ফরেক্স এ লস করার কিছু করন
না বুজে ট্রেড করা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়
Printable View
ফরেক্স এ লস করার কিছু করন
না বুজে ট্রেড করা
লোভ করা
ইমোশনাল হয়ে পরা
ফরেক্স মার্কেট এর নিউজ না রাখা
কিছু না জেনে ফরেক্স করা একে বারেই বৃথা চেষ্টা । আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়
বেশির ভাগ ট্রেডাররাই ফরেক্সে লস খায় । তার কারণ ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা না থাকার কারনে এবং ফরেক্সে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করার জন্য । মার্কেট এনালাইসিস করে উলটাপালটা ট্রেড নিলে তো লস খাবেই । আগে ফরেক্স ভালোভাবে শিখে ট্রেড করতে হবে। নয়তো লস খেয়ে পড়ে থাকবে ।আর বেশির ভাগ ট্রেডারদের ধৈর্য না থাকার কারণে তারা লস খায় ।
আমার কাছে মনে হয় ফরেক্সে যতনা এন্ট্রিতে ভুল হয় তারচেয়ে বেশি ভুল করি আমরা সঠিক মানি ম্যানেজমেন্ট আর টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার না করার কারনে।আপনার ইনভেস্ট যতই হোক না কেন সঠিক মানিম্যানেজমেন্ট না মানলে আপনি ফরেক্সে টিকতে পারবেন না।
আমার জানা মতে বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ফরেক্স সম্পরকে বেশি না জেনে ফরেক্স ট্রেড করতে আসে বা ফরেক্স মারকেটে যে সকল নিওম কানন আছে সেগুল না মেনে ফরেক্স মারকেটে ট্রেড করে আর ফরেক্স মারকেটে তাদের বেশি ধৈর্য নাই তারা লভকে কন্ট্রোল করতে পারে না ।
যার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারি এছাড়া ফরেক্স শিখায় বেশির ভাগ ট্রেডার লসের একটা বড় কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে অজ্ঞতা এছাড়া মার্কেট সম্পর্কে অভিজ্ঞতার অভাব আমি আগের মত ই বলতে চাই এটা থেকে আয় করতে হলে এটাকে নিয়ে আপনাকে বেশি করে সময় দিতে হবে
আমার মতে ফরেক্স এ বশির ভাগ ট্রেডার লস করে তাদের অদক্ষতার কারনে। ফরেক্স এর অপর যথেষ্ট ধারনা না থাকার কারনে অনেক ট্রেডার লস করে থাকেন। তারা ফরেক্স সম্পরকে অল্প ধারনা নিয়ে ট্রেড করতে গিয়ে বিপদের সম্মুখিন হতে হছে। বেশি লভের কারনে তারা ফরেক্স মার্কেট এ লস করেছে। আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।
ভাল একটি স্ট্রাটেজি তৈরি করে সেটাকে ধরে নিজে নিজে সাইলেন্ট ট্রেড করুন। তার মানে আজকে একটা শেয়ার আপনার স্ট্রাটেজি অনুযায়ী কি হওয়া উচিৎ তা চিন্তা করুন এবং তার ফলাফল পরিমাপ করুন। তেমনি স্ট্রাটেজি টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে। রিস্ক – রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে। টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেক সময় আপনার স্ট্রাটেজিতে ট্রেড নেবার সময় আসলেও মার্কেট এনালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজিতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে। তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে। অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে। একটা গুরুত্ত পূর্ণ বিষয় হল অন্য কাউকে দেখে শেয়ার কেনাবেচা করবেন না। প্রত্যেকের পোর্টফোলিও ভিন্ন হয়। কোন একজন যে কারণে শেয়ার কিনছেন বা বিক্রি করছেন তা হয়তো আপনার কারণের সাথে মিলবে না।
ফরেক্স মার্কেটে বেশির ভাগ ফরেক্স ট্রেডার যে সকল কারনে লস করে ফরেক্স মার্কেটের যে সকল নিওম কানন আছে সে গুল নাস মেনে ফরেক্স ট্রেড করে মানিমেনেজমেন্ট মানে না লোভ বেশি করে লোভকে কন্ট্রোল করতে পারে না বেশি ভলিওম দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে অভার ট্রেড ওপেন করে এই জন্য বেশির ভাগ ফরেক্স ট্রেডার লস করে ।
ফরেক্স ব্যবসায় বিগিনেররা লস করবে এটাই স্বাভাবিক । কারণ তারা প্রথম দিকে ফরেক্সকে মোটেও বুঝতে পারেনা । ফরেক্স এমন একটা মার্কেট যেটা প্রতি মুহুর্তে পরিবর্তনশীল । আর এই পরিবর্তনশীল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে অাপনাকে অনেক বেশি পরিশ্রমি এবং অনেক বেশি ফরেক্স জ্ঞানী হতে হবে । কারণ ফরেক্স কলা-কৌশলই আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলবে । দক্ষতা অর্জন করলে এই মার্কেটে লসের পরিমাণ অত্যন্ত কম হয় ।
বেশির ভাগ মানুষ ই ফরে এ যে কারন এ লস করে
না বুজে ট্রেড করে
ফরেক্স না জেনে ট্রেড করে
লোভ করে
ইমোশনাল হয়ে পরে
ফরেক্স মার্কেট এর নিউজ রাখে না