-
ভ্যারিফাই ছাড়া আপনি ট্রেড করতে পারলেও আপনি টাকা উইথড্র করতে পারবেন না। ডলার উইথড্র করার জন্য আপনার একাউন্ট অবশ্যই ভ্যারিফাই করা থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই ছারাও ট্রেডিং করতে পারছি তারপরে ও আমরা আগে ভেরিফাই এর স্টেপ সেরে নেয়া উচিত।তাই ভেরিফাই করলে আপনি নিজে নিজে উপকৃত হবেন।
-
আমার জানামতে আপনি ভেরিফাই না করে ট্রেড করতে পারেন। কিন্তু ব্রোকার যে কোন সময়েই আপনার ডকুমেন্ট চইতে পারেন এবং আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু আমি মনে করি আপনি ভেরিফাই করেই ট্রেড শুরু করেন। কারণ একদিন আগে আর পরে আপনাকে প্রোফাইল ভারিফাই করাতেই হবে। যদিও ভারিফাই করতে খুব বেশি সময় লাগে না।
-
স্বচ্ছতার জন্ন সবকিছুই আগে করা উচিত । তাই ভেরি ফাই করা জরুরী আগে ভেরি ফাই করতে হবে তার পর ট্রেড সুরু করা উচিত । আমি কোন প্রতারক নয় যে ভেরিফাই করলে আমার কোন তাই সব কাজ আগে করা ভাল ।
-
হা ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমি মনে করি আপনি আপনার একাউন্টা বেরিফাই করেই ট্রেড করলে অনেক ভাল কারন আপিনি যদি ভেরিফাই না করেন তবে অনেক সময় দেখা যায় একাউন্ট থেকে আপনি সময় মত টাকা উত্তলোন করতে পারবেন না বলে মনে করি তাই ভেরিফাই আগে।
-
ভেরিফাই ছাড়া অনলাইনে কোন কাজ করা ঠিক নয় , তেমনি ফরেক্সে কাজ করতে হলে একাউন্ট ভেরিফাই করা খুব জরুরী । যখন ফরেক্সে টাকা ইনভেস্ট করে কাজ করতে হবে তখন ট্রেড করে যখন মাস শেষে অনেক টাকা লাভ হবে বা যা আয় করবেন তা আপনি তুলতে পারবেন । কারন একাউন্ট ভেরিফাই না করার জন্য । তাই ভেরিফাই অবশ্যই করতে হবে এতে নিজের একাউন্ট নিরাপদে থাকে । ভেরিফাই করলে একাউন্ট নিজের আয়ত্তে থাকে ।
-
ইন্সটা ফরেক্স ভ্যারিফাই ছাড়াই ট্রেড করার সুযোগ
দেয় বলে আমি জানি। কিন্তু আজকে আমি ইন্সটা ফরেক্স এর একটা নন ভেরিফাই একাউন্ট এ কিছু ডলার ডিপোজিট করলাম কিন্তু ব্যালেন্স এ ডলার যোগ হই নি।পরে জানতে পারলাম ভ্যারিফাই করলে নাকি ডলার এড হবে।
-
হা ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করা সম্ভব । তবে আমি একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করি না । কিছু ফেক ট্রেডার আছে যারা একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করে থাকে । আমি মনে করি একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভাল কাজ নয় । তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে তোমরা সবাই আগে একাউন্ট ভেরিফাই করেই ট্রেডিং করবা ।
-
আমার জানামতে আপনি ভেরিফাই না করে ট্রেড করতে পারেন। কিন্তু ব্রোকার যে কোন সময়েই আপনার ডকুমেন্ট চইতে পারেন এবং আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু আমি মনে করি আপনি ভেরিফাই করেই ট্রেড শুরু করেন। কারণ একদিন আগে আর পরে আপনাকে প্রোফাইল ভারিফাই করাতেই হবে। যদিও ভারিফাই করতে খুব বেশি সময় লাগে না।
-
হ্যা ভাই ভেরিফাই ছাড়া ট্রেড করা সম্ভব।আপনে ভেরিফাই না করেও ফরেক্স ব্যবসা ট্রেড পারবেন তবে আপনার টাকা উঠাতে ভেরিফাই প্রয়োজন আছে ভেরিফাই ছাড়া টাকা উঠাতে পারবেন না।ফরেক্স ব্যবসা ভেরিফাই করে ট্রেড করা ভালো।যেহেতু ফরেক্স মার্কেট একটি মুদ্রা কেনা বেচার মার্কেট সেহেতু আপনার প্রোফাইল ভেরিফাই করা উচিত বলে আমি মনে করি।
-
হ্যাঁ ভেরিফাই করা ছাড়া আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন তবে আপনি ট্রেড করে যে আয় করবেন তা উত্তোলন করতে পারবেননা।এর জন্য আপনাকে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে।আমি মনেকরি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে একাউন্ট ভেরিফাই করে ট্রেড করা ভালো।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করার আগে আমার ফরেক্স মার্কেট এর রিয়েল একাউন্ট হাই লেভেল ভেরিফাই করে ট্রেড শুরু করি।