-
ব্যবসা মানেই লাভ আর লস। আমরা শুধু ফরেক্সে না যে কোন ব্যবসাতেই লস করলে খুব কষ্ট পাই অনেক সময় মাথা চাপরাই আবার অনেক সময় ব্যবসা ছেড়েদিয়।বেশির ভাগ মানুষই সেই লসের কারণ খুজে বের করে না। তাই আমি বলি লস এবং লাভ দুটি অঙ্গাঅঙ্গী বিষয়। যেখানে লাভ আছে সেখানে লস ও আছে। ফরেক্স ও তেমন স্থান যেখানে যেখানে ধর্য ধরে চেষ্ট করে যেতে হবে ফল এক দিন না এক দিন আসবেই।
-
ফরেক্স এ লস করলে স্বাভাবিক আমাদের সবার মন খারপ হয় যায় , তখন আর ফরেক্স এ ট্রেডিং করতে ইচ্ছা করে না । ফরেক্স একটি মার্কেট প্লেস তাই এখানে যেমন লস হবে আবার ঠিক তেমনি লাভ ও অনেক হবে । তাই আমাদের সে জন্য মন খারপ করে থাকলে হবে না , লাভ লস হতেই পারে তাই মনে মন খারপ করে থাকলে হবে না । আমাদের উচিৎ ফরেক্স এ লস করার পর ভাল করে আগে ডেমো ট্রেড করে বুজে নিয়ে তারপর রিয়েল ট্রেড করা উচিৎ ।
-
এটা এমন একটি বিষয় যে, সকল ট্রেডারের মন খারাপ হয় তবে ব্যবস্যা করতে গেলে সব সময় লাভ হয় না লসের সময় ধৈর্য ধারন করা সফল ট্রেডারের কাজ, তবে লস খেলে মানুষিক অবস্থা খারাপ হয় যায়, ট্রেড করার কথা ভাবতে মন চায়না । আবার অনেক দেখে শুনে ট্রেড না করে লস কভাের দেওয়ার জন্য মন অস্থির হয়ে যায়.
-
ফোরাম একাউন্ট অনেক কারণেই বাজেআপ্ত হতে পারে.যেমন একজন বেবহারকারীর একাধীক একাউন্ট থাকলে.মিথ্যা,বেআইনি পোস্ট করলে.ফোরাম এর অন্য মেম্বারদের সাথে দুর্বেবহার করলে.কপি পেস্ট করলে.ইত্যাদি অনেক কারণে বাতিল হতে পারে যা পোস্ট ফোরাম রুলস এ গেলে জানতে পারবেন.এবং এইসব নিয়ম-কানুন না মানলে একাউন্ট বাতিল হতে পারে.
-
আমরা লস করার কোন প্রত্যশা করি না । যদিও লস হয়ে যায় তবে আমাদের বেশিরভাগ ট্রেডাররা মানসিকভাবে ভেঙ্গে পড়ি । তবে আমাদের উচিত হবে কোনভাবেই ভেঙ্গে না পড়া । আর যত বেশি পরিমানে আমরা মানসিকভাবে চাঙ্গা থাকতে পারব তত বেশি পরিমাণে নিজেরাই লাভবান হতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হওয়ার জন্য নিজেকে সর্বদা সব দিক থেকেই প্রস্তুত রাখতে পারি ।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে অনেক লস করে ফেলি সেই সময় আমাদের মনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তাই আমাদের মার্কেটে ট্রেডিং করার সময় মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করা যায় তাই আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখে ট্রেডিং করতে হবে।
-
আমি মনে করি ফরেক্সে লস করলে মানসিক ভাবে ভেঙ্গে পড়লে হবে না। কারন বিজনেস করতে গেলে লস হবে এটা স্বাভাবিক। আপনি যদি লস করে থাকেন তাহলে ধো্য্য ধারন করে আপনার ভুল গুল ভালভাবে নির্ধারণ করুন। তারপর মার্কেট আনালাইসিস করে করে ট্রেড করে সেটা রিকাভার করার চেষ্টা করুন।
-
যে কোন ব্যবসা বা কাজে লস হলে অনেকটা খারাপ লাগে এবং নিজেকে অনেকটা জেদী মনে হয়। ফরেক্স এ লস হলে অনেকটা খারাপ লাগে । ফরেক্স মার্কেট এ লস হওয়াটা স্বাভাবিক। ফরেক্স মার্কেট এ লাভ-লস মিলেই ফরেক্স করা হয়। ফরেক্স এ লস না করে বেশী লাভ করতে চাইলে আমাদের এই ফরেক্স মার্কেট এর ভাল করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। তবেই ফরেক্স থেকে আমরা ভাল লাভ করতে পারব।
-
আসলে কেউ লসের মধ্য আনন্দ পায় না। তাই আমি মনে করি লস করলে সবার মন খারাপ হয়ে যায় আর তাই আমিও লস করলে আমার খুব খারাপ লাগে। তাবে এমন ভাবে ট্রেড কর*্তে হবে যেন লসের পরিমান কম হয়। তাই বুঝে শুনে ট্রেড করতে হবে বলে আমি মনেবকরি।
-
ফরেক্স এ লাভ লস থাকবেই। তার জন্য মন খারাপ করে বসে থাকলে হবে না। পুরানো ট্রেড ভুলে আবার নতুন উদ্যোমে শুরু করতে হবে ট্রেড করা। তবে সেই ভুল হতে শিক্ষা নিতে হবে। প্রথম প্রথম লস হলে খুব বেশি খারাপ লাগল। এখন অবশ্য ততটা লাগে না। লস হলে তখন ভাবি আমার এ্যানালাইসিসে ভুল ছিল তাই লস হয়েছে। তাই ভুলগুলো খুজে বের করার চেষ্টা করি।