-
অতিতের কোন স্মৃতি সুখ বয়ে আনে না। ফরেক্সে যা লস হয় তা নিয়ে ভাবলে পরবর্তী ট্রেড করা আরও জটিল হয়ে হয়ে পরে। তাই লসকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সব সময় চেষ্টা করতে হবে ভুল থকে নতুন কিছু শিক্ষা নেবার। ফরেক্স ট্রেড এ লাভ লস থাকবেই। তবে কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে যাতে লসের পরিমাণ কম হয়।
-
ফরেক্স একটি ব্যবসা। তাই এখানে কম বা বেশি লাভ বা লস হবে। তাই একটি ট্রেডে লস হলে তা কেন লস হল তা খুজে বের করুন। ফরেক্সে এ সব সময় ট্রেড দিলে যে লাভ হবে তা কিন্তু নয়। আপনি গড়ে আপনার ট্রেড এ লাভ থাকবেন এটাই হছে ফরেক্স।
-
আমার মনে হয় অতীত ভেবে কষ্ট পাওয়া বা খুশী হওয়ার কিছু নেই, অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া। পিছনে জয়-পরাজয় যাই থাকুক না কেন, তা থেকে হয়তো শিক্ষা নিয়ে অথবা অতীতের সফলতাকে স্বরণ করে তা থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে চলতে পারেন। কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকলে কখনোই সামনে এগুবার পথ খুঁজে পাবেন না। অতীত কখনো আর ফিরে আসবে না, তাই সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
-
ফরেক্সে আপনি সব সময়ই লাভ করতে থাকবেন এমটি সব সময় নাও হতে পারে মাঝে মধ্যে আপনাকে লসও করতে হতে পারে তাই বলে ভেঙ্গে পরলে চলবে না দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডারাও এখানে লস করে থাকে তবে বুদ্ধিমান ট্রেডারা লসের কারনে ভেঙ্গে না পরে লসের প্রকৃত কারন উদঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগিয়ে চলে।
-
ফরেক্সে লস লাভ হবে এটিই স্বাভাবিক তবে তাই বলে লসের কথা ভেবে ফরেক্স থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না কারন অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সব সময় লসের কথা মাথা থেকে ঝেরে ফেলে পূর্ন উদ্দ্যমে ভাল প্রফিট লাভের জন্য সামনে দিকে এগিয়ে চলে।
-
ফরেক্স ব্যাবসা লাভ লস নিয়ে করতে হয় । ট্রেড করতে গেলে অঅনেক সময় লাভ হয় আবার কখন লস হয় । লস গুলো হৃদয়ে ব্যাথা দেয় কিন্ত ট্রেডর একটি নীতি আছে কখনও ইমোশনাল হয়ে ট্রেড করবেন না তাই লসকে ভুলে গিয়ে নতুন করে বুঝে শুনে ট্রেড করতে হবে । সবসময় অতীতের দুখ: কষ্ট ভুলে বর্তমানকে নিয়ে এগিয়ে চলা ভাল ।
-
শিক্ষনীয় একটা পোস্ট আমাদের অনেক কিছু শিখিয়ে গেল । আর আমি মনে করি যে আমরা এই সমস্য বেশিরভাগ ক্ষে্ত্রেই ফেস করি ফরেক্সে । আমরা অনেক আশা নিয়ে পুঁজি বিনিয়োগ করি । কিন্ত অনেক সময় দেখা যায় যে আমাদের ভুলের কারণে কিংবা মার্কেটের প্রতিকূলতার কারণে লস করতে হয় । তাই আমরা কষ্ট পায় । কিন্ত আমাদের উচিত হবে কষ্ট না পেয়ে ধৈর্য্য ধরে এগিয়ে যাওয় ।
-
ফরেক্স মার্কেট প্লেস এ যেমন লাভ হবে আমার ঠিক তেমনি লস ও হবে তাই বলে মন খারপ করে থাকার কোন কারন নেই । আমরা যেমন ফরেক্স থেকে লাভ করব আবার ঠিক তেমনি লস ও করব তবে তাই বলে কষ্ট পেলে হবে না আমাদের আবার নতুন করে ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স এ কাজ শুরু করে দেওয়া উচিৎ ।
-
হ্যা এটা ঠিক যে যা হারিয়ে গেছে তা ভেবে অনুতাপ করে কোনো লাভ নাই। তবে লসের কারনটা আমাদের খুজে বের করে তা সমাধানের চেস্টা করতে হবে এবং উত্তরনের চেষ্টা করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে সববকিছু শুরু করতে হবে।
-
আপনি চরম সত্য কথা বলেছেন যা হারিয়েছে তা নিয়ে সময় নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি সামনের দিকে এগিয়ে যায় সুন্দর ভবিষ্যত আমাদের জন্য অপেক্ষা করছে এটা মনে রাখতে হবে । অতীত নিযে আকড়ে বসে থাকলে যন্ত্রনা ছাড়া আর কিছুই পাবনা ।