ফরেক্স মার্কেটে একটু বুঝে ট্রেড করতে পারলে লাভ এবং লস মিলায়ে সাবি'ক ভাবে লাভেই থাকা যায়। আর এখানে বুঝতে হলে বেশি বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।তবেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে কনি।
Printable View
ফরেক্স মার্কেটে একটু বুঝে ট্রেড করতে পারলে লাভ এবং লস মিলায়ে সাবি'ক ভাবে লাভেই থাকা যায়। আর এখানে বুঝতে হলে বেশি বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।তবেই আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন বলে আমি মনে কনি।
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷এই লস রিকোভার করা খুবই কঠিন৷দক্ষ ট্রেডারগণই কেবল এই লস রিকোভার করতে পারেন৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷
আসলেই সেই হলো প্রকৃত ট্রেডার যে তার নিজের লসকে রিকভার করতে জানে । আর সেই ট্রেডারই প্রকৃত পক্ষে ভালো কিছু করতে পারে । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমানে নিজের দক্ষতার চিন্তা করতে হবে । ওই মুহর্তে লাভ লস সব মাথা থেকে বাদ দিয়ে শুধু দক্ষতার উ্ন্নতি ঘটানোর চেষ্টা করতে হবে ।
আমরা অনেকে আছি ভুল করে বিভিন্ন ট্রেড করে থাকি পরে সেই লসের পরিমান তুলতে গিয়ে আর বেশি বেশি লস করতে থাকি আমি ও মনে করি সেই ভাল ট্রেডারে যে তার লস রিকভার করতে পারে কিন্তু ধুর্যও থাকতে হবে নাহলে দেখা যাবে যে সব লস করে বসবে।সে কখনো ধৈর্য হারায় না।
আমি মনে করি যে, লস করার পরও সেই কাজে জড়িয়ে থাকে সেই বড় বুদ্ধিমান । কারণ সে বিশ্বাস করে যে সে আবার এই ব্যবসা থেকে লাভ করতে পারবে । আর যাদের মন মানসিকতা এই রকম তাদের জন্যই ফরেক্স , কারণ এখানে যে কোন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে । তাই লস হলেও লস রিকভার করে আসাটাই হল বুদ্ধিমানের কাজ ।
খুব সুন্দর একটি কথা এখানে উপস্থাপন করেছেন। লাইফে ক্রাইসিস না আসলে আমরা আসলে ওই টার মর্ম বুঝি না যেরূপ সোনা পোড়ালেই খাঁটি হয়। ফরেক্স মার্কেটে তেমনি এখানে লস না করলে ওই বিষয়টা সম্পূর্ণ জ্ঞান লাভ করা সব সময় সম্ভব হয়না। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত ফরেক্সে লাভ করার পরে হাল না ছেড়ে সেই লসকে রিকভার করে নিয়ে কন্টিনিউ করা সম্ভব হলে একজন দক্ষ ট্রেডার হওয়া সম্ভব।
আপনি সুন্দর একটি কথা বলেছেন যে ফরেক্স মার্কেট এ সেই ভালো ট্রেডার যে তার লসটাকে ট্রেড এর বিনিময়ই রিকবার করে নিতে পারে। ফরেক্স মাকেট একটি সুন্দর মার্কেট যেখানে আপনি প্রপিট ও কোরতে পারেন আবার লস ও দিতে পারেন। তবে এর জন্য আপনআকে ফরেক্স মার্কেট এ অবিজ্ঞ হতে হতে হবে। তাহলে আপনি যদি লসও দেন তাহলে আপনি আপনার লস টুকু রিকবার করে নিতে পারবেন।
আমারা অনেকেই যখন কোন কাজে লস করি তখন বেশির ভাগ ক্ষেত্রে আমরা আর সে কাজ করি না । ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায় , যে লসগুলো রিকভার করতে পারে ।ফরেক্স মার্কেটে ১০০% নিশ্চিত ট্রেড বলতে কিছু নেই।
আমারা জনি ফরেক্স ঝুঁকি বিজনেস। তাই প্রতি ট্রেডে টিপি হিট নাও করতে পারে তাই বলে হতাশ হবেন না। কারন ডেইলি কেন্ডেল ফলো করে আপনি ডেইলি ট্রেড নিতে পারেন। এতে করে কেন্ডেল এর আচার বুজে ট্রেড নিলে বেশিরভাগ সময়ে আপনার টিপি হিট করবে আর স্টোপ লস কম হিট করবে। এই বাবে বেলেন্স করে ট্রেড পরিচালনা করতে পারেন।
ফরেক্স এ লস করা খুবই স্বাভাবিক যে কেউ এখানে লস করতেই পারে। কিন্তু ফরেক্স এ লাভ করার থেকে লস রিকভার করা বেশি কঠিন। একমাত্র দক্ষতা সম্পন্ন ট্রেডাররাই এটা করতে পারে। কারণ যখন ফরেক্স এ লস হয় অনভিজ্ঞ ট্রেডাররা হতাশ হয়ে পড়ে এবং কোন পরিকল্পনা ছাড়াই ভুলভাল ট্রেডিং করতে থাকে। ফলে লসের পরিমাণ আরও বেড়ে যায়। অপরদিকে অভিজ্ঞ, এবং দক্ষ ট্রেডাররাই নিজেদের কে কুল এন্ড কাম রেখে সঠিক পরিকল্পনা অনুযায়ী ট্রেড করে লস রিকভারি করতে পারে। এজন্য লস রিকভারি করা একজন ভালো ট্রেডারের লক্ষ্মণ।