-
ফরেক্সে নট এ গেম ইটস এ বিজনেস । আপনি যদি এটাকে গেম হিসাবে গ্রহন করেন তবে আপনি কখনও সফল হবেনা । আর যদি ব্যবসা হিসাবে নেন আর এক জন্য ভাল ব্যবসাযী সে সকল গুন থাকা দরকার তার সবগুলোই ফরেক্সে ট্রেডিং এ থাকতে হবে। আপনি যদি অস্থির হন । দুইদিনে অনেক টাকার মালিক হতে চান তবে আপনার ফরেস্কে ঠিকে থাকার সম্ববনা কম।আপনার বক্তব্য সাথে আমি এক মত আমি নিজে সে ট্রেড গুলো তে লস করেছি পরে বিশ্চেষন করে দেখেছি আমার নিজের ভুলের কারনে আমি লস করেছি ।
-
যদি আপনি নিজেকে ফরেক্স ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে ফরেক্স মার্কেটে টিকে থাকা সহজ নয়। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য্য ধারন করতে হবে। মাথা ঠান্ডা রেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার এ্যাকাউন্টের মৃত্যুর কারন হয়ে দারাবে। তাই আগে নিজেকে ফরেক্স মার্কেটের উপজোগী করে গড়ে তুলুন। তারপরে ফরেক্স মার্কেট হতে উপার্জন করার চিন্তা করুন।
-
আমরা একটু ইচ্ছা করলেয় এই বাবসা থেকে টাকা আয় করতে পারি কিন্তু আম্নাদের ধৈর্য ধরে আনাল্যসিস করতে হবে তাহুলে আমরা ভাল ফল পাবো। আমরা যদি তেকনিকাল এনালাইসিস ফলও করি তাহলে অনেক টাকা প্রফিত করতে পারব। আমি মনে করি লং টার্ম ট্রেড বেস লাভ জনক।
-
আমি মনে করি এখানে যারা কাজ করতে আসে সবাই উপার্যন করতেই আসে কেউ যেনে আসে আবার কেউ না যেনে আসে এখানে যেভাবিই আসুক না কেনো সবাই ইনকাম করতেই আসে ,আমি ও ইনকাম বা উপার্জন করতেই এসেছি। আমি যেমন নতুন এসে এখোনো এখান কার কাজ সম্পকে ভাল ধারনা অর্জন করতে পারি নি তেমন অনেকে আসে এখানে এসে কাজ নাযেনে কাজ করে লস ও খায়।
-
আমি বলবো ফরেক্সে যারা ট্রেড করতে আসে তাদের সবাইই এখানে টাকা উপার্জন করতে আসে। কেউ এখানে খেলা করতে কিংবা শখের বশে আসেনা। জেনে কিংবা না জেনেই আসে। তবে নতুন দের সমস্যা হলো তারা এসে প্রচুর লস করে বসে থাকে। হ্যা আমিও ফরেক্সে এসেছি টাকা উপার্জন করতে। এবং আমি জানি এখান থেকে আয় করতে হলে আমাকে ভালো ট্রেডার হতে হবে।
-
ফরেক্স ট্রেড আমরা করে থাকি শুধুমাত্র আয় করার জন্য । ফরেক্সে তারাই ভালো করতে পারে যারা কিনা অনেক বেশি পরিমানে ইনকাম করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারি । ফরেক্সে ভালো কিছু করতে হলে আমাদেরকে সর্বদা এটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি নিজেদের দক্ষতাকে উন্নত করতে না পারি তবে আমরা ভালো কিছু করতে পারব না ।
-
ফরেক্স ট্রেডিং করার একটাই উদ্দেশ্য হল মুনাফা অর্জন করা এবং এর মাধ্যমে আয় করতে চান তবে আপনাকে আগে ফরেক্স ভাল করে শিকতে হবে আমরা ধৈর্য-অদ্ধাবসায়,পরিশ্রম এইগুলা চিন্তা করে ট্রেড ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসি তবে আমরা লস করব না।
-
হ্যা ভাই আমরা এখানে সকলেই ফরেক্স ট্রেডের মাধ্যমে উপার্জন করে, নিজের বেকারত্বকে দূর করে ভবিষ্যৎ* গড়তে চাই। কারন এখানে কোন ব্যক্তি যদি একটু ধৈর্য নিয়ে জ্ঞান অর্জন করে সেটাকে এখানে ইউটিলাইজ করেন তাহলে আশা করা যায় যে সেই ব্যক্তি ভবিষ্যতে অনেক বেশি ইনকাম করতে পারবে। সুতরাং আমার মতে কোন ব্যক্তি তার পরিশ্রম করার মন-মানসিকতা ও তার নিজের লোভ সামলানোর ক্ষমতা ও ফরেক্সে তার লস মেনে নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সে অবশ্যই এই ফরেক্স থেকে অনেক বেশি উপার্জন করতে পারবে।
-
হ্যা ভাই আমি ফরেক্স ট্র্রেডের মাধ্যমেই উপার্জন করতে চাই এবং নিজের বেকারত্বকে দূর করে আমার ভবিষ্যৎ গড়তে চাই। কারণ আমার বিশ্বাস এখানে কেউ যদি ধৈর্য্য নিয়ে জ্ঞান অর্জনে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই সে ফরেক্স থেকে ভাল ইনকাম করতে পারবে। সুতরাং আমার মতে কোন ব্যক্তি যদি ফরেক্স সম্পর্কে কঠোর পরিশ্রম ও নিজের আত্মবিশ্বাস নিয়ে ফরেক্স জ্ঞান অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই এই ফরেক্স হতে একসময় ভাল আয় করতে পারবে।
-
ফরেক্স ট্রেড করে উপারজন করতে চাইলে ফরেক্স করে উপারজন করা যাবে তবে ফরেক্স সম্পর্কে শিখতে হবে ফরেক্স কিভাবে করতে হবে ফরেক্স করে কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হবে সেটা সম্পর্কে ধারনা অর্জন করতে হবে ।