-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
ফরেক্স মার্কেটে প্রফিট করা একদিকে ভাগ্য বলা যায়,আবার আরেকদিকে অভজ্ঞতার আলোকে ফরেক্স মার্কেট হতে প্রফিট করা যায়,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করতে হলে ভাল অভিজ্ঞতা প্রযোজন আছে,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিন করতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে ভাল প্রফিট করা যাবে।
-
আনদাজে ট্রেড করলে কখনই লাভ এর মুখ দেখতে পারবেনা
-
ফরেক্স মার্কেটে লাভ করা কোন ভাগ্যের ব্যাপার না কারন এই ব্যাবসা আপনি শিখে তারপর করতেছেন তাহলে সেই কেন ভাগ্যের ব্যাপার হবে আপনাকে ফরেক্স করে সফলতা পাওয়া কঠিন। আর যে সফলতা পাই সে অনেক অভিজ্ঞাতা অর্জন করে পাই।
-
ফরেক্স এ প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না। হ্যা তবে ভাগ্য বলতে একটা কথা আছে। কিন্তু তার আগে আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এ্যনালাইসিস করার পরও আমাদের ট্রেডিং লসের দিকে যায়। আবার অনেক ক্ষেত্রে কোন এ্যনালাইসিস না করেও অনেক ট্রেডাররা লাভবান হয়ে থাকেন।
-
যেকোন ব্যাবসায় লাভ লস থাকবেই।ফরেক্সও তেমন লাভ লস থাকে।তারপরেও মার্কেটে টিকে থাকতে হলে লাভের পরিমান টা একটু বেশি হওয়া প্রয়োজন।মার্কেট থেকে লাভ করতে হলে আপনাকে একজন দক্ষ ট্রেডার হতে হবে নইত লাভের থেকে লসের পরিমান অনেক বেশি হবে।
-
আমার ত মনে হই ফরেক্স সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার।গত দুি মাস যাবত ডেমো ট্রেড করি। অনেক কিছুই সিখেছহি। কিন্তু ভাগ্য ছাড়া কন কিছু কাজে লাগে কিনা বুঝি না।
-
অবশ্যই নয় । কারণ প্রফিট করা আপনার পরিশ্রম এবং মেধার সমন্বয় এর ব্যাপার । মেধা আর উপযুক্ত জ্ঞান এবং ফরেক্স দক্ষতা যদি থাকে তবে অবশ্যই আপনি অনেক বেশি পরিমাণে সফলতা লাভ করতে পারবেন । ফরেক্সে লাভবান হতে গেলে নিজেকে সর্বোচ্চ পরিমাণে দক্ষ হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নেই । যত বেশি পরিমাণে দক্ষতা অর্জণ করবেন তত বেশি পরিমাণে এগিয়ে যেতে পারবেন ।
-
না, প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয়। এটা নির্ভর করে মার্কেটের অবস্থার উপর, মাকেটে দেখা যাচ্ছে বাই দিতে হবে আর আপনি সেল দিলেন, তাহলে কি হবে? লস হবে। এই লসের জন্য তো ভাগ্যকে দোষারোপ করা যায় না। আগে ফর্সে ভাল করে বুঝতে চেষ্টা করুন।