করাআমার প্রিয় বন্ধুরা, আপনি যদি ভাল বাজি ধরে থাকেন এবং আপনাকে ফার্ম সম্পর্কে খামারে নিয়ে যান, আপনি অবশ্যই আবপাড়ায় একটি আড্ডা খুলবেন এবং আপনার খামারের লাভও হবে। আমরা যে রূপটিতে কাজ করি আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এটি অবশ্যই
Printable View
করাআমার প্রিয় বন্ধুরা, আপনি যদি ভাল বাজি ধরে থাকেন এবং আপনাকে ফার্ম সম্পর্কে খামারে নিয়ে যান, আপনি অবশ্যই আবপাড়ায় একটি আড্ডা খুলবেন এবং আপনার খামারের লাভও হবে। আমরা যে রূপটিতে কাজ করি আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এটি অবশ্যই
ট্রেড করার আগে অবশ্যই কিছু বিষয় দেখে নিশ্চিত হয়ে এ্যান্ট্রি দিতে হবে। যেমন আপডেট নিউজগুলো দেখা, মার্কেট এ্যানালাইসিস তথা ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস করে নেয়া, ক্যান্ডেলস্টিক চার্টগুলো দেখে নেয়া প্রত্যেক টাইমফ্রেমেরই দেখে নিতে হবে। মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নেয়া,টেক প্রফিট ও স্টপ লস সেট করা আছে কিনা তা দেখে নেয়া,লট/ভলিউম ঠিক আছে কিনা তা দেখে নেয়া। সবকিছু ঠিক থাকলে তবে এ্যান্ট্রি দেয়া উচিত।
অবশ্যই ট্রেডিং করার আগে আমাদেরকে কিছু সময় নিয়ে দেখতে হবে এনালাইসিস গুলার কি অবস্থা এবং এনালাইসিস সম্পর্কেও ধারণা থাকতে হবে, তাই আমাদেরকে এনালাইসিস দেখে মার্কেটের ট্রেডের অবস্থা বুঝে ট্রেড করার সিদ্ধান্ত নিতে হবে কারণ আমরা না জেনে বুঝে ট্রেড করি তাহইলে আমাদের মূলধন হারাতে সুতারং ট্রেড করার সময় সতর্ক থাকি।
একজন নতুন এবং অভিজ্ঞ ট্রেডারের মধ্যে যে পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ করা যায় তা হল এই যে একটি ট্রেড ওপেন করার পূর্বে যা করনীয় তার মধ্যে বৈসাদৃশ্য থাকা । যে কোন ব্যবসার সাথে তুলনা করলে ফরেক্স সবথেকে আলাদা একটা প্লাটফর্ম । তাই এখানকার সবকিছুকে আপনাকে একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, মনের ইচ্চানুযায়ী চললে হবে না, একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে চলতে হবে । একটা ডিসিপ্লিন এর মধ্যে থেকে আপনাকে ট্রেড করতে হবে, তাহলেই আসবে সফলতা । মনে রাখতে হবে যে বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু হয় । তাই অতিরিক্ত লাভ অল্প সময়ে না করে ধৈর্য ধরে মার্কেট বিশ্লেষণ করে ট্রেড ওপেন করুন ।
প্রত্যেক কাজের আগে প্রত্যেকটি মানুষ ভাল ভাবে ভুঝে শুনে কাজটা করতে পারলে অনেক সহজে কাজটা করা যাবে।ফরেক্স ট্রেডিং তো খুবই জটিল বিষয়। ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। এছাড়াও মাঝে মাঝে অনেক ভূল হয় ট্রেড করতে গেলে সেটা যেন না হয় তার জন্য বার বার দেখে তার পর ট্রেড করতে হবে। আমি মনে করি সবাই যদি এই ভাবে ট্রেড করে তাহলে আর কোন সমস্যা থাকবে না কারো সবাই ঠিক ঠাক মত ট্রেড করতে পারবেন।
মার্কেটে যারা অভিজ্ঞ ট্রেডার তারা অবশ্যই যখন ট্রেড করে তখন তারা ভেবে চিন্তে ট্রেড করে । তারা ট্রেড করার আগে মার্কেট এ্যানালাইসিস করে তারপর ট্রেডে মনোনিবেশ করে ।কারন ট্রেড দিয়ে ফেললে সেটা আপনার সাথে সাথে রানিং শুরু হয়ে যাবে। তাই আগে ভেবে চিনতে দেখে নিনি আপনি ট্রেডটি করবেন কি না। ভুলভাল ট্রেড ওপেন করে পস্তানোরর চেয়ে এনালাইসিস করে বুঝেশুঝে ট্রেড করলে ঝুকি কমে অর্থাৎ লস এর সম্ভাবনা কমে
অভিজ্ঞ ব্যক্তি সর্বদা কাজের পূর্বে দেখে-শুনে,ভেবে-চিনতে কাজ করে। ফরেক্স ট্রেড করার পূর্বে অবশ্যই ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। যেন ট্রেড করার পর মার্কেট ট্রেডের প্রতিকুলে না যায়। তাই ফরেক্স ট্রেডারগন অবশ্যই ভেবে-চিনতে ট্রেড করবেন,যেন ট্রেড এবং পরিশ্রম বিফলে না যায়।
ট্রেড দেওয়ার আগে একবার নয় বারবার দেখা উচিত ট্রেডটি সঠিক পজিশনে নিচ্ছেন কিনা। কারন ট্রেড করার পর যখন একবার লসে পড়ে যাবেন তখন চেক করে যদি দেখেন যে আপনার ট্রেড পজিশনটা আসলে ঠিক করে নেওয়া হয়নি তখন আর কিছু করার থাকবেনা। তাই ট্রেড করার আগে যে কারেন্সীতে ট্রেড করবেন তার নিউজ আপডেট সম্পর্কে, সাপোর্ট রেজিস্টান্স, ট্রেন্ড লাইন ইত্যাদি দেখেই ট্রেড করবেন।
ট্রেড দেওয়ার পূর্বে যে সকল বিষয়ের উপর নজর দিতে হবে হলোঃ-
১। নিখুদভাবে টেকনিক্যাল এনালাইসিস করা
২। ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি করা
৩। অবশ্যই মানিম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ করা
৪। স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে
৫।প্রতিটি ট্রেডে কতটুকু সময় দিতে পারবেন তা ঠিক করা।
একদম ঠিক কথা বলেছেন আপনি । কারণ ফরেক্স মার্কেট কোন হেলা ফেলার জায়গা নয় । আপনি যেকোনো ট্রেড ওপেন করলেন আর আপনার লাভ হবে বিষয়টা কিন্তু তেমন নয় । ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট দেখে শুনে আনাল্যসিস করে ট্রেডিং করতে হবে , তাছাড়া এই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন না ।