ভেরফাই সমস্যা অনেকের হয়ে থাকে। তারা সঠিক ভাবে কিছু দিতে পারেন না তার কারনে। এখানে ডকুমেন্ট দেওয়ার জন্য কিছু নিয়ম নিতি আছে। আপনি যে ডকুমেন্ট দিবে সেটা যেন ৩ মাসের বেশি পুরনো না হয়। আপনাকে ডকুমেন্ট টি দিতে হবে একবারে ক্লিয়ার যেটা বুঝা যায়।
Printable View
ভেরফাই সমস্যা অনেকের হয়ে থাকে। তারা সঠিক ভাবে কিছু দিতে পারেন না তার কারনে। এখানে ডকুমেন্ট দেওয়ার জন্য কিছু নিয়ম নিতি আছে। আপনি যে ডকুমেন্ট দিবে সেটা যেন ৩ মাসের বেশি পুরনো না হয়। আপনাকে ডকুমেন্ট টি দিতে হবে একবারে ক্লিয়ার যেটা বুঝা যায়।
ইন্সটা ফরেক্সে ট্রেড করে টাকা উত্তোলনের জন্য ভেরিফাই করে নেওয়াটা অত্যন্ত জরুরূী । অন্যথায় আমরা টাকা উত্তলন করতে পারব না । ফরেক্সে যে দুই স্তরের ভেরিপিকেশন আছে তা সম্পন্ন করেই আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমাদের একাউন্টটি ভেরিপাইয়েড । ভেরিপাই করার জন্য পাসপোর্ট/ন্যাশনাল আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে । আপনি এই কাজটা কোন অভিজ্ঞ ট্রেডারের সাহায্য করতে পারেন বেশ ভালভাবেই ।
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করার জন্য যে একাউন্ট ভেরিফাই করবেন ফাস্ট লেভেল এ আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড,পার্সপোর্ট,অথবা ড্রাইভিং লাইসেন্স এর দ্বারা প্রথম লেভেল কমপ্লিট করতে হবে ২য় ধাপে আপনাকে ব্যাংক স্টেট মেন্ট বা পানি/বিদ্যুৎ/গ্যাস বিলের স্ক্যান কপি আপলোড করতে হবে।
ফরেক্স মার্কেটে যে ব্রোকার ওয়েব সাইটে একাউন্ট করা লাগে সেই একাউন্ট ভেরিফাই করা লাগে আর ভেরিফাই করার জন্য জেগুল লাগে সেই গুল হল নেশানাল আইডি কার্ড অথবা পাসপোর্ট এর স্কান কপি আর ব্যাংক ষ্টেট মেন্ট এর স্কান কপি দিয়ে ভেরিফাই করা যায়।
এটা ঠিক একাউন্ট ভেরিফাই করার জন্য একটু সাহায্যের প্রয়োজন হয় আপনি ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেট মেন্ট আপ লোড দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন
ফরেএক্স সাইটের একাউন্ট ২ ধাপে ভেরিফাইকরতে হই। ১ম ধাপের জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান করে ইমেজ ফরম্যটে ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে।২য় ধাপে ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি আপলোড করতে হবে।তারপর এডমিন আপনাকে ভেরিফাই মেইল করবে।
ফরেক্স রিয়ে ল একাউন্ট ২ ধাপে ভেরিফাই করতে হয়।১ম ধাপে আপনার ন্যাশ্নাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হয়।প্রথমে আইডি কার্ডের কম্পিউটার দ্বারা স্কান করে এ পিঠ ও পিঠ ইমেজ ফরম্যাটে এবং আইডিকার্ডের ছবি ইমেজ আকারে আপলোড করতে হবে আর ২য় ধাপে একই ভাবে ব্যাংক স্টেটমেন্ট এর স্কান কপি আপলোড দিতে হবে।
ইন্সটাফরেক্স এ এ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাক দুটো ধাপ অনুসরণ করতে হবে। ১ম ধাপ হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইন্সে দিয়ে ভেরিফাই করে নিতে হবে। যদি ১ম ধাপ ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি পরবর্তী ধাপে জন্য যেতে পারবেন। আর ১ম ধাপ সম্পূর্ণ হলে আপনি ২য় ধাপের জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা অন্য কোন কাগজপত্রের যেটা আপনার ঠিকানার সাথে সম্পৃক্ত আছে এবং কোন সরকারি বা বেসরকারি সংস্থার আছে জড়িত এমন একটি কাগজপত্র স্ক্যান কপি আপলোড করতে হবে। তবে আপনি যখন আইডি কার্ড এর ইমেজ আপালোড করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ছবিসহ আইডিকার্ড ধরে আছে এভাবে ছবি তুলে স্ক্যান করে আপলোড করতে হবে তা না হলে আপনার এ্যাকাউন্ট ভেরিফাই সম্পূর্ণ করবে না। ধন্যবাদ
আকাওনত ভেরিফাই ছাড়া আমরা এই বাসবা থেকে টাকা আয় করতে পারবো না। আমাদের সব সময় আকাওন্ত ভেরিফাই করে তারপর ট্রেড করা উচিত তা না হলে আমাদের অনেক লস হবে। লস থেকে আমাদের কখন লাভ হবে ন্মা। আমাদের সব সময় চেষ্টা করতে হবে যেন আমাদের লস না হয়।
ফরেক্স মার্কেটে রিয়াল একাউন্ট ভের*্যফাই করার জন্য একাউন্ট ভেরিফাই করতে হয় সেই একাউন্ট ভেরিফাই করবেন কিভাবে আপনি আপনার যদি ইডি কার্ড থাকে সেই কার্ড উপ লোড দিয়ে এবং বাংক স্টেট মেন্ট উপ লোড দিয়ে একাউন্ট ভেরিফাই করতে পারেন।