-
বেশির ভাগ ট্রেডার এর মধ্যে একটি টেনডেনসি দেখা যায় আর তা হল লাভ হলে তাড়াতাড়ি ক্লোজ করে দেয়া আর লস হলে দিনের পর দিন অপেক্ষা করা । এর মূল কারন হচ্ছে আমরা খুবই লোভী প্রকৃতির যার জন্য আমাদের লসটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারি না । সবার মধ্যেই কম বেশি এই প্রবণতা আছে । এর কারনেই আমরা লস করি বেশি ।
-
আমার মননে হয় ফরেক্স এ আমরা লস পুসে থাকি কারণ লসও ফরেক্সের একটা অংশ, ফরেক্স একটি বাবসা আর বাবসায় লাভ এবং লস একটি মুদ্রার এপিট/ওপিট তাই ফরেক্স ট্রেডাররা লস কে ভয় পান না তারা লস থেকে ও শিখতে পারেন যে কেন লস হল এটাকে পুনরাবৃত্তি না করার জন্য লস করা ট্রেডটি থেকে ও আমরা অনেক কিছু শিখতে পারি।
-
আসলে ইচ্ছা করে কেউ লসকে কখনই পুষে রাখে বলে আমার মনে হয় না কারনর সকলেই চায় এখান থেকে ভাল প্রফিট করতে তবে তাই বলে যে লসের পেছনে আমাদের বিন্দু মাত্রও ভূমিকা কাজ করে না আমি সেটা বলছি না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের ভূল ট্রেডিং সিস্টেমের কারনেই আমরা এখানে লস করে থাকি।
-
ট্রেড করতে হলে অবশ্যই এর প্রতিটা দিককেই মেনে নিতে হবে । কেননা আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা জানি যে ফরেক্স করতে হলে অবশ্যই এর নিয়মগুলো মেনে চলেই প্রতিটা ট্রেড করতে হবে । এখানে নিয়ম বলতে কৈশল তথা মানিম্যনেজমেন্ট রুলসকেই বুঝানো হচ্ছে । তাই অবশ্যই আমাদের সবসময় গুরুত্বপুর্ণ বিষয়গুলো নিয়ে বেশি করে সময় দিতে হবে । এতে করে আমরা নিজেরা অনেক বেশি পরিমাণে অভিজ্ঞ হতে পারব ।
-
আমি স্টপ লস ব্যবহার করি না । যদি কোন সময় লসে পড়ে যাই তবে আমি সেটা পুষেই রাখি প্রায় এক মাস এবং একটা এভারেজ করে আসল সহ বেড়িয়ে আসি । আমার কাছে এটাই প্রফিট । তবে এরকম করার জন্য যথেষ্ট ব্যলান্স থাকতে হবে। আর ব্যলান্স অল্প হলে স্টপ লস ব্যবহার করা উচিৎ।
-
ফরেক্স ব্যবসায় করার জন্য স্টপ লস-টেক প্রফিট দুটোই গুরুত্তপুর্ন ভুমিকা পালন করে। তাই ট্রেড করার ক্ষেত্রে দুটোই ব্যবহার করা উত্তম। অনেক ট্রেডার আছে যারা সবসময় লাভের কথা চিন্তা করে যার ফলে লস যে হতে পারে তা খেয়াল করে না। ফরেক্স ব্যবসায় লাভ যেমন হয় তেমনি লস হয়ে থাকে। তাই ট্রেড করতে গেলে দুট দিক বিবেচনা করেই ট্রেড করা দরকার তা না হলে লসের পরিমাণটাই বেশি হয়।
-
অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন।
-
আমার জানা মতে 90% ফরেক্স ট্রেডার তারা লসের মাধ্যমেই এক এক জন ভাল মানের ট্রেডার হিসাবে গড়ে ওঠে । আমরা যখন একটি ট্রেড ওপেন করি ঐ ট্রেড টি যদি লস এ থাকে তাহলে ভাবি লস কমে আসলে ট্রেডটি বন্ধ করে দিবো । কিন্তু এই আশাই থাকতে থাকতে লস এর পরিমান তা বেরে যাই তাই আমাদের ব্যালেন্স ০ হওয়ার সম্ভবনা বেশি থাকে । এই জন্য আমরা লস কে পুষে থাকি ।
-
আমরা লস কে পোষে থাকি কারন ফরেক্সক্স মার্কেটে আমাদের কোন লস হলে আমরা অই ট্রেশকে আর ক্লোজ করি না আর এই ট্রেড অনেক দিন ধরে চলতে থাকে আর এটা যদি ক্লোজ করি তবে আমাদের লস হয়ে যাবে বলেই পোষে থাকি। কিন্তু আমাদের এটা করা উচিত বলে মনে করি না।
-
আমি মনে করি লসকে পুষে রাখা ঠিক না অথবা লসের কথা মনে রেখে ট্রেডিং থেকে সরে যাওয়াও উচিত না কারন ব্যাবসায়ে লাভ এবং লস একে অন্যের পরিপূরক সেই কারনে যদি কখনও লস হয় তা হলে মন খারাপ না করে লসের প্রকৃত কারন খুজে বেড় করে তা থেকে শিক্ষা লাভ করে সামনের দিয়ে আরো বেশি দক্ষতার সাথে এগ্রিয়ে চলাই অভিজ্ঞ ট্রেডারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।