমেন্টে হতে হবে কমপক্ষে দুই লাইন। এবং যুক্তি নির্ভর ও মানসম্মত সেইসঙ্গে থ্রেড পোস্টার সঙ্গে রিলেটেড। আর এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বানানগুলো নির্ভর হতে হবে। তবেই আপনার কমেন্টটি ব্রোকার এর নিকট গ্রহণযোগ্য হবে এবং আপনি তার জন্য বোনাস পাবেন।
-
ফরেক্স ফরাম এর কোন নিয়মনীতি আছে কি না কতো লাইন লিখতে হবে তা আমার জানা নেই তবে শুধু এই টুকু বলতে পারি আপনি যেই বিষয়টি নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টি যেন পুরোপুরি কি বলতে চাচ্ছেন তা অন্য মানুষ বুজতে পারে।তবে ভাল অর্থপূর্ণ ভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি বেশি বোনাস পাবেন কিন্তু আপনি ১ লাইন লিখলেন কিন্তু কেউ কিছুই বুজলোনা অথবা আপনি ১০ লাইন লিখলেন কিন্তু কেউ কিছুই বুজলনা তাহলে সেই লেখার বা পোস্ট করার দরকার আছে বলে আমার মনে হয় না।তাই যে কয়টা লাইন লিখবেন তা যেনো অর্থপূর্ণ হয়।
-
কমেন্ট এ কত লাইন হবে তা নির্ভর করে থ্রেড এর ঊপর
যারা ভাল থ্রেড দেয় তাদের কমেন্ট এ লাইন বেশি হলে ও হতে পারে। তবে ভাল ট্রেডারা সবসময় ২/৩ লাইন দিয়ে যথাযথ ভাবে কমেন্ট সম্পুন্ন করে।
-
কমেন্ট মুলত কত লাইন হবে সেটা নির্ভর করে কমেন্ট এর সাবজেক্ট এর উপর, তবে কমেন্ট সাধারণত ২/৩ লাইনের মধ্যেই নির্দিষ্ট বিষয়ে সঠিকভাবে বুঝিয়ে দেওয়াই বেটার।
-
একজন মানুষ কে বুঝাইতে যত বড় হওয়া উচিৎ আমার মতে কমেন্ট ঠিক তত বড় ই হওয়া উচিৎ। এখন আমি যদি এক লাইনে পারি তাহলে এক লাইনেই বুঝাবো আবার আমি যদি ৩ লাইনে বুঝাইতে পারি তবে ৩ লাইন ই ঠিক। আমি মনে করি কাওকে বুঝানোর ক্ষেত্রে ১ লাইন টা খুব বেশি ছোট হয়ে যায়। ঠিক মত ইনফরমেশন দেওয়া যায় না। তাই আপ্নারা সবাই এমন ভাবে কমেন্ট বা পোষ্ট করতে চেষ্টা করবেন যেখানে অন্তত প্রাসঙ্গিক ইনফরমেশন গুলো থাকে আর তা পড়ে কেও উপকৃত হতে পারে
-
যেমন আমরা জানি যে ফরেক্স একটি খুব লাভজনক ব্যবসা তবে এটি কেবলমাত্র আমাদের লাভ করে যখন আমরা এখানে সময় ব্যয় করি এবং কঠোর পরিশ্রম করি এবং যখন অন্যের স্ট্রেজিটি অনুসরণ করি তখন আমাদের নিজের স্ট্রেজিগুলি তৈরি করা হয় আমরা সঠিকভাবে বুঝতে পারি না আমরা কেবল তখনই এই ব্যবসায়টি বুঝতে পারি যখন আমরা এটি করি আমাদের নিজের স্ট্রেজিগুলি আমি জানি আমি এটি খুব কঠিন কিন্তু স্ট্রাজির সাফল্যের অনেকগুলি উপায় রয়েছে তাই আমাদের এটি খারাপভাবে প্রয়োজন
-
আসলে এখানে ইনকামের কথা নাভেবে আপনার মনের ভাব প্রকাশের বিষয়টি নিয়ে চিন্তা করেন। কারন অযথা কথা বলে বা সময় নষ্ট করে লাভ কী্? আপনার যদি কোন বিষয় ভালো লাগে বা মন্দ লাগে তাহলে সেই বিষয় সম্পর্কে আপনি জানাতে পারেন। অথবা আপনার কোন প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন অথবা এখানের বিভিন্ন কম্যান্ট পড়লেও অনেক জ্ঞান আহোরন করতে পারেন। এসকল বিষয় নিয়ে ভাবলে আপনার লাইন নিয়ে ভাবতে হবে না।
-
অনেকেই দেখি ২ লাইন এর নিচে ফোরামে পোষ্ট করে । তবে ফোরামের নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকের ২ লাইনের বেশি করে পোষ্ট করা উচিত । তাছাড়া একটা বিষয় বোঝাতে গেলে কখনও ১/১.৫ লাইনে কিছু বোঝানো যায় না । ভালোভাবে কিছু বোঝাতে গেলে ২ লাইন পার হয়ে যায় । আর বোনাস যেহুতু আমরা পাচ্ছি সেজন্য আমাদের বোনাসটা হালাল করে নেয়াই ভালো বলে আমি মনে করি । কারণ ফোরাম বোনাস বন্ধ করে দিলে ক্ষতির সম্মুখীন আমরাই হবো ।
-
আমার জন্য আমি প্রতিদিন এবং সহকর্মী সংবাদগুলি পড়ি এবং আমার ডেমোতে অনুশীলন করি এবং আমার রজাল অ্যাকাউন্ট রয়েছে তবে আমি ডেমোটি ব্যবহার করি এবং আমি বড় ব্যবসায়ীদের সহযোগী করতে পছন্দ করি এবং আমি এখন আমার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সাথে অনেক কিছু ভাগ করে নিতে চাই এবং আমি জানি যে প্রত্যেকে এটি ইতিমধ্যে জানত তবে আমার বন্ধুদের এখানে স্মরণ করিয়ে দেওয়া ঠিক আছে আমি এই প্রবণতাটি আমার বন্ধু হিসাবে ব্যবহার করতে চাই এবং আমি রেজিস্ট্যান্স এবং সমর্থন পয়েন্টগুলি এবং সৌভাগ্য ব্যবহার করতে পছন্দ করি
-
আসলে ফরেক্স কমেন্ট মিনিমাম ৩ হতেই হবে। যদিও কমেন্ট কতটুকু হবে সেটা নির্ভর করে কমেন্টের বিষয়ের উপরে। কিছু কমেন্ট হয় যা-ইচ্ছার পরো অনেক বড় হয়ে যায অটোমেটিকলী। তবে ফরেক্স কমেন্ট যত ছোটই হোক না কেন সেটা অবশ্যই মিনিমাম ৩ লাইন হওয়া উচিৎ বলে আমি মনে করি।